ফরিদপুরে সরকারি জায়গায় শৌচাগার নির্মাণ, আ.লীগ নেতার বাধায় পুনরায় বন্ধ কাজ!
১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
ফরিদপুরের সদরপুরে একটি বাজারের খাস জায়গায় সরকারি শৌচাগার (টয়লেট) নির্মাণে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সামসুল বেপারি নামের এক আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এর আগেও তিনি (সামসুল বেপারি) ওই স্থানে শৌচাগার নির্মাণের কাজটি বন্ধ করে দেন।
উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে নির্মাণিধীন ওই শৌচাগার নির্মাণের সময় ফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সামসুল বেপারির বিরুদ্ধে।
স্থানীয় ও বাজারের দোকানদের অভিযোগ, 'শৌচাগার নির্মাণে আ'লীগ নেতার বাধার ঘটনা নিয়ে গত মাসের ১ লা নভেম্বর 'সরকারি জায়গায় শৌচাগার নির্মাণে আ'লীগ নেতার বাধা' শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই নড়েচড়ে বসে জেলাসহ উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে পাঠানো হয় সদরপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রুবানা তানজিনকে। তিনি সার্ভেয়ার সঙ্গে নিয়ে মাপঝোঁক করে সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙিয়ে ঠিকাদারকে কাজ শুরু করার নির্দেশ দেন। তবে এসিল্যান্ড ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপরই আ'লীগ নেতা সামসুল বেপারির লোকজন পতাকা তুলে ফেলে দেন। বন্ধ করে দেন ফের শৌচাগার নির্মাণের কাজ। সাথে ঠিকাদারকে শাসিয়ে কাজ না করে নির্মাণাধীন মালামাল নিয়ে চলে যাওয়ার হুমকি দেন। অতঃপর কাজটি ফের বন্ধ হয়ে যায়। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ে যান ঠিকাদার হতাশ হয়ে পড়েন স্হানীয় লোকজন সহ শত শত বিএনপি নেতা কর্মীরা। নিথর হয়ে পড়া ব্যবসায়ীরা ইনকিলাব কে বলছেন এখন ও আওয়ামীলীগ নেতা কাজী জাফর উল্লল্লাহ এবং নিক্মন চৌধুরী অনুশারীদের দাপটে আমরা চিড়ে চেপ্ট।
অভিযোগ রয়েছে, কাজ বন্ধ করা সামসুল বেপারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর একান্ত ঘনিষ্ঠজন। সে সুবাদে আগে যেমন এলাকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ইটের ভাটায় পোড়া যন্ত্রণা দিয়েছেন এখনও তা খান্ত হয়নি। এছাড়া সে জয়বাংলা বাজার কমিটির সহ-সভাপতিও। তাইতো তার বিরুদ্ধে কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস পাননা।
স্থানীয়রা জানান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জয়বাংলা বাজারে হাট বসে। যে হাটে আশপাশের কয়েক হাজার লোকের সমাগম ঘটে। কিন্তু, ওই বাজারে কোনো শৌচাগার নেই। তাইতো প্রকৃতির ডাকে সাড়া দিলে সবাইকে পড়তে হয় বিড়ম্বনায়।
এদিকে, বাজারের খোলা খাস জায়গায় সরকারি টয়লেট নির্মাণে বাধা দেওয়ায় প্রতিকার চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাজারের অর্ধশতাধিক সাধারণ দোকানদার।
জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, তারা চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারের দোকানদার। ওই বাজারে সরকারি অনুদানে টয়লেট নির্মাণে ৪২ লাখ টাকা বরাদ্দ হয় এবং টেন্ডার অনুযায়ী যথাসময়ে খাস জায়গায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে, কিন্তু খাস জায়গার পাশে জায়গার মালিক সামসুল বেপারিসহ তার অনুসারীরা কাজ করতে বাধার সৃষ্টি করলে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। অতঃপর ইউএনও এসে তড়িঘড়ি করে খাস জমি ৭ ফিট কমিয়ে ফেললে টয়লেটের নির্মাণের স্থান পরিবর্তন এবং টয়লেটের ডিজাইন পরিবর্তন করে কাজ করার নির্দেশ দেন। তবে, ঠিকাদার উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করে জানান ওই ডিজাইনে কাজ করা সম্ভব নয়। সেটা ইউএনওকে জানান তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্মাণাধীন টয়লেটের খাস জায়গার কিছু অংশে দুটি ঘরের বারান্দা নির্মাণ করা হয়েছে। যে ঘর ওই বাজার কমিটির সহ-সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সামসুল বেপারি তার প্রভাব বিস্তার করে নির্মাণ করেছেন বলে বাজারের সাধারণ দোকানদারদের দাবি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়বাংলা বাজার কমিটির সহ-সভাপতি সামসুল বেপারি। সে নিজেকে আওয়ামী লীগ নেতা নন বলে জানান। তিনি দাবি করেন, তিনি এখন বিএনপির রাজনীতি করেন।
তিনি আরও বলেন, আমি আমার ব্যক্তিগত জায়গায় দোকান নির্মাণ করেছি। আমি কোনো সরকারি খাস জমি দখল করিনি। এছাড়া টয়লেট নির্মাণেও কোনো বাধা দেইনি। এসব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
এ ব্যাপারে, শৌচাগার নির্মাণকারী ঠিকাদার সুজন দত্ত বাজারের একাধিক ব্যবসায়ীর বরাত দিয়ে জানান, ওই বাজারের কয়েকজন ব্যবসায়ী ও দোকানদার জানিয়েছেন সামসুল বেপারি সরকারি খাস জমি দখল করে দোকানের কিছু অংশ ও সরকারি টয়লেটেরও কিছু অংশ দখল করে নিয়েছেন। তাই জায়গা সংকুলানে স্ট্রাকচারের ডিজাইন জটিলতা হওয়ায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমার ৬ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। আমি ক্ষতিগ্রস্ত। পুনরায় কাজ করতে গেলেও বাধার মুখে বন্ধ রাখতে হয়েছে।
সদরপুর উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রুবানা তানজিন ইনকিলাব কে বলেন, আমি সার্ভেয়ারকে সঙ্গে নিয়ে মাপঝোঁক করে লাল পতাকা টাঙিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে আসি। সাথে কাজ শুরু করতেও বলা হয়। তবে, পতাকা তুলে ফেলা ও কাজ বন্ধ থাকার বিষয়টি আমার জানা ছিলোনা। আমি দ্রুতই ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
এ ব্যাপারে, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন ইনকিলাব কে বলেন, 'বিষয়টি আমার জানা ছিলোনা। এব্যাপারে, খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কাজও শুরু করা হবে।'
এ ব্যাপারে, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ইনকিলাব কে বলেন, 'ওই স্থানে দ্রুতই শৌচাগারের কাজ শুরু করতে ইউএনওকে নির্দেশ দেওয়া হবে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান