পান্তকে রেকর্ড দামে কিনে নিল লাক্ষ্ণৌ
২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
নিলামের আসরে ঝড় তুলে আইপিএলের রেকর্ড দামে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্তকে দলে টেনেছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
সউদী আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন রোববার ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নিয়েছে লাক্ষ্ণৌ। আইপেএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্তই।
তাকে দলে পেতে সমানে লড়ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও তার পুরোনো দল দিল্লি ক্যাপিটালসও। কিন্তু লাক্ষ্ণৌ যে দাম হেঁকেছে, তার পর বিড করেনি কেউ।
একই দিন ঝড় ওঠে শ্রেয়াস আয়ারকে নিয়েও। ভারতীয় এই ব্যাটসম্যানকে ২৬ কোটি ৭৫ রান রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তখন পর্যন্ত শেয়াসই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। পরে সেই রেকর্ড ভেঙে দেন পান্ত।
গত মৌসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা আইয়ারকে ধরে রাখেনি কলকাতা। যদিও নিলামে ৯ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত দাম বলেছিল তারা।
শ্রেয়াসের পরের দুই দামি ক্রিকেটারকেও দলে টেনেছে পাঞ্জাব। অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল দুজনের দামই ১৮ কোটি রুপি করে। অনেক কাড়াকাড়ির পর চাহালকে দলে নেয় পাঞ্জাব।
বিদেশিদের মধ্যে এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি জস বাটলার। ইংলিশ কিপার-ব্যাটারকে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে গুজরাট।
লোকেশ রাহুলতে পেতে ১৩ কোটি ৭৫ লাখ পর্যন্ত উঠেছিল চেন্নাই। পরে তাকে ১৪ কোটি রুপিতে নিয়ে নেয় দিল্লি। ভারত জাতীয় দলের আরেক ক্রিকেটার পেসার মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট। গত ৮ মৌসুম ধরে বেঙ্গালুরুতে খেলেছেন সিরাজ।
গতবারের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে এবার ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি। আরেক পেসার কাগিসো রাবাদার দাম উঠেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকার এই তারকাকেও দলে নিয়েছে গুজরাট।
চোট কাটিয়ে সদ্যই মাঠে ফেরা মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে পেয়ে গেছে হায়দরাবাদ। ইংলিশ বিস্ফোরক ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটিতে দলে টেনেছে বিরাট কোহলির বেঙ্গালোর। লক্ষ্নৌ ডেভিড মিলারকে পেয়ে গেছে সাড়ে সাত কোটি রুপিতে।
নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়েকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তাকে পেতে খরচ করতে হয়েছে ৬ কোটি ২৫ কোটি রুপি। মার্করামকে ভিত্তিমূল্যে ২ কোটিতে পেয়ে গেছে লক্ষ্ণৌ।
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি।
ভেঙ্কাটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে ধরে রেখেছে কলকাতা। মার্কাস স্টায়নিকে ১১ কোটিতে কিনেছে পাঞ্জাব। আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লাখ রূপিতে পেয়েছে লক্ষ্ণৌ। ৪ কোটি ২০ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে কিনেছে পাঞ্জাব। ম্যাক্সওয়েল এর আগে দুই দফায় পাঞ্জাবে খেলেছেন ৫ মৌসুম।
২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইয়ে খেলেছিলেন রবীচন্দ্রন আশ্বিন। এই স্পিনারকে আবার দলে টেনেছে দলটি। এজন্য খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ রুপি।
এখনও দল পাননি ভারত জাতীয় দলের তরুণ ব্যাটার পাড়িক্কল। অবিক্রিত রয়ে গেছেন আইপিএল কিংবদন্তি ডেভিড ওয়ার্নারও। অস্ট্রেলিয়ার এই তারকার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
দুইদিনে মোট নিলামে উঠবেন মোট ৫৭৭ জন ক্রিকেটার। তবে রোববার তোলা হয়েছে ৮৪ জনকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন