যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনো অর্জিত হয়নি : নজরুল ইসলাম খান
১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে কষ্ট হয়। কারণ, মানুষ যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিল তা এখনো অর্জিত হয়নি। এখনো দেশের লাখ লাখ মানুষ না খেয়ে ঘুমায়, লাখ লাখ মানুষ আশ্রয়হীন। এখনো আমাদের দেশে লাখ লাখ শিক্ষিত বেকার।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া ১৯ দফা নিয়ে যে পরিবর্তনের সূচনা করেছিলেন, তাকে তা করতে দেওয়া হয়নি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের সূচনা করেছিলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার পরে তার চেয়ে বেশি আর কারও অবদান নেই। তাকেও অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে।
আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় শাস্তি দেওয়া হয়েছিল এবং আরও অনেক মিথ্যা মামলায় তাকে আসামি দেওয়া হয়েছিল। তিনি আইনের পথে তা মোকাবিলা করার চেষ্টা করছেন। জুলাই ও আগস্টের যে আন্দোলন তা গড়ে তোলার ক্ষেত্রে তারেক রহমানের যে অবদান, তা সবাই স্বীকার করে। দিনরাত পরিশ্রম করে তিনি শুধু বিএনপিকে সংঘটিত করেন নাই, তিনি গোটা আন্দোলনকে সংঘটিত করেছেন।
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এখন যে সরকার আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি। দেশের ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ, যুবক, সাধারণ মানুষ ও আমরা সবাই মিলে তাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছি। একটি নির্দিষ্ট মিশনের জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনার জন্য দৈনন্দিন যেসব কাজ, জনগণের সমস্যা সামাধানের জন্য কাজ করবে এবং পাশাপাশি দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, মনে রাখতে হবে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম, বিগত জুলাই-আগস্টেও যে লড়াই হলো, তা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই দিনে মনে পড়ে তাদের কথা, ১৯৭১ সালে যারা যুদ্ধক্ষেত্রে কিংবা দেশের ভেতরে পাক হানাদার বাহিনীর আক্রমণে জীবন দিয়েছেন। কিন্তু মাত্র কয়েক বছর পর স্বাধীনতার সুবর্ণ ফসল হারিয়ে যায়। যাদের কাছে দেশের মানুষ গণতন্ত্র আশা করেছিল, তারা বাকশাল কায়েম করেছিল। সেই বাকশালের গোরস্থানের ওপর যিনি গণতন্ত্র রচনা করেছিলেন তিনি শহীদ জিয়াউর রহমান। তার সময়ে দেশের বন্ধ কলকারখানা চালু হয়েছিল, রপ্তানি হয়েছিল চাল। আগামী দিনে আমরা ফ্যাসিবাদের গোরস্থানে গণতন্ত্রের বাগান রচনা করতে চাই। এর নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।
বিএনপি কখনো বেআইনিভাবে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া শুধু ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন না, তিনি ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি সেই মানুষ যিনি বাংলাদেশের প্রথম ফোর্সেস কমান্ডার, জেড ফোর্স। আর বাকি যে দুটি ফোর্স কে ফোর্স এবং এস ফোর্স, এগুলো প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে।
তিনি একমাত্র সেনা নায়ক যিনি মুক্ত বাংলাদেশের একটা অংশে বেসামরিক প্রশাসন তৈরি করেছিলেন। স্বাধীন বাংলাদেশে বেসামরিক প্রশাসন যেখানে প্রশাসন ছিল, আদালত ছিল, পোস্ট অফিস ছিল, জেলখানা ছিল, শুল্ক আদায়ের ব্যবস্থা ছিল। একটা স্বাধীন দেশে যা থাকে তার সব কিছু
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল