৫৩ বছর ধরে বাপের কবর কোথায় জানেন না কক্সবাজার সদরের সাবেক এমপি ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, তিনি জানেন না, তার পিতা সাবেক মন্ত্রী মৌলবী ফরিদ আহমদের কবরটি কোথায়। ৫৩ বচর আগে স্বাধীনতার ঊষালগ্নে সন্ত্রাসীরা তার পিতাকে গুম করে হত্যা করেছিল। তিনি জনগণের কাছে এর বিচার দেন।
তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় সাধারণ মানুষের সাথে সাক্ষাতকালে একথা বলেন। এ সময় তিনি বিএনপির অসুস্থ নেতাদের খোঁজখবর নেন। একই সময়ে তিনি বিএনপির মরহুম বেশ কয়েকজন নেতার কবর জিয়ারত করেন।
তিনি বলেন, তিনি অস্ত্রের রাজনীতি করেন না, তিনি অর্থের রাজনীতি করেন না। তিনি বলেন,মানুষের সাথে তার রাজনীতি হলো অন্তরের।
সাবেক সাংসদ সহিদুজ্জামান বলেন, তার ভাই মরহুম খালেকুজ্জামান আমৃত্যু বিএনপির রাজনীতি করে গেছেন। তিনি মানুষের ভালোবাসা নিয়েই জনতার মাঝে প্রাণ দিয়েছেন। আর গত ৫৩ বছর ধরে তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মৌলবী ফরিদ আহমদের কবরটিও কোথায় জানাযায়নি।
সহিদুজ্জামান আজীবন বিএনপির বাংলাদেশি জাতীয়বাদের রাজনীতি করে যাবেন। আর তার রাজনীতি হবে উন্নয়নের ও সম্প্রীতির।
তিনি বৃহস্পতিবার সারাদিন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন ও কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরেন। এ সময় তাঁকে ঘিরে অভূতপূর্ব এক জোয়ারের সৃষ্টি হয়।
তিনি সকালে চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহআলম কোম্পানির কবর জিয়ারত করেন। পরে তিনি একই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান মেম্বারের শয্যাপাশে যান এবং তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়াও আরেক সাবেক সভাপতি অসুস্থ আবদুল হালিম মেম্বারের চিকিৎসার খোঁজ নেন।
একই সময়ে তিনি বিএনপি নেতা ডা. হাসান ও চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুফিদুল আলমের বাবা বিএনপি নেতা মহসিন মেম্বারের কবর জিয়ারত করেন। তিনি চাকমারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানের কবরও জিয়ারত করেন।
পরে তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় যান। ওখানে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। সাধারণ মানুষ এসময় তাঁকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নেন। মাগরিব নামাজের পর তিনি খরুলিয়া বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
ওই সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সাথে ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার কামাল, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রোকনুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক নেতা ডা. জনি, রামু স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব কর্মসূচিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সাথে ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে