ফেনী জেলা প্রশাসক

‘বিগত সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি’

Daily Inqilab মো. ওমর ফারুক

০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:১১ এএম

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, যাদের মধ্যে জ্ঞানের চর্চা আছে,লেখার চর্চা আছে, নিরপেক্ষতার চর্চা আছে এবং পেশাদারিত্বের চাপ রেখে প্রতিশ্রুতির মাধ্যমে যারা কাজ করতে পারবে তারাই প্রকৃত সাংবাদিক।

 

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক প্রতিথযশা সাংবাদিকদের নাম আমরা জানি। তারা মুক্ত মনের মানুষ। তারা স্বাধীনচেতা মানুষ। দেশের মানুষ একবাক্যে তাদের শ্রদ্ধা, ভক্তি সম্মান করে। অর্থ্যাৎ তার কলমকে কোন বাধা আটকাতে পারবে না।

 

জেলা প্রশাসক বলেন,সাংবাদিকরা তাদের নিজ নিজ দায়িত্বে থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা উচিত। পেশাদারিত্ব না থাকলে কোন পেশায় টিকে থাকা যায় না। যে সকল শ্রেণিপেশার মানুষজন তাদের পেশাদারিত্বের বাহিরে গিয়ে রাজনৈতিক দলের কর্মীর মত বক্তব্যে রেখেছেন,কাজ করার চেষ্টা করেছেন তারাই কিন্তু পালিয়েছেন। পালায়নি শুধু প্রকৃত সাংবাদিকরা। তারা নিয়মনীতির মধ্যে থেকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন। তাই আমি বলতে চাই সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে পেশাদারিত্ব থাকতে হবে। একটা ভুল তথ্য সমাজে বেশি জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের একটু বেশি দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকরা দায়িত্বশীল হলে আমরাও দায়িত্বশীল হবো।

 

পেশাগত সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতায় যারা নতুন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। সাংবাদিকদের মধ্যে একটা প্লাটফর্ম তৈরির করার জন্য ঐক্য এবং প্রশিক্ষণের বিকল্প নেই। সে ক্ষেত্রে আমাদের সাহায্য অব্যাহত থাকবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, সংবাদপত্র হলো একটি সমাজের প্রতিচ্ছবি। একটি সমাজ অতীতে কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং ভবিষ্যতে কেমন হবে সেটার দিকনির্দেশনা আমরা সংবাদপত্রের মাধ্যমে পাই। বিগত ১৫-১৬ বছরে কোন বস্তুনিষ্ট সংবাদ এ জাতী পায়নি। কারণ সাংবাদিকতার যে কলম সে কলমকে রুখে দেওয়া হয়েছিল। সে কলম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেভাবে সবার নিরপেক্ষতার মাধ্যমে কাজ করার সুযোগ দিচ্ছে আমি মনে করে সারা বাংলাদেশের মত ফেনীর সাংবাদিকরাও তাদের কলমকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে। আমরাও চাই সাংবাদিকদের যে হাতিয়ার কলম, এ কলম দিয়ে তারা স্বাধীনভাবে কাজ করুক। এক্ষেত্রে তাদের লেখনীর ক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার দরকার আমার কাছ থেকে সর্বচ্চ সহযোগিতা পাবেন।

 

তিনি বলেন, আমরা জাতী, ধর্ম, বর্ণ মিলেমিশে আমরা সবাই বাংলাদেশী। আমাদের দেশকে নিয়ে যেকেউ বা পাশে দেশ চিনি মিনি খেলবে সেগুলো কিন্তু আপনাদের কলমের মাধ্যমে রুখে দিতে হবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন অন্য স্বার্থান্বেষী মহল তারা কিন্তু প্রোপাগান্ডা ছড়াতে থাকে আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য। আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য আপনাদের কলমকে শক্তভাবে ধরতে হবে।

 

পুলিশ সুপার বলেন, বিগত সরকারের আমলে আপনারা সাংবাদিকরা কথা বলতে পারেননি, তেমনি আমাদের বিভিন্ন প্রশাসনের মধ্যেও আমরা বিভিন্নভাবে পদবঞ্চিত হয়েছি। এখন অন্তবর্তী সরকার আসছে সবকিছু নিরপেক্ষভাবে চলছে। সাংবাদিকরাও তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সবসত্য তুলে ধরছেন। আমরা সবাই মিলে যদি দেশের স্বার্থে কাজ করি তাহলে আমাদের সমাজ এবং দেশের উন্নয়ন হবে। আমরা চাই হলুদ সাংবাদিকতা পরিহার করে,আপনারা বস্তুনিষ্ট তথ্য তুলে ধরুন। আপনাদের তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা কাজ করি। সাংবাদিকদের উচিত যেকোন তথ্য যাচাই বাচাই করে সংবাদ করা। সাংবাদিকদের পাশে বাংলাদেশ পুলিশ এবং ফেনী জেলা পুলিশ সবসময় থাকবে।

 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ এম এ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা জামায়েতের আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক ও আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ,যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির , বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের প্রমুখ।

 

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর র‌্যালীতে অংশ নেন। এসময় রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

শেখ পরিবার একটি চোরের কারখানা’

শেখ পরিবার একটি চোরের কারখানা’

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি