আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই বাজার মূল্য নিয়ন্ত্রন সম্ভব হচ্ছে না,
১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
নিত্যপ্রয়োজনীয় পন্য আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই বাজার মূল্য নিয়ন্ত্রন সম্ভব হচ্ছে না।
আমদানির ক্ষেত্রে সকল আমদানিকারকদের এ জাতীয় পন্য অবাধে উম্মুক্ত আমদানির সুযোগ দিলে সিন্ডিকেট ভেংগে যাবে বলে জানান ক্রেতা সাধারন।
আমদানিকারক আল মামুন জানান, ডিম,চাল,ডাল, পিয়াজ, কাঁচা মরিচ, চিনি, ভোজ্য তেল আমদানিতে সরকার বরাবরই হাতে গোনা কিছু ব্যবসায়ীদের আমদানির অনুমতি দিয়ে থাকেন। অনুমোদিত আমদানিকারক ছাড়া অন্যকেউ এ জাতীয় পন্য আমদানি করতে পারবে না। অবিলম্বে আমদানি পর্যায়ে অবাধ ও সকল ব্যবসায়ীদের জন্য আমদানি উম্মুক্ত করার দাবি উঠেছে ব্যবসায়ী মহল থেকে।
ফলে অনুমোদিত আমদানিকারকরা সিন্ডিকেট করে বাজারে যে মূল্যে বিক্রি করছে সেই মুল্যেই ক্রয় করতে হচ্ছে সাধারন মানুষের। নিত্য প্রয়োজণীয় পন্য আমাদানি অবাধ ও উম্মুক্ত করে দিলে আমদানিকারকদের সিন্ডিকেট ভাংগা সম্ভব।
যেমন বাজারে ডিমের মূল্য আস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার নতুন করে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয় ১২টি প্রতিষ্ঠানকে। বাণিজ্য মন্ত্রণালয় এই ডিম আমদানির ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দেয় বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোতির পর শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে এ পর্যন্ত ৫টি চালানে মোট ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে।
এসব ডিমের আমদানিকার দের মধ্যে রয়েছে ‘হাইড্রো ল্যান্ড সল্যুশন’ নামে একটি প্রতিষ্ঠান। ডিমগুলো ভারতের ‘শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠান থেকে আমদানি করা হয়।
আমদানিকারক হাইড্রোল্যান্ড সলিউশনের ম্যানেজার ইকরামুল হাসান সজিব বলেন চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন ডিম আমদানি কারকেরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে।
গত ৮ অক্টোবর ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। সে হিসাবে দুই সপ্তাহে ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয়।
সরকার ডিম আমদানির অনুমতি দিলেও এ ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে। প্রথম শর্তটি হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু–মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে। দ্বিতীয়ত, ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত থাকার সনদ দাখিল করতে হবে। তৃতীয়ত, প্রতিটি চালানের কমপক্ষে ১৫ দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে। চতুর্থত, অনুমতি পেলে ৭ দিন পরপর এ–সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পেয়েছে। ১৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে ১২২ ট্রাকে করে ১ হাজার ৪২১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কেনা থেকে শুরু করে শুল্ককর মিলিয়ে আমদানি করা এই মরিচের কেজিপ্রতি খরচ পড়েছে ৯৬-১০০ টাকা। অথচ বিভিণœ বাজারগুলোতে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ। তবে দেশব্যাপী বন্যার কারনে সবজি সহ কাচামিরচের দাম বেড়ে যায়।
বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা পড়ে।
যশোর চেম্বার অব কমাসর্ এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, এই মুহুর্তে সরকারের উচিত আমদানিকারকদের সিন্ডিকেট ভেংগে দেওয়া। নিত্য প্রয়োজনীয় পন্য আমদানির ক্ষেত্রে অবাধে সকল আমদানি কারকের জন্য উম্মুক্ত করে দেওয়া হলে সিন্ডিকেট বলে কিছুই থাকবে না। ফলে বাজারে এ জাতীয় পন্যের মুল্য স্বভাবিক থাকবে বলে আমি মনে করি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস
ব্যারিস্টার খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি মামলা বাতিল
একজন বিকৃত রুচির সমাজবিধ্বংসীকে উপদেষ্টা হিসেবে জনগণ দেখতে চায় না
শ্যামনগরে ছাত্রদল নেতার নেতৃত্বে অফিসে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা
ইসলামি দেশগুলোতে ইরানের রপ্তানি ১৭ শতাংশ বেড়েছে
শুধু মুসলিম যাত্রীদের ‘হালাল ফুড’ দেবে এয়ার ইন্ডিয়া
মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সুফল বয়ে আনবে
বাঘায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
ন্যায়পরায়ণ, আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না -কক্সবাজারে বিশাল সমাবেশে পীর সাহেব চরমোনাই
ময়মনসিংহে শহীদ সাগরের কবর জিয়ারত করলেন নতুন বিভাগীয় কমিশনার
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার
ময়মনসিংহে ৩ মাস পর আন্দোলনে নিহত দুজনের মরদেহ উত্তোলন
গাজীপুরে শ্রমিক ছাটায়ের প্রতিবাদে কর্মবিরতিঃ পুলিশের উপর হামলা
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় মা ও ছেলের যাবজ্জীবন
মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় দুই উপদেষ্টা
যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
জো নেশানহুডের ডাক দিয়ে বিতর্কে মিজোরামের মুখ্যমন্ত্রী
দুই যুগ পর মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী সিনেমা "গ্লাডিয়েটরের দ্বিতীয় সিক্যুয়েল"
আলিয়া মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা "যারা হজরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবী মানেন না তারা কাফের"