বগুড়ায় খাদ্য বিভাগের অনিয়ম তদন্তে গঠিত কমিটির গা ছাড়া ভাবে ক্ষোভ
১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
গত ৫ ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘বগুড়ায় ডিলার ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি, ডিলার কমিশনের ৩৬ লাখ টাকার হিসেবে নয় ছয়ের অভিযোগ’ শীর্ষক একটি তদন্ত কমিটি গঠন এবং গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধেও গা ছাড়া ভাবের তদন্ত পরিচালনার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উল্লেখিত সংবাদ প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রনালয় থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করা হয়। যে দ’ুজনকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে তারা হলেন রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক এবং বগুড়ার সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান। তদন্তের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর রাজশাহী থেকে বগুড়ায় এসে ওই দিনেই ফিরে যান।
এই বিষয়ে জানতে চাইলে বগুড়ার জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান ইনকিলাবকে বলেন, তদন্ত প্রক্রিয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন কারণে বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা হয় । এরপর সুনির্দিষ্টভাবে বগুড়া সদরে ৫ আগস্টের পর বগুড়ায় পুরণো ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগ এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণ বাবদ কমিশনের ৩৬ লাখ টাকার সিংহভাগ আত্মসাতের কথা বলা হলে তিনি বিষয়টি পরিষ্কার করেননি ।
তবে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, তদন্তকালে উত্থাপিত অভিযোগকারী কাউকে পাওয়া যায়নি। তবে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে যা ঘটেছে , যেটুকু তথ্য পাওয়া গেছে তিনি সেটা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাবো। সেটা শেয়ার করবোনা। তিনি আরও বলেন, ৫ আগষ্টের পট পরিবর্তনের কারনে কিছু সমস্যা হয়েছে সেগুলোর ব্যাপারে পরামর্শ / পর্যবেক্ষন সহ লিখিতভাবে ওপরে জানাবো এইটকুুই আমার দায়িত্ব।
তবে খাদ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রগুলো ইনকিলাবকে জানায়, অভিযোগে উল্লেখিত লোপাটের সাথে জড়িত বগুড়া সদরের খাদ্য নিয়ন্ত্রক ইতোপুর্বের নওগাাঁয় দায়িত্ব পালনকালে ততকালীন আওয়ামীলীগ সরকাররের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ও তার পারিবারিক সিন্ডিকেটের সকল অপকর্মের সাথী ছিলেন। ফলে তিনি মন্ত্রী গ্রুপের কর্তা হিসেবে তিনি ডিপার্টমেন্টে সব স্তরেই বিশেষভাবে পরিচিত। তাই তার পক্ষে এই ধরনের তদন্ত তদন্ত কমিটিকে ম্যানেজ করা কোন ব্যাপারই না। তারা মনে করেন , শুদ্ধাচার চাইলে এব্যাপারে নতুন করে তদন্ত কমিটি গঠন করলেই কেবল বগুড়া খাদ্য বিভাগে সচ্ছতা প্রতষ্ঠা সম্ভব হবে ।
উল্লেখ্য ইনকিলাবের রিপোর্টে বলা হয় , চলতি বছরের আগস্ট পরবর্ত দুই ( সেপ্টেম্বর –অক্টোবর ) মাসে বগুড়া সদরে ডিলার ছাড়াই খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগী পরিবার সমুহের কাছে বিতরণ করা হয়েছে। ডিলারদের মাধ্যমে বিতরণকালে তারা বিতরণকৃত চালে কেজি প্রতি ২ টাকা করে কমিশন পেত। তাই ডিলার ছাড়া বগুড়া সদর উপজেলার ১১ ইউপি সচিবদের (ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা) মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ওই চালগুলো বিতরণ করা হয়েছে। ফলে সংগত কারনেই প্রশ্ন উঠেছে , খাদ্যবান্ধব চাল বিক্রি বাবদ কেজি প্রতি ২ টাকা কমিশনের টাকা গেল কোথায় ?
৫ আগষ্ট পরবর্তি পরিস্থিতিতে পুরাতন ডিলার বাতিলের পর নতুন ডিলার নিয়োগের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কথা থাকলেও তা না করে বগুড়ার ১১টি ইউনিয়ন পরিষদের সচিব কে ডিলার বানিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করেছে খাদ্য বিভাগ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় , উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সচিবদেরই ডিলার হিসেবে দেখিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির লাভের কিছু টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি টাকা খরচ দেখিয়েছে। অথচ ইউনিয়ন পরিষদের যে কোন কাজ করার দাায়িত্ব তাদেরই। সুতরাং চাল বিক্রির লাভের টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা বলে মনে করেন সচেতন মহল। দুই মাসে ডিলার কমিশনের অর্থের পরিমান ৩৬ লক্ষ টাকা বলে জানা গেছে ।
এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চইলে বগুড়া সদর খাদ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও এসংক্রান্ত কমিটির সদস্য সচিব হারুন-উর-রশিদ বলেছেন, খাদ্য বান্ধব নীতিমালা ৮ এর ৩ ধারা মোতাবেক ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটির মাধ্যমে প্রাপকদের বিতরণের নিয়ম আছে। এ জন্য আমরা সেটা করেছি। উপকারভোগীদের কাছে চাল বিক্রি করতে গিয়ে বিভিন্ন খাতে টাকা খরচ হয়েছে। তাই কমিশন বাবদ ৩৬ লাখ টাকা থেকে খরচ বাদ দিয়ে অবশিষ্ট ৩ লাখ ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সুত্র বলছে , দুই মাসের চাল বিক্রি বাবদ ৩৬ লাখ টাকার মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকার খরচ দেখানো কতটুকু যৌক্তিক ?
তবে এই ঘটনায় তদন্ত কমিটির গা ছাড়া ভাব এবং দোষিকে ছাড় দেওয়ার মনোভাবে ভুক্তভোগিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ড
বগুড়ায় গ্রামে সর্বহারা পার্টির পোষ্টারে গ্রাম ভিত্তিক জনযুদ্ধের ডাক, আতংক উদ্বেগ
হুতি আক্রমণের বার্ষিকীতে সংহতির আহ্বান আমিরাত নেতাদের
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা
বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও
কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?
বাসের ধাক্কায় মীরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’