উত্তরার লাভলীন রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাঁই
২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
রাজধানীর উত্তরায় লাভলীন রেস্টুরেন্টে আগুনে পুড়ে ছাঁই লাখ লাখ টাকার মালামাল। জানা যায়, ৬ তলা ভবনের নিচতলা,২য় তলা, ৩য় তলার মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। নিচ তলার লাভলীন বাংলা রেস্তোরাঁ, ২য় তলার স্বপ্ন বিউটি পার্লার ও তয় তলার গ্যালাক্সি জীম এর কয়েক লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনে আটকে পরা ৭জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের লোকজন।
জানা যায়, শুক্রবার সকালে আগুন লাগার পর ভবনের উপরে কয়েকজন লোক আটকে পরেন। এ সময় তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে ওই ভবন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। শুক্রবার ২০/১২/২০২৪ খ্রিঃ সকাল ১০.৩০ মিনিটের সময় উত্তরা ১২ নং সেক্টর শাহ মখদুম রোড একটি ৬ তলা ভবনের নিচতলার লাভলীন রেস্টুরেন্ট থেকে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সুত্রে জানা যায়, আগুন লাগার কয়েক মিনিটের মাথায় উত্তরা দিয়াবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরবর্তীতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার, ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দিকে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পেয়ে হতাহত ও ক্ষয় ক্ষতির পরিমান জানতে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ‘লাভলীন’ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেখানে আগুনের সুত্রপাত ঘটে। এসময় তারা বলেন সেখানকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরপরই পুরো ভবনে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়, রেস্টুরেন্টের চেয়ার টেবিল,হাঁড়ি পাতিল ও আসবাবপত্র সহ কয়েক লাখ টাকার মালামাল। পাশাপাশি স্বপ্ন বিউটি কেয়ার এর লাখ লাখ টাকার মালামাল পুরে ছাঁই হয়ে গেছে। আগুন লাগার ঘটনায় উত্তরা ১২ নং সেক্টর এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এস জাহাঙ্গীর ছুটে যান সেখানে। এসময় তিনি বলেন,ফায়ার লাইসেন্স ছাড়া আবাসিক ভবনে এধরণের রেস্টুরেন্ট, পার্লার কোচিং সেন্টার, স্কুল কলেজ,জীম না করাই ভালো। আগুনের ঘটনায় গুরুতর আহত বা নিহতের কোন খবর পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, আবাসিক ভবনে ঝুঁকি পূর্ণ রেস্টুরেন্ট, পার্লার,জীম, স্কুল কলেজ এগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তারা বলেন, আগুনের সুত্রপাতের আলামত নষ্ট করার জন্য মালিক পক্ষ রেস্টুরেন্ট থেকে গ্যাস সিলিন্ডার সরানোর চেষ্টা করেন। এ সময় ওই রেস্তোরাঁর স্টাফ ওবায়দুল ইসলামকে (৩২) উপস্থিত জনতা আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ বিষয়টি স্বীকার করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, ওবায়দুল আগুন লাগার পর ভবন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।এ সময় ওসি হাফিজ ইনকিলাবকে আরো বলেন, জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে চিনিকলের ট্রলির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
ফিল্ম স্টাইলে ঢাকার কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি: গ্রেপ্তার লিয়ন রিমান্ডে, দুই কিশোরের দোষ স্বীকার
নিজ দেশের যে বাস্তবতা স্বীকার করলেন জেলেনস্কি
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সভা অনুষ্ঠিত
ফেনসিডিলের ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালালো মাদক কারবারী
সাদ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতার মতবিনিময়
যারা দুর্দিনে দলের জন্য কাজ করেছে, তাদের মূল্যায়ন করা হবে: টুকু
চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
লাকসামে কম্বল পেয়ে চোখে মুখে হাসি তিন শতাধিক অসহায় মানুষের
নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত
‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম’
অস্ট্রেলিয়া দলে ম্যাকসুইনির জায়গায় কনস্টাস, ফিরেছেন রিচার্ডসন
জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকতে হবে: খায়ের ভূঁইয়া
পতিত সরকারের দোসররা দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ইসলামী আন্দোলন
ঝিকরগাছায় ভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল গৃহবধূর
বারভিডায় দুর্নীতিবাজদের রাজত্ব, অবৈধ নির্বাচন বন্ধ না হলে আইনি লড়াই
বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক ইসলামী রাষ্ট্র হিসাবে আর্বিভূত হচ্ছে- এ এম এম বাহাউদ্দীন
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ