পঞ্চগড়ে সিন্ডিকেট ভাঙতে তেঁতুলিয়ায় ৫৫ টাকায় আলু বিক্রি
২৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাজার সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশে ৫৫ টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৩ নভেম্বর ) বিকেলে সাড়ে ৫টায় উপজেলার চৌরাস্তা বাজারে সাধারণ ক্রেতাদের ন্যায্যমূল্যে কেনাকাটার সুবিধার্থে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এ ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়।
ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফজলে রাব্বি ও উপজেলা খাদ্য পরিদর্শক মো.রুবেল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মো. রনি মিয়াজি,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা ছাত্র সমন্বয়ক হযরত আলীসহ আরও অনেকে।
ন্যায্য মূল্যের বাজারে বিকেল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ হাতে সারিতে দাঁড়িয়ে আলু কিনছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন আনসার সদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। বর্তমান বাজারে আলুর কেজি ৭৫ থেকে ৮০ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।
তেঁতুলিয়া সদরের মমিনপাড়া এলাকার গৃহীনি রুমা বেগম ও রমিছা খাতুন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য আজকে ৫৫ টাকায় আলু কিনলাম। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম আলুর কার্যক্রম যেন চালু রাখেন।
ন্যায্য মূল্যের বাজারে আলু কিনতে আসা সাইদুল ইসলাম নামে এক ভ্যান চালক বলেন, বাজারে আলুর কেজি ৭৫ থেকে ৮০ টাকা। এইজন্য আমরা বাজারে না কিনে এইখানে আসছি আলু কিনতে। সরকারি ভাবে কম দামে আলু বিক্রি করায় আমরা সাধারণ মানুষ অনেক খুশি। আলুর পাশাপাশি অন্যান্য সবজি যদি কম দামে পাওয়া যেত তাহলে আমাদের আরও উপকার হতো।
ন্যায্য মূল্যে বাজার পরিচালনায় সহযোগিতা করা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের রনি মিয়াজি বলেন, গত বৃহস্পতিবার পঞ্চগড়ে জেলা প্রশাসক স্যার ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় আজকে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছি। আজকে জনপ্রতি ৩ কেজি করে মোট ৩০০ লোকের কাছে এই আলু বিক্রি করা হবে। আগামীতে আলুর পাশাপাশি অন্যান্য সবজি এ বাজারে সংযুক্ত করা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫৩ টাকা কেজি দরে মোট ১০০০ কেজি আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দামে কমে আসবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন
কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার টাকা
পবিত্র কুরআনের পর সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো