ইবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ এএম
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালে শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাংশ প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তাছাড়া এক দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় থাকছে না।
তারা আরও বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতোমধ্যে জবি, শাবিপ্রবি, খুবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছেই রয়ে গেছে। শিক্ষার্থীদের স্বার্থেই যদি বিশ্ববিদ্যালয় কাজ করে থাকে তাহলে কেন ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না। অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে আসার দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা দেখেছি ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষামূলক গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। কিন্তু যে উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হয় সেই আলো আমরা এখনো দেখতে পাইনি বরং বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। সেশনজট বেড়েই চলছে, অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করছে। সর্বশেষ ২০২৩-২৪ বর্ষে ১০৩ আসন ফাঁকা রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ করেছে।
তার প্রশ্ন, একটি সেশনের ভর্তি কার্যক্রম শেষ করতে যদি সাত থেকে আট মাস সময় নেয় তাহলে সেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কিভাবে শিক্ষার্থীদের উপকারে আসবে? এর আগের ভর্তি প্রক্রিয়ায় দেখা গেছে ১০ বার মেরিট প্রকাশ করেও আসন পূরণ করতে পারেনি। তাই আর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ইবি অংশগ্রহণ করতে পারবে না।
তিনি আরও বলেন, আমাদের দাবি অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার আয়োজন শুরু করুক। এরপরেও প্রশাসন যদি গুচ্ছ থেকে বেরিয়ে আসার অপারগতা প্রকাশ করে তাহলে সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কনসার্ট প্রসঙ্গে রাহাতের ভিডিও বার্তা, যা বললেন তিনি
ইজতেমার দুপক্ষের দ্বন্দ্ব সমাধানে যা বললেন হাসনাত আবদুল্লাহ
চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহতের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত
লেবানন থেকে আরও ৯৪ বাংলাদেশি দেশে ফিরেছে
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে পাঁচ ফিলিস্তিনির মামলা
ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সালথায় পতিত জমিতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
বেনাপোল দিয়ে ভারত থেকে আরও ১৯০০ টন আলু আমদানি
হিজবুল্লাহ নয়, ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যাবে : আয়াতুল্লাহ খামেনি
গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন মাইকেল চাকমা
বিডিআর হত্যাকাণ্ড: অভিনয় কম করো পিও
অনেকদিন মা-বাবার কবর জিয়ারত করিনি: জায়েদ খান
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার দুঃখের প্রতিক খালেদ নাভান
পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়
অস্ট্রেলিয়ার রেডিও উপস্থাপক অ্যালান জোনসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে নিহত অন্তত ৩৪
বিচারকার্য ত্বরান্বিত করতে হুঁশিয়ারি ঢাবির শিবির সভাপতির