গাজীপুরে শ্রমিক ছাটায়ের প্রতিবাদে কর্মবিরতিঃ পুলিশের উপর হামলা
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালনের সময় শিল্পপুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কারখানার নিরাপত্তা ইনচার্জ এবং শিল্পপুলিশের এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাদের কাছে চাবি রেখে দেয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্পপুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বুধবার সকাল ৯ টার দিকে ওই কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন কারখানার নিরাপত্তা ইনচার্জ আজিজুর রহমান (৪৫) ও গাজীপুর শিল্পপুলিশ-২-এর কনস্টেবল নাহিদ (২৮)। আহত অন্যদের নাম জানা যায়নি। গুরুতর আহত পুলিশ কনস্টেবলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা করে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এম এম নিটওয়্যার এবং ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১৩ জন শ্রমিককে ছাঁটাই করে। ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার পরও তারা আবার চাকরি ফিরে পাওয়ার প্রত্যাশায় কারখানার প্রধান ফটকে জড়ো হয়। তাদের পুনরায় চাকরিতে নিতে দুই দিন যাবৎ সকাল থেকেই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। পরে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এম এম নিটওয়্যার লিমিটেডের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, শুনেছি, নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে। এ খবরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ভেতরে অন্দোলন করছে। আমি বের হয়ে চলে আসার পর ভেতরের অবস্থা বলতে পারবো না। এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল করতে হবে। কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদের তাদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের কোনও অভিযোগ নেই।’তিনি আরও বলেন, ‘বর্তমানে যে অবস্থা সময় মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কারখানা কর্তৃপক্ষ। ’গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ফজল আলী জানান, পুলিশ সদস্য নাহিদকে আহত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে। তার মাথায় আঘাত লেগেছে এবং দুটি সেলাই করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে যোগদান করানোর দাবিতে দুই দিন যাবৎ কর্মবিরতি পালন করছে। সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্পেনের ভ্যালেন্সিয়ার বন্যা, চলছে পায়পোর্টা শহরের পুনর্গঠন প্রক্রিয়া
"এবার বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে"
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন
জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে আসছে, "লাল মজলুম"
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আমাদের ভুল-ত্রুটির কারণেই আহতরা সড়কে নেমে এসেছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছল পণ্যবাহী জাহাজ
পপ গান ‘এপিটি’র কারণে দ.কোরিয়ায় সুনেউং পরিক্ষার্থীদের উদ্বেগ
পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির হানা
বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্ট
ব্যাংকের ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই
আন্দোলনে আহতদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: উপদেষ্টা ফরিদা
খাগড়াছড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা আ. লীগ নেতা দিদারসহ গ্রেফতার ৪
বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না: বিএনপি নেতা কাজী মফিজ
ফিলিপাইনে সুপার টাইফুন ‘ইউসাগি'র জন্য সর্বোচ্চ সতর্কতা জারি
১০০ দিন পূর্তি উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত-১ আহত-৪
বদলে যাচ্ছে র্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক
চেন্নাইয়ে ডাক্তারকে ছুরিকাঘাত,চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ