নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ঢাকা মহানগরের নগর প্রতিরক্ষা দল (টিডিপি) নতুন দেশ গঠনে বড় শক্তি। তারুণ্যের সঙ্গে যদি আরো উন্নত প্রশিক্ষণ যুক্ত হয় তাহলে সেটা আনসার ভিডিপির সমৃদ্ধির গণ্ডি পেরিয়ে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে। রোববার (১৯ জানুয়ারি) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগরের নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদীন এবং বিশেষ সেলের সদস্য মো. মুজতবা মুত্তাফিক তালুকদার।
শিল্প উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব ২০২৫’র লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতায় গড়ে তোলা এবং দেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। আনসার টিডিপি বাহিনীর তরুণ সদস্যরা নতুন দেশ গঠনের বড় নিয়ামক শক্তি। উপদেষ্টা বলেন, তারুণ্যের সঙ্গে যদি আরও উন্নত প্রশিক্ষণ যুক্ত হয় তাহলে সেটা আনসার ভিডিপির সমৃদ্ধির গণ্ডি পেরিয়ে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা রাখবে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপির ক্লাবগুলো অঞ্চলভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্র ও চিন্তাধারার পারস্পরিক বিনিময়কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে উঠে দেশের আর্থ-সামাজিক বৈষম্য দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও আনসারের অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর এবং বাহিনীর তারুণ্য নির্ভর বৃহৎ সম্ভাবনাকে কীভাবে দেশের সামষ্টিক সমৃদ্ধিতে সম্পৃক্ত করা যায়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, নতুন বাংলাদেশের অভ্যুদয়ে দেশের তরুণ জনগোষ্ঠীকে বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিবর্ধিত ও পরিমার্জিত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে।
এই উদ্যোগকে অধিক ফলপ্রসূ করতে, সমন্বিত কার্যক্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও সমাজসেবা মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারুণ্যের অদম্য শক্তি, দেশপ্রেমের আবেগ ও উদ্যোগী চেতনায় সমৃদ্ধ আমাদের আনসার ভিডিপি বাহিনী নতুন বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে প্রস্তুত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
৪০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১৪ সিকিউরিটি গার্ডের বেতন বন্ধ ৭ মাস
দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
ভোটার হালনাগাদে রোহিঙ্গাদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিলেন ডিসি
জাপানি প্রবীণদের একাকীত্ব ও সংগ্রাম জেল জীবনই পছন্দ কিছু মহিলার
ইউজিসি সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সাথে চুয়েট ভিসির মতবিনিময়
মাদারীপুরে ৬ শতাধিক কৃষকের জমিতে সরকারি পেঁয়াজের বীজ গজায়নি
ইইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন আলতাফ হোসেন
ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল -বিএনপি নেতা ফখরুল ইসলাম
সিরিয়ায় আসাদের পতনের পর দৃঢ় রাশিয়া-ইরান সম্পর্ক
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের অংশ -চসিক মেয়র ডা. শাহাদাত
নাকুগাঁও স্থলবন্দরে এইচএমপিভি প্রতিরোধে নেই সতর্কতা
রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান শেখ মুজিব থেকে বেশি সফল :আবদুল্লাহ আল নোমান
মমেকে ব্লাড চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ
দু’দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা
আ.লীগ নেতা শিশিরকে কারাগারে প্রেরণ
জীবন গেলেও সুন্নতকে ছাড়বেন না, সর্বদা আঁকড়ে ধরবেন : ছারছীনার পীর ছাহেব
ধানমণ্ডি লেকের গাছে কুড়ালের কোপ
শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান