ইসলামী শক্তিগুলোর উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ কেউ : ড. আহমদ আবদুল কাদের
২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, হাসিনার দানবীয় ক্ষমতার হাত থেকে দীর্ঘদিন পর দেশ মুক্ত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ৫ আগস্টের পর কেউ কেউ দানবীয় শক্তি হওয়ার অপচেষ্টা লিপ্ত। চাঁদাবাজি, দখলবাজি শুরু করেছে এদের অনেকে। ইসলামী শক্তিগুলোর উত্থান ঠেকাতে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই অপশক্তিকে রুখতে হবে।
তিনি বলেন, আর কোনো ফ্যাসিবাদ দেশে প্রতিষ্ঠিত হউক আমরা তা চাই না, জনগণ চায় না। সংস্কার এমন হতে হবে যেন, নতুন করে কেউ ফ্যাসিষ্ট হতে না পারে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আজ রবিবার সকালে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
ড. কাদের আরো বলেন, দুর্নীতি সহ জুলুম-নিপীড়ন স্থায়ী নির্মূলে দেশের আমূল সংস্কার প্রয়োজন, তবে তা সম্ভব একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। কুরআন-সুন্নাহর বিধান ও খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে আমরা বাংলাদেশে জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই সকল অনাচার চিরতরে দূরীভূত হয়ে যাক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের বিকল্প নেই। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করবে এটা খেলাফত মজলিস কামনা করে। মতভিন্নতা সত্ত্বেও নিজেদের মধ্যে গাঢ় হৃদ্যতার সম্পর্ক থাকবে, কিন্তু ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদ খানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা নোমান মাজহারী, উজানী ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব এলাহি, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা.বোরহান উদ্দিন সিদ্দিকী, তরুণ মেধাবী আলেম মুফতি আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা কাজী আসাদ উল্লাহ, চাদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন ভূইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আহসান আহমদ খান, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জমিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজি, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন আহমদ জাফরী, মতিউর রহমান ফরাজি, মাওলানা নুরুল ইসলাম ফয়েজী, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল ওহাব শিবলী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফ্বী, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর বায়তুলমাল সম্পাদক আবরার মাজহারী, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা মহানগরীর সভাপতি মো. ইকরামুল হক, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম জিহাদ, বাইতুল মাল সম্পাদক মো. তাহসিন উদ্দিন তাজবি প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসলামকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আহত ২
নকলায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
কাল ডিইউজে’র বার্ষিক সাধারণ সভা
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত আরও ১০৭৯
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এমরান চৌধুরী
এবার কৃষ্ণসার হত্যা নিয়ে কথা বললেন সালমান খান
শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে-- ডিআইজি ড. আশরাফুর রহমান
চকরিয়ায় বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার নিহত
প্রকাশনা জালিয়াতি করে পদোন্নতির অভিযোগ রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে
সখিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইবিতে র্যাগিংয়ের ঘটনা, প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
‘মানুষ একদিন বলবে আ.লীগ নামে কোন দল ছিল না সন্ত্রাসীরাই আ.লীগ’
হত্যা মামলায় গ্রেপ্তার, বরখাস্ত ডিসি মশিউর ও এডিসি জুয়েল
পান্তকে রেকর্ড দামে কিনে নিল লাক্ষ্ণৌ
তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন
বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক রহমান
রায়গঞ্জে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঈদগাঁওতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
টেকনাফে সাগরে ভেসে যায় তিন শিশু, মৃত্যু উদ্ধার-১, নিখোঁজ দুই