রাজশাহীতে অটোরিক্সা চালকদের বিক্ষোভ ও মানবন্ধন, বাস চলাচল বন্ধ
১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
রাজশাহীর বাস শ্রমিকদের সঙ্গে দ্বদ্বের জেরে পবা উপজেলার নওহাটা ব্রিজ এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। বুধবার দুপুরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
কিছু সময় পর সড়ক ছেড়ে দিয়ে তারা দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। অটোরিক্সার চালকদের এই কর্মসূচির কারণে ভাঙচুর আতঙ্কে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। নওগাঁর বাসগুলো মোহনপুর পর্যন্ত চলাচল করছে। তবে রাজশাহী-তানোর-মুন্ডুমালা রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
গত সোমবার সিএনজিচালিত অটোরিকশাচালকেরা তানোর উপজেলা সদরে বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে মারধর করেন। এর জেরে দুপুর থেকে রাজশাহীর সব রুটের বাস বন্ধ রাখা হয়। রাতে বাস চলাচল শুরু হলেও গতকাল মঙ্গলবার সকালে আবার চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর বাসশ্রমিকেরা নগরির শিরোইল বাস টার্মিনাল থেকে লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে রেলগেট সিএনজি স্ট্যান্ডে হামলা করেন। তাঁরা এ সময় ৭০-৮০টি অটোরিকশা ভাঙচুর করেন। পরে দুপুর থেকে আবার বাস চলাচল শুরু হয়। তবে বুধবার সকাল থেকে আবার রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পবার নওগাটায় মানববন্ধনে অটোরিক্সা চালকেরা বলেন, সিএনজি স্ট্যান্ডে এসে বাস শ্রমিকেরা তাঁদের ওপর আক্রমণ করেন। তাঁরা প্রায় ৯০টি অটোরিকশা ভাঙচুর করেছে। যাত্রী-চালকসহ অন্তত ৪০ জনকে মারধর করা হয়েছে। তারা এই ঘটনার বিচার চান। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের বিচার করতে না পারলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
যদিও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি অটোরিকশা স্ট্যান্ডে হামলার দায় স্বীকার করেননি। তিনি বলেন, ‘ওরা নিজেরা নিজেরা ক্যাচাল করে নিজেরাই গাড়ি ভেঙেছে।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সিএনজিচালিত অটোরিক্সা চালকেরা বাস ভাঙচুর করতে পারেন এই আশঙ্কায় বাস চলছে না। আবার সিএনজি চালকেরা সিএনজিও চলতে দিচ্ছে না। তারা বলছে, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সড়কে বাস যেমন বন্ধ থাকবে, তেমনি সিএনজি অটোরিকশাও বন্ধ রাখতে হবে।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আজ সকালে বাস চলাচল করার সময় সিএনজির চালকেরা নওহাটায় আমাদের দুটি বাস ভাঙচুর করেছে। এজন্য আতঙ্কে ওই রুটে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বাস মোহনপুর পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।
তানোরে বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১৮ সিএনজিচালিত অটোরিক্সা চালকের নামে মামলা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সিএনজি স্ট্যান্ডে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন চালকেরা। এ অবস্থায় বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকী উভয় পক্ষকে নিয়ে বসেছেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিষয়টির সমাধান হওয়া জরুরি। এ জন্য ট্রাফিক বিভাগ উভয় পক্ষকে নিয়ে বসেছে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিকরগাছায় নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে থানায় অভিযোগ স্বামীর
চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ নতুন ঋণ পাবে ৭৫ কোটি ডলার
অন্তর্বরতী সরকার আন্তরিক হলে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব- খুলনায় হেলাল
ই-ল্যাপ: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করে দিয়েছে যে প্ল্যাটফর্ম
আওয়ামীলীগের ছেলে ভুলানো গল্প আর কেউ শুনবে না- শহিদুল ইসলাম
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন সংশোধনের দাবি: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন
ন্যায়বিচার- সমতা এবং সাংবিধানিক শাসনের রক্ষক হিসেবে কাজ করছে
চাঁদপুরে প্রবাস মেলায় প্রবাসীদের ঋণ দিল এনআরবিসি ব্যাংক
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত
সাইবার নিরাপত্তা বিষয়ে দেশের প্রথম বিশ্বমানের ব্যাচেলর’স ডিগ্রির সুযোগ নিয়ে এলো ইউসিবি
রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ অর্জন করেছে জনতা ব্যাংক
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিএটিবি’র জন্য জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক
প্রয়োজন পরিবেশ দূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ
সাংবাদিকদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালার আয়োজন
‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড
দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি- সিলেটে উপদেষ্টা সাখাওয়াত
পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি
এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর
নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত