হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, হাসিনা গত ১৫ বছরে দেশের সর্বনাশ করেছে। নিজের সর্বনাশ করেছে। তাঁর বাপকে ডুবিয়েছে। তাঁর দলকে ডুবিয়েছে। দেশকে ডুবিয়েছে।
ফজলুর রহমান বলেন, গত ১৫ বছর জেলায় জেলায় বিজয় উৎসব হতো। অনেকে বলেন বিজয়ের মা নাকি আইসিইউতে গেছে। এটাতো আমি সহ্য করি না, মুক্তিযোদ্ধারা সহ্য করে না। মুক্তিযোদ্ধার সন্তানেরা সহ্য করে না। জিয়াউর রহমানের যারা সৈনিক তাঁরা সহ্য করে না। কারণ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা তার আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক মানে না, তারা স্বাধীনতা মানে কি না আমার সন্দেহ রয়েছে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি রণাঙ্গণে থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে গেছেন।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইটনা উপজেলার আয়োজনে কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজ মাঠে মহান স্বাধীনতার ৫৪তম বিজয় উৎসব উপলক্ষে জনসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এসব কথা বলে।
তিনি আরো বলেন, শেষ পর্যন্ত হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ১৫ বছর এ দেশে কোনো মানুষের শাসন ছিল না। ফ্যাসিস্ট শাসন ছিল। ইতিহাস আমাকে বলত তুমি হাসিনাকে জানাইয়া দাও, দিন আসছে যেদিন কিশোরগঞ্জের বাসাবাড়ির সব গেইটে লিখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ বসবাস করে না।
সাবেক চার মন্ত্রীকে সরকারের কাঠামো থেকে সরাতে পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করে ফজলুর রহমান বলেন, হাসিনাকে আমি বলেছিলাম ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক আর শিক্ষামন্ত্রী নওফেলকে লাথি দেন। লাথি দিয়া মন্ত্রীসভা থেকে বের কইরা মানুষের কাছে হাত জোর কইরা দাঁড়ান। মাফ চান। বাঙালির মন অত্যন্ত নরম। ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। হাসিনা যদি মাথা নিচু করে মাফ না চায় জীবনে কোনো দিন এ দেশের মানুষ তাঁকে মাফ করবে না।
ফজলুর রহমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, কোথায় আছেন হামিদ সাব। আপনার ছেলেরা কই? আমি ফজলুর রহমান রাজনীতি শিখেছি। আর রাজনীতি শিখেছি বলেই আবদুল হামিদের কিছুটা অস্তিত্ব আছে। না হলে তাঁর সমস্ত বাড়িঘর পুইড়া ছারখার হইয়া যাইত।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আমাদের (বিএনপি) মহাসচিব প্রতিদিন বলেন ‘দ্রুত নির্বাচন দেন’। নির্বাচন যত দেরি করবেন দিতে দেশ ততই জটিলতার দিকে যাবে। আমাদের প্রধান নেতা তারেক রহমান প্রতি দিন বলেন ‘নির্বাচন দেন’। নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান। আপনারা কর্ণপাত করেন না। আমি কিশোরগঞ্জের ইটনার এ বিজয় সমাবেশ থেকে বলছি আমার নেতা তারেক রহমান ও মহাসচিবের দাবির মতো আমিও চাই দ্রুত নির্বাচন দিন।
তিনি আরো বলেন, যদি আপনারা নির্বাচন করতে চান, দল করেন, আপনাদের অভিনন্দন জানাবো। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবো না। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে বিএনপি নির্বাচনে অংশ নিবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আজকে দেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার কারা। ওই আবু সাইদ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে হাত উঁচু করে বলছিল ‘কর গুলি’। বুক দিয়া গুলি লেগেছে পিঠ দিয়া বের হইছে, “দৌড় দেয় নাই”। আমি বলেছিলাম প্রথম এই আবু সাঈদ হলো একবিংশ শতাব্দীর প্রথম বীরশ্রেষ্ঠ।
তাদের সরব পদচারণা ও মুহূর্মুহু ¯স্লোগানে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল। প্রধান অতিথি এডভোকেট ফজলুর রহমান হাওরের তিন উপজেলার ৭২ জন মুক্তিযোদ্ধাকে মেডেল পরিয়ে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে উৎসবের উদ্বোধন করেন। ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা ও এডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া এবং আমিনুল ইসলাম আশফাক।
ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাফিজুল্লাহ হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি।
এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। এ দেশ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মবর্ণের মানুষের শোষণমুক্ত অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ দেশ। এখন মানুষের মুখে মুখে ও হৃদয়ে শুধুই ধানের শীষ।
রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। তাই এ জন্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজয় উৎসবে হাওরের তিন উপজেলাসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাওর এলাকার অন্তত ৫০ থেকে ৬০ হাজার মানুষের পদচারণায় উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরে রাতে শুরু হওয়া উৎসবের সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী সালমা, আশিক ও শাহনাজ বাবুসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মানুষ আনন্দিত মনে তাদের পরিবেশনা উপভোগ করেন।
আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অবৈধ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর কিশোরগঞ্জের ইটনা, মিঠামই, অষ্টগ্রাম হাওরবাসীর এ উদযাপন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আটক
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি
আলবেনিয়ায় ভুয়া ভিসার নামে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা