ডিইপিজেড কর্তৃপক্ষের পাওনা পরিশোধের আশ্বাসে ৩২ ঘন্টা পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা
২৭ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
পাওনা পরিশোধের আশ্বাসে শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা ৩২ ঘন্টা পর অবশেষে লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার বিক্ষুব্দ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়ে শ্রমিকরা। এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে পাওনা পরিশোধের দাবী জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখন পরিশোধ করা হয়নি।
তারা আরো জানান, গতকাল মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জরো হন এদুটি কারখানা শ্রমিকেরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাতে ৯ টার দিকে সড়ক ছেড়ে দিয়ে ডিইপিজেডের পুরাতন অংশের মূল ফটকের সামনে অবস্থান নেন। সারারাত সেখানেই অবস্থান করে তারা।
এদিকে, আজ বুধবার সকালে আরো শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। পরে ফটকের সামনে ও মহাসড়কে অবস্থান নেন তাঁরা। সকালে ডিইপিজেডের পুরাতন অংশের কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে তাঁদেরকে বাঁধা দেয়া হলে কাজ করতে আসা শ্রমিকেরা ফিরে যান।
বেলা ১১ টার দিকে সমস্যা সমাধানের লক্ষে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধিরা বেপজা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত বাহিরে এসে মাইকে ঘোষণা করে। বলা হয়, আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের ফেরম বিতরণ করা হবে এবং খুব শীগ্রই পাওনাধি পরিশোধ করা হবে। তাই সকল শ্রমিকদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন বন্ধের অনুরোধ করা হয়। কিন্তু শ্রমিকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখে এবং পাওনা না নিয়ে ঘরে ফিরবেন না বলে হুশিয়ারি দেন।
পরে আবারো শ্রমিকদের প্রতিনিধি দল, বেপজা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ত্রি-পক্ষীয় বৈঠক হয়। বিকেল ৪টার দিকে আগামী তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা বিকেল ৪টার পর সড়ক থেকে অবরোধ তুলে নেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌছেছে। অবরোধ প্রত্যাহার হয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে।
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে ৩ মাসের সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের কাছ থেকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কারখানা বিক্রি হলেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ