মনিরামপুরে পলিথিনের বিকল্প পাট জাতীয় পণ্য প্রশিক্ষনে ঝুকছেন নারীরা
১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
অভাবের সংসারে বাবার কাঁধে বোঝা হতে চাচ্ছেন না মারুফা খাতুন। তাই পড়ালেখার পাশাপাশি পাট জাতীয় পণ্য তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন। এখান থেকে উপার্জিত স্বল্প রোজগার বাবার সংসারে অবদান রাখছেন। বাবা ভাড়াই মোটরসাইকেল চালিয়ে ছোট তিন বোনসহ ৫ জনের সংসার চালান। অন্তর্বর্তী সরকার গঠনের পর ক্ষতিকারক পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেন সংশ্লিষ্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে আরও আত্মবিশ্বাস ও উৎসাহ বেড়ে গিয়েছে মারুফা খাতুনের। তার মতো আরও কয়েকজন নারী রীতা দত্তের অপরূপা হস্তশিল্পে পাট জাতীয় পণ্য সামগ্রিসহ সুতোয় তৈরি হস্তশিল্পের উপর প্রশিক্ষণ নিচ্ছেন। তার মতো স্বামীর স্বল্প আয়ের সংসারে বাড়তি রোজগার করছেন এবং একই সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন গৃহিনী খাদিজা বেগম, মাছুমা খাতুনসহ কয়েকজন। যশোরের মনিরামপুরের একমাত্র রীতা দত্ত পাট জাতীয় পণ্য সামগ্রী তৈরির উপর বুনিয়াদি প্রশিক্ষণ নিয়েছেন।
রীতা দত্ত অপরূপা বহুমুখী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। সংগ্রামী ও প্রবল আত্মবিশ্বাসী নারী এই রীতা দত্ত ব্রাকে চাকরি করতেন। একদিন বাসায় ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। প্রাণে বেঁচে গেলেও চোখসহ শরীরের নানা অংশের গুরুতর ক্ষতি হয়। কিন্তু থেমে থাকেননি। চাকরি ছেড়ে দিয়ে মহিলা ও শিশুদের নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে পাট জাতীয় পণ্য তৈরি, মৎস্য ও গবাদি পশু পালনসহ স্বাস্থ্যসেবার উপর বুনিয়াদি প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় ষাটোর্ধ্ব বয়সী এই রীতা দত্ত কর্মে নবীনদের ছাপিয়ে গেছেন। জানায়, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন, ২০১০ পাট আইন, ২০১৭-এ ধান, চাল, হলুদ, মরিচসহ এ ধরনের পণ্য সামগ্রী পাট জাতীয় পণ্যে মোড়কজাত বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনটি প্রয়োগ করলেই পলিথিনের ব্যবহার থাকবে না।
রীতা দত্ত বলেন, ক্ষতিকারক পলিথিনের বিকল্প হতে পারে পাট জাতীয় এসব পণ্য। এজন্য দরকার সরকারের কার্যকরী উদ্যোগ ও ভূমিকা। পাটের সুতোর মূল্য নাগালের মধ্যে রেখে দেশীয় বাজারে সহজ বিকেন্দ্রীকরণ করা হলে পলিথিনের দৌরত্ব কমে আসবে বলে তিনি মনে করেন। দেশে পাট জাতীয় পণ্যের বাজার সৃষ্টি হলে অনেক নারী এ পেশায় এগিয়ে আসবে। এজন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে নারীদের কার্যকরী উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার প্রয়োজন। প্রতিদিন যে পরিমাণ পলিথিন ব্যবহার হয়, তাতে অর্থের অপচয়। কারণ এটি কেবল একবারই ব্যবহার হয়। অথচ একটা পাটের তৈরি ব্যাগ একশ' টাকায় কিনে অনায়াশে তিন থেকে চার বছর ব্যবহার করা যায়। শুধুমাত্র বাজার করা ব্যাগ হিসেবে নয়; কাপড় রাখা থেকে শুরু করে সাংসারিক সব ধরনের কাজ এই পাট জাতীয় পণ্যে সম্ভব।
শিক্ষানবিশ খাদিজা পারভীন বলেন, সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত প্রশিক্ষণ নিই আবার নতুন পণ্য তৈরি করি। এতে উপার্জিত স্বল্প রোজগার সংসারের কাজে লাগায়। মারুফা খাতুন বলেন, সংসারে তার আরও তিন বোন রয়েছে। বাবার রোজগারে সংসার চলে না। এখান থেকে উপার্জিত স্বল্প রোজগার বিরাট উপকার হয়। এ ব্যাপারে পাট অধিদপ্তরের উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সোহানুর রহমান সোহান জানান, এ উপজেলায় রীতা দত্তই একমাত্র পাট জাতীয় পণ্যের উপর বুনিয়াদি প্রশিক্ষণ নিয়েছেন। তারা পাট জাতীয় পণ্য তৈরিতে প্রশিক্ষণ দিয়ে পলিথিনের বিকল্প বাজার সৃষ্টির চেষ্টা করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১