যশোরে আইন কর্মকর্তা জিপি ও পিপি নিয়োগ
১৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে।
নতুন নিয়োগে সরকারী কৌশলী হয়েছেন শেখ আব্দুল মোহায়মেন আর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ১ এর পিপি হয়েছেন আব্দুল লতিফ লতা। এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ২ এর পিপি হয়েছে একেএম হাসানুর রহমান আসাদ ও সহকারী পিপি হয়েছেন শাহানারা সুলতানা রিনা।
বিশেষ জজ আদালতের পিপি হয়েছেন আমিনুর রহমান ও সহকারী পিপি হয়েছেন আনিছুর রহমান পলাশ।
এছাড়া অতিরিক্ত সরকারী কৌঁশলী হয়েছেন তিনজন। তারা হলেন, আব্দুর রউফ খান, শহীদুল আলম খান ও মাহমুদা খানম।
অতিরিক্ত পিপি হয়েছেন ১১ জন। তারা হলেন, আজিজুল ইসলাম, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, আবু মুরাদ, আরিফুল ইসলাম শান্তি, মুজিবুর রহমান, একেএম আকরাম হোসেন,
এম নুরুজ্জামান খান, গোলাম মোস্তফা মন্টু, কাজী সেলিম রেজা ময়না, মাহবুবুর রহমান ও এস.এম আব্দুর রাজ্জাক।
সহকারী সরকারী কৌঁশলী হয়েছেন নয়জন। তারা হলেন রেহেনা পারভীন, হাজী মো:আব্দুল ওয়াদুদ, মফিজুর রহমান কাবিল, আনিছুর রহমান, মজিজুর রহমান, আমিনুর রহমান আমির, এবিএম হাচানুজ্জামান, ইলিয়াম সাদত (শাহাদৎ) ও রফিকুল ইসলাম তাসনিম।
সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন ৪৬ জন। তারা হলেন, মুনছুর আলী, সহিদুল ইসলাম, দিলীপ কুমার চন্দ্র, নার্গিস নাহার, সাদেকা খাতুন বিল্লু, এবিএম জাফর আলতাফ, জিএম কামরুজ্জামান (ভুট্টো), শওকত আলী পিন্টু, সরদার সেলিম রেজা, রবিউল ইসলাম খোকন, সালা উদ্দীন শরীফ শাকিল, কাহিনা খানম লিলি, মুস্তাকিন মোস্তফা খান, দিনাই ইয়াসমিন, কামরুল হাসান ফারুক, কাজী কামরুল ইসলাম, নূর আলম পান্নু, তাহমিদ আকাশ, সেলিম রেজা, এনামুল আহসান টিটুল, আশেক মাসুক সুমন, ফজলুল হক মধু, শফিউর রহমান, আনজুমানারা মলি, গাজী আব্দুল্লাহ আল আমীন নান্নু, হাজী আনিচুর রহমান মুকুল, মুন্সী আনিসুর রহমান, মৌলুদা পারভিন, মুনছুর অর রশিদ পিংকু, কাজী মশরুর মুশিদ বাপ্পী, মিজানুর রহমান, লিয়াকত আলী চৌধুরী বাবুল, ইলিয়াস তোতা, মকবুল ইসলাম, জুলফিকার আলী, আক্তার হোসেন সিদ্দিকি, গোলাম মোস্তফা-১, কামরুল হাসান সোহেল, আরমান আলী বাবু, আলতাফ হোসেন শেখ, আব্দুল করিম, নাসিম আহমেদ বাবু, শফিকুল ইসলাম, আকবর হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন ও তাজ উদ্দিন আহমাদ।
পত্রে উল্লেখ করা হয়েছে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব-স্বপদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক উল্লেখিত আইনজীবীদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপরে উল্লেখিত পদে নিয়োগ দেয়া হলো।
উল্লেখ্য, গত ২০ মে আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি/পিপি) সানা মো. মাহ্রুফ হোসাইন সাক্ষরিত আরেক পত্রে যশোর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে ২য় বারের মত নিয়োগ দেয়া হয় আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম ইদ্রিস আলীকে। এছাড়া সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিয়োগ পান জাহিদুল ইসলাম সুইট। একই সাথে ৩ জন স্পেশাল পিপি, ১২ জন অতিরিক্ত পিপি ও ৪১ জন এপিপি নিয়োগ দেয়া হয়। এ ছাড়া অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে ৪ জন ও সহকারী সরকারি কৌসুলি হিসেবে আরও ১২ জন নিয়োগ দেয়া হয়। সাত মাসের মাথায় ওই নিয়োগ বাতিল করে পূনরায় আইনকর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে- আজিজুল বারী হেলাল
পবিপ্রবিতে মাদকসহ বহিরাগত ৩ যুবক আটক
স্বৈরাচারী দোসরদের বিচার দাবিসহ ভিসি বরাবর ইবি ছাত্রদলের ১৯ দফা
ইবনেসিনা ট্রাস্ট কোন রাজনৈতিক দল ও ধর্মের নয়,এটি সবার প্রতিষ্ঠান - অধ্যাপক আ ন ম আব্দুজ জাহের
দুই ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
নিউজিল্যান্ডে বিতর্কিত বিলের বিরোধিতায় সংসদে উত্তেজনা
সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
হবিগঞ্জে বিজিবি'র অভিযান : কাপড়, কসমেটিকস্ সহ ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
একটি নৃশংস হত্যাকাণ্ড ও অভিবাসন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্র
হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল ঘোষণা
ভাসানী গণমানুষের রাজনীতির আলোকবর্তিকা : বাংলাদেশ ন্যাপ
হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে, কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত
সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে চিত্রনায়ক রুবেলের গাড়ি
ডিএসবির এক এসআইকে ক্লােজড করলেন সিলেটে এসপি, নৈপথ্যে চোরাই পণ্যের তথ্য!
উত্তরায় পোস্টার সরানোর হিড়িক
নারায়ণগঞ্জে রোববার হরতাল
যশোরের সবেক এমপি রণজিতের থাবা হিন্দুদের শ্মশানের জমিতেও!
আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র্যাব
রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক চুক্তি নিয়ে ত্রিদেশীয় প্রতিক্রিয়া