বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম
গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানার হোতাপাড়া শামছাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেব শায়েখুল হাদীস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল হক (রহ.) এর ৫ম বার্ষিকী ইছালে ছাওয়াব ও ১৬ তম বার্ষিক তা’লিমী মাহফিলের শেষদিনে মাহফিলের সভাপতি গদ্দিনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শরিয়তের পাশাপাশি তরিকতই দ্বীনের সঠিক দীশা দিতে পারে। তরিকত বাদ দিয়ে শরিয়তের স্বয়ং সম্পূর্ণতা কল্পনা অসম্ভব। সাহাবায়ে কেরাম রাসূল (সা.) এর আদর্শ ধারণ করে সোনার মানুষে পরিণত হয়েছে। তাই কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামদের আদর্শের পাশাপাশি শরিয়ত তরিকত, মারফত এবং হকিকতের চর্চাই একজন মুমিনে কামেল হওয়া সম্ভব।
মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, দেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আমিও তার সাথে ঐক্যমত পোষণ করে সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, মাদরাসা শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীসহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এপর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এ দেশ থেকে নজিরবিহীন সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বিশ্বের অন্যকোনো সংযুক্ত সীমান্তের দেশসমূহ পার্শ্ববর্তী দেশ থেকে এতটা সুবিধা ভোগ করতে পারেনি। সর্বদাই সাধারণ মানুষের মাঝে প্রচার করা হয়েছে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে। কিন্তু তাই বলে তারা প্রতিদান নেয়া স্বরূপ বাংলাদেশ গিলে খাবে, এমনটা হতে দেয়া যায় না। বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না। শহর থেকে মফস্বল সর্বস্তরের জনগণ জেগে উঠেছে। নিজের অধিকার ও প্রাপ্য আদায় করে নিতে এখন তারা সক্ষম।
মহাসচিব বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এখন আর চুপ থাকার সময় নেই। চুপ থেকে, ধৈর্য্য ধরে বহু কিছু হারিয়েছি আমরা। এর ধারা অব্যাহত থাকলে স্বাধীন বাংলাদেশ নতুনভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে। বৈষম্য বিরোধী ও পূর্ণ স্বাধীনতাকামী বিপ্লবীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় গৌরব পদদলিতা হবে। যা কখনই মেনে নেয়া সম্ভব নয়। তিনি দল-মত, জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে নিজ জন্মভূমি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ প্রতিবাদের ঝড় তুলতে উদ্বুদ্ধ করেন। বিশেষকরে দেশের সকল পীর মাশায়েখগণ নিজেদের মধ্যকরা দূরত্বের অবসান ঘটিয়ে একই প্লাটফর্মে কাজ করলে সেটি দেশের অস্তিত্ব রক্ষার্থে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মানুষের আত্মশুদ্ধি ও নেক আমলের পরিধি বৃদ্ধিতে তিন দিনব্যাপী মাহফিলে আরো আলোচনা পেশ করেন, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দীক, সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতী মাওলানা ওসমান গণী সালেহী, মাওলানা শফিকুল ইসলাম রূহানী, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মাওলানা ইলিয়াছুর রহমান ক্বাদেরী, মাওলানা ছালিমুর রহমান আযহারী, মাওঃ মুফতি হাফেজ আরিফুর রহমান, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মুফতি ফাহিমুর রহমান, মাওলানা মুফতি মুহাঃ জামিলুর রহমান, মাওলানা হাফেজ যাকারিয়া হোসাইন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার