লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২
১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম
লক্ষ্মীপুরে গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। ঘটনাস্থলেই আবুল কালামের (২৮) মৃত্যু এবং দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বাসের মালিক ও চালক রুবেল হোসেনের (২৬) মৃত্যু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪ দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় থাকা গ্যাস স্টেশনটিতে গ্যাস নিতে এসে বাসটির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত রুবেল জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদার হাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
আবুল কালাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি।
আহতরা হলেন নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দাআবুল হোসেন (৫০), লক্ষ্মীপুরের সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
মানহীন বা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের গ্যাস রিফিলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। গেল দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে।
বার বার দুর্ঘটনাকে কর্তৃপক্ষের অবলেহাকে দায়ি করা হচ্ছে।
ঘটনার পর বুধবার বেলা ১১ টার ঘটনাস্থল পরিদর্শন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার আক্তার হোসেন।
এর আগে গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। একাধিকবার এমন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করছে স্থানীয়রা।
তাদের অভিযোগ, বাসের সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ বা মানহীন হওয়ায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী 'আল মদিনা পরিবহন' (চট্ট মেট্রো-ঝ ১১- ১৯৩০) নামের একটি বাস গ্যাস নিতে গ্রীন লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন। বিস্ফোরণে ঘটনাস্থলে আবুল কালামের মৃত্যু হয়৷ আহত হয় তিনজন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আহত বাস চালক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। নিহত আবুল কালামের মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়।
স্থানীয়রা আরও জানায়, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা যান আবুল কালাম।
স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিলোনা। তা না হলে হতাহতের ঘটনা আরও বাড়তো।
তাদের অভিযোগ, সিলিন্ডারের মেয়াদ যাচাই-বাছাই না করেই গ্যাস রিফিল করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তবে গ্রীন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিন দাবি করেন, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলোর মেয়াদ রয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আবুল কালাম ও রুবেল হোসেন নামের দুইজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি, এতে যদি কারও ক্রুটি পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। প্রায় দুই মাস আগেও এখানে এমন ঘটনা ঘটেছে। তখন তিন জন মারা গেছে। আমরা তদন্ত করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের প্রমান পেয়েছি। আজকের ঘটনায়ও আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবো। কেউ দোষী হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আহত ও নিহত পরিবারের প্রতি জেলা প্রশাসনের সমবেদনা ও সহযোগিতা থাকবে।
উল্লেখ্য, একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু ও ৯ জন আহত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান