ঢাকা   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১

ফরিদপুরে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব লিবিয়া ফেরত আসাদ: মামলা করায় পাল্টা হুমকি

Daily Inqilab ফরিদপুর জেলা সংবাদদাতা

৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

 

 

ফরিদপুরে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব লিবিয়া ফেরত আসাদ: মামলা করায় পাল্টা হুমকি। কথিত মাফিয়া গ্রুপের সদস্যদের হুমকি এরকম,
''আমাগে নেটওয়ার্ক অনেক বড়।
সারাবিশ্বেই আমাগের গ্যাং আছে। তুই কিভাবে বাইর হইস দেইখ্যা নিবো আমরা।''

প্রায় ১২ লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে বিদেশে যেয়ে কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে এভাবেই আসাদ শেখকে (৩০) হুমকি দেয়া হয়।

এরপর বিদেশ থেকে ফিরে দালালদের বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে দেওয়া হয় হুমকি দেওয়া হয়।

অথচ বিদেশে কর্মসংস্থানের আশায় ধার দেনা করে টাকা জোগাড় করে তুলে দিয়েছিলো দালালের হাতে। এখন বসতভিটা ও জায়গাজমি সহ অন্যান্য সহায় সম্পদ হারিয়ে আসাদের পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

আসাদ শেখ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের গনি শিকদার পাড়া গ্রামের আনছার শেখের ছেলে। পেশায় একজন ইটভাটা শ্রমিক।

ইটভাটায় দিনমজুরের কাজ করতে যেয়ে পরিচয় হয় পাশের গ্রাম মোমিনখাঁর হাটের মোমিনখাঁর হাটের মৃত সামাদ শেখের ছেলে আতিয়ার শেখের সাথে।

এসময় তাকে লিবিয়ায় মাসে ৫০ হাজার টাকা বেতনে ভালো চাকরির প্রলোভন দেখায় আতিয়ার। প্রথম দফায় সাড়ে চার লাখ টাকা নিয়ে ২০২২ সালের ২৫ নভেম্বর আসাদকে ভিজিট ভিসায় দুবাই নিয়ে যায়।
পরের মাসে ৬ ডিসেম্বর তাকে লিবিয়ার বেনগাজীতে নিয়ে অজ্ঞাতস্থানে আটকে তার পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করা হয়।

আসাদ ইনকিলাব কে বলেন, সেখানে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তাকে লিবিয়ায় কাজ নেই বলে ইতালি পাঠিয়ে দেয়া হবে বলে আরো টাকা আনতে বলে দেশ থেকে।

নিরুপায় হয়ে এরপর প্রথমে দুই দফায় ৯০ হাজার ও ৯৩ হাজার টাকা পাঠানো হয় তাদের কাছে। এরপর বসতবাড়ি বিক্রি করে আরো পাঁচ লাখ টাকা দেয়া হয় তাদের। তারপরেও তাকে আকামা জোগাড় করে দেয়নি তারা।

আসাদ ইনকিলাব কে জানান, লিবিয়া নিয়ে তাকে দুই মাসের ট্যুরিস্ট ভিসায় ক্লিনারের কাজে পাঠানো হয়। কিন্তু সেখানে ৯ মাসের কাজের টাকাও তারা আটকে রাখে। একপর্যায়ে আকামা না থাকায় তাকে আটক করে লিবিয়ান পুলিশ।

এরপর দালালের মধ্যস্থতায় ছাড়া পেয়ে ২০২৩ সালের অক্টোবরের দিকে কোনমতে জান নিয়ে দেশে ফিরে আসে।

 

এ ঘটনায় আসাদ দেশে ফিরে মানবপাচার মনিটরিং সেলে অভিযোগ দায়েরর পর ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলায় আতিয়ার শেখ (২৯) ও তার সহযোগী সিরাজগঞ্জের সলঙ্গার আমীর হোসেনের ছেলে হান্নান শেখকে (৪২) আসামী করা হয়। তবে মামলা দায়েরের পর উল্টো তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।

আসাদ শেখের বাবা আনসার শেখ ইনকিলাব কে বলেন, জমি বন্ধক রেখে ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠাই।

তারপর মুক্তিপণের জন্য বসতভিটাও বিক্রি করে দেই। আমিতো বাড়িঘর সব হারাইছি। লাখ লাখ টাকা দিছি আতিয়াররে। আমি আমার টাকা ফেরত চাই।

জানা গেছে, আদালতের নির্দেশে ফরিদপুর পিবিআই মামলাটি তদন্ত করে। তদন্তকালে আতিয়ার ও হান্নানের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকা নিয়ে অবৈধভাবে বিদেশে পাঠানো, তারপর সেখানে আটকে শারিরীক ও মানসিক নির্যাতন করে মুক্তিপণ আদায়, পরে লিবিয়া থেকে ফেরত পাঠানোর অভিযোগের সত্যতা মিলেছে বলে আদালতে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: শহিদুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা ইনকিলাব কে জানান, আসাদকে কে সাড়ে চার লাখ টাকা নিয়ে লিবিয়া পাঠানোর পর মুক্তিপণ হিসেবে আসাদের পরিবারের নিকট থেকে আরো পাঁচ লাখ টাকা ও কয়েকটি ব্যাংকের চেকের মাধ্যমে আরো ১ লাখ ৮৩ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার সত্যতা পাওয়া গেছে।

আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মামলার বিবাদিকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন গত জুলাই মাসে।

৩১ অক্টোবর, মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য রয়েছে।

এ ব্যাপারে, জানতে আতিয়ার শেখের বক্তব্য জানতে চাইলে তিনি ইনকিলাব কে বলেন, দুবাই থেকে সাধারণত মিশর কিংবা সিরিয়ায় ট্রানজিট দেয়া হয়।
তবে আসাদকে বেনগাজীতে নামানো হয়।চার লাখ টাকায় আসাদকে লিবিয়া নেয়ার কথা ছিলো। তবে তাকে লিবিয়া পাঠাতে তার সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। এজন্য তার নিকট থেকে এক লাখ টাকা ধারও দেন তিনি।

তবে লিবিয়ায় আসাদকে একবছরের ভিসা দিয়ে কাজেও পাঠানো হলেও সে ভ্যাজাল করে চলে আসে।

আতিয়ার ইনকিলাব কে বলেন, আসাদকে লিবিয়া বিমানবন্দর হতে সরাসরি ক্যাম্পে নেওয়া হয়। তার দু'দিন পরেই তাকে এক বন্ধুর মাধ্যমে একটা কফি হাউজের কাজে লাগায় দিছিলাম। সেই কাজ সে করে নাই। পরে তাকে রোড ক্লিনারের কাজ দেয়া হয়।

সেখানে সে কয়েকদিনের টাকা পাওনা পেতো। আসাদের পরিবারের নিকট থেকে মুক্তিপণ বাবদ ব্যাংকের মাধ্যমে টাকা নেয়ার কথা তিনি জানেন না এবং বিদেশে যাওয়ার পরে আসাদের মামার মাধ্যমে তাকে আগের পাওনার টাকা পরিশোধ করা হয় বলে তিনি দাবি করেন।

জানা গেছে, এর আগে আতিয়ার লিবিয়ায় কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে দুই বছর আগে ফিরে আসেন। তবে আসাদ ছাড়া আর কাউকে তিনি বিদেশে পাঠাননি এবং হান্নানকে তিনি চিনেন না বলেও দাবি করেন।

আর আসাদকে মোবাইল ফোনে দেখে নেয়ার কোন হুমকিও তিনি দেননি বলে এই ইনকিলাব কে বলেন। যদিও মোবাইল ফোনে হুমকির এই রেকর্ড সংরক্ষিত রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?

অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক

যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক

স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

'‌‌গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'

'‌‌গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর

ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ

ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়

অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়

প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।

প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।

শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!

শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!

বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’

নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’

জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর

আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর

অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ

অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে- খুলনায় মুফতি আমানুল্লাহ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে- খুলনায় মুফতি আমানুল্লাহ