ডিইপিজেড কর্তৃপক্ষের পাওনা পরিশোধের আশ্বাসে ৩২ ঘন্টা পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা
২৭ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
পাওনা পরিশোধের আশ্বাসে শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা ৩২ ঘন্টা পর অবশেষে লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার বিক্ষুব্দ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়ে শ্রমিকরা। এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে পাওনা পরিশোধের দাবী জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখন পরিশোধ করা হয়নি।
তারা আরো জানান, গতকাল মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জরো হন এদুটি কারখানা শ্রমিকেরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাতে ৯ টার দিকে সড়ক ছেড়ে দিয়ে ডিইপিজেডের পুরাতন অংশের মূল ফটকের সামনে অবস্থান নেন। সারারাত সেখানেই অবস্থান করে তারা।
এদিকে, আজ বুধবার সকালে আরো শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। পরে ফটকের সামনে ও মহাসড়কে অবস্থান নেন তাঁরা। সকালে ডিইপিজেডের পুরাতন অংশের কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে তাঁদেরকে বাঁধা দেয়া হলে কাজ করতে আসা শ্রমিকেরা ফিরে যান।
বেলা ১১ টার দিকে সমস্যা সমাধানের লক্ষে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধিরা বেপজা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত বাহিরে এসে মাইকে ঘোষণা করে। বলা হয়, আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের ফেরম বিতরণ করা হবে এবং খুব শীগ্রই পাওনাধি পরিশোধ করা হবে। তাই সকল শ্রমিকদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন বন্ধের অনুরোধ করা হয়। কিন্তু শ্রমিকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখে এবং পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুশিয়ারি দেন।
পরে আবারো শ্রমিকদের প্রতিনিধি দল, বেপজা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ত্রি-পক্ষীয় বৈঠক হয়। বিকেল ৪টার দিকে আগামী তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা বিকেল ৪টার পর সড়ক থেকে অবরোধ তুলে নেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌছেছে। অবরোধ প্রত্যাহার হয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে।
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে ৩ মাসের সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের কাছ থেকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কারখানা বিক্রি হলেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অপরাধী যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে : হাসান আরিফ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের সিনিয়রদের সাথে জুনিয়র শিক্ষার্থীদের সংঘর্ষ
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ ও গায়েবানা জানাজা
নামিবিয়া ভোটে কঠিন প্রতিযোগিতার মুখে ক্ষমতাসীন দল
নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত : আমিনুল হক
ঝিনাইগাতীতে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুলি ককটেল বিষ্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক টঙ্গীতে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হামলা ভাংচুর
ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন
আসতে চলেছে বিশ্ববিখ্যাত সিনেমা 'আইস এজ' এর ষষ্ঠ সিক্যুয়েল
শ্রীমঙ্গলে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন কাল
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন : সরকারকে তারেক রহমান
ইসকনের সন্ত্রাসীদের হামলায় আলিফ হত্যার প্রতিবাদে সিলেট ল’ইয়ার্স কাউন্সিলের মানববন্ধন
রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে: উপদেষ্টা মাহফুজ আলম
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত