ব্যাংকে ডাকাতি : যেভাবে ‘বোকা বানিয়ে’ আত্মসমর্পণ করানো হয় তিন অস্ত্রধারীকে
২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম
ঢাকার কেরানীগঞ্জের চুনকটিয়ায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি করতে গিয়েছিল একদল সশস্ত্র দুর্বৃত্ত। যাদের তিনজন ব্যাংকের ভেতরে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করেন। আর বাইরে পাহারায় ছিলেন আরও সাত থেকে আটজন। পরে পুলিশ র্যাব সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কৌশলে বিকাল পাঁচটার পর তাদের আত্মসমর্পণ করান। এর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে আড়াই ঘণ্টার জিম্মিদশার।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডাকাতদলের তিন সদস্য ব্যাংকে প্রবেশ করেন। ব্যাংকে প্রবেশের পর অস্ত্রের মুখে সেখানে কর্মরত আট কর্মকর্তাকে জিম্মি করে ফেলা হয়। অল্পসময়ের মধ্যে ঘটনা জানাজানি হলে প্রথমে থানা পুলিশ ও পরে র্যাব ঘটনাস্থলে যায়। ঘিরে ফেলে হয় ব্যাংকের আশপাশের এলাকা। এরপর সেখানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাইরে পাহারারত ডাকাত সদস্যরা। অন্যদিকে ভেতরে থাকা তিন সদস্যকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছিল।
যে কৌশলে আত্মসমর্পণ করানো হয়
ভেতরে জিম্মিদশা থেকে ব্যাংক কর্মকর্তাদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হ্যান্ডমাইকে ডাকাত সদস্যদের আত্মসমর্পণের জন্য বারবার আহবান জানানো হচ্ছিল। কিন্তু তারা সাড়া দিচ্ছিলেন না। পরে ভবনের ভেতরে প্রবেশ করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় ডাকাতদলের সদস্যরা জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ও এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
অভিযানে থাকা একাধিক কর্মকর্তা বলেন, ডাকাতদলের সঙ্গে আলোচনাকালে তারা দুইটি শর্ত দেন। এরমধ্যে একটি তাদের নিরাপদে ভবন থেকে বের করে দিতে হবে এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। চুক্তি অনুযায়ী ব্যাংক থেকে টাকাও দেওয়া হয়। এসময় ডাকাতদের কাছে থাকা তিনটি দেশীয় অস্ত্র পাশের ভবন দিয়ে বাইরে ফেলা হলে সেগুলো উদ্ধার করা হয়। এরপর বিকাল পাঁচটার পর কৌশলে ওই ভবন থেকে তাদেরকে বের করে মাইক্রোবাসযোগে সেফ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আত্মসমর্পণ করানো হয়। পরে ওই মাইক্রোবাস রওনা হয় কেরানীগঞ্জ মডেল থানার দিকে। এতেই ডাকাতরা বুঝে যান তারা আটক হতে চলেছেন।
আটক তিন ডাকাত সদস্যকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। এদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডাকাতির খবর পেয়ে স্থানীয়রা ব্যাংকের আশেপাশে অবস্থায় নিয়ে এলাকা ঘেরাও করে এবং ব্যাংকের মূল গেট তালাবদ্ধ করে দেন। ঘটনার সময় ব্যাংকের ম্যানেজার শেখর চন্দ্র সরকারি কাজে বাইরে ছিলেন। তখন ব্যাংকের সেকেন্ড ম্যানেজার মোহব্বতে হোসেন বাবু ওই ভবনের ম্যানেজার আব্দুল মাজেদ খানকে ফোন করে জানান, ব্যাংকের ভেতরে অস্ত্রসহ ৩ জন ডাকাত আছে। তারা গুলি করতে পারে। আপনারা গেট তালাবদ্ধ করে সরে যান। ভেতরে থাকা ডাকাতেরা ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহকদের জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করে। তখন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র্যাব-১০ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) খালিদুল হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাতদলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।
সূত্র বলছে, ডাকাতদলের সদস্যরা মূলত ওই এলাকায় ছোটখাটো ছিনতাই কাজে জড়িত ছিলেন।
বর্তমানে ঘটনাস্থলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, র্যাব-১০ এবং সেনাবাহিনী অবস্থান করছে। তাছাড়া বাকি ডাকাতদের ধরতে র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ সমাবেশ
যমুনা রেল সেতু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে
কালীগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন
বগুড়ায় নষ্টামির দায়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে পিটুনি
দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই বহন করতে হবে: প্রধান উপদেষ্টা
ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত আমিনুলের বাড়িতে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির
সিরিজের সেরা পাঁচ বোলারই বাংলাদেশের
উত্তরার লাভলীন রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাঁই
সিরিজে সর্বোচ্চ রান জাকেরের
সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউনিয়ন আ. লীগের সভাপতি গ্রেফতার
আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দুর্নীতির অভিযোগের খবর
রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন রিশাদ
কলাপাড়ায় মুচলেকায় ক্ষমা পেলেন ৩ এসএসসি পরীক্ষার্থী
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জিনের মৃত্যু
কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
গোয়ালন্দে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফের আইসিবি ইসলামিক ব্যাংকে প্রশাসক নিয়োগ
ভয়ঙ্কর মাদকে আসক্ত টয়া, সাফা, তিশা ও সুনিধি, চলছে অনুসন্ধান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ