আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
পাবনার আটঘরিয়া চাঁদভা-খিদিপুর সড়কের কাসেম আলীর বাড়ির সামনে ব্রীজ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কটিতে ঝুঁকিপূর্ণ ব্রিজের পাঠাতন ভেঙে পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন যান বাহন যাত্রী নিয়ে ঝুঁকিতে চলাচল করতে দেখা যাচ্ছে। তবে দ্রুত মেরামত না করা হলে যে কোন বড় ধরনের দূর্ঘনার আশঙ্কা করছে পথচারীরা।
এলাকার প্রায় হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পড়তে হচ্ছে। এতে করে দিনে-রাতে হরহামেশাই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। উপজেলার ব্যস্ততম এই সড়কের ব্রিজটি গত কয়েক দিন থেকে ভেঙে পড়ে আছে।
সরজমিনে ঘুরে দেখা গেছে, আটঘরিয়া-চাঁদভা সড়কের দিয়ে খিদিরপুর, পারখিদিরপুর, সড়াবাড়িয়া, চাঁদভা, বাচামারা,রতিপুর, বেরুয়ান, হুজুরের ঢাল দাশুড়িয়া, সহ প্রায় ২৫-৩০ টি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে।
প্রতিদিন প্রায় বিভিন্ন এলাকার জনসাধারণ তাদের প্রয়োজনীয় কাজে বিশেষ করে আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার মানুষ যাতা য়াতের জন্য এ সড়ক ও ব্রিজ ব্যবহার করে আসছে।
খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। গত কয়েক দিন ধরে কাসেম আলীর বাড়ির সামনে ব্রীজ দিয়ে রাতে আধারে অতিরিক্ত বোঝাই নিয়ে ড্রাম ট্রাক যাওয়ার কারণে ব্রিজের পাঠাতন ভেঙে গেছে। যার কারণ ব্রিজের মাঝে ডালাই ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
শফিকুল ও আমিরুল ইসলাম বলেন, গত কয়েক দিন আগে গভীর রাতে বিকট একটি শব্দ হয়ে। ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ির সামনে যে ব্রিজ আছে তার পাঠাতন ভেঙে গেছে। নাম পরিচয় না জানা কয়েক জন আহত হয়েছে। রাতেই আমি লাঠির সাথে লাল ফিতা বেঁধে দেই। যাতে কোন দুর্ঘটনা না ঘটে।
কৃষক সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, মকলেছুর রহমান, সাব্বির হোসেন, রজব আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি ব্রিজ ভাঙ্গা। এই রাস্তা দিয়ে অনেক গ্রামের মাসুষ চলাফেরা করে। এই এলাকা কৃষি প্রধান।
আমরা জীবনের ঝুঁকি নিয়ে খেত৷ খামারের কৃষি ফসল আনাস নেয়া করি। উপজেলা প্রশাসনের কাছে আমাদের জোর দাবি দ্রুত ব্রীজটি দ্রুত মেরামতের জোর দাবি জানান তারা।
অটোরিকশা, অটোবাইক, চালক কামরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা কয়েক দিন ধরে ভাঙা ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অটো রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, ছোট বড় ট্রাক,যাত্রী ও মালামাল নিয়ে চলাচল করছি। তাই আমরা দ্রুত উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি সরজমিনে ব্রীজ দেখে মেরামত করার আহবান জানান।
মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান বলেন, ব্রিজের মাঝখানের অংশ ধ্বসে পড়ায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এলাকার কৃষককেরা মালামাল পরিবহন করতে গিয়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। এই সড়কের ব্রিজ দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন তিনি।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ বলেন, ব্রিজটি ভেঙে শুনেছি। তবে অফিস থেকে পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। দ্রুত ভাঙা ব্রীজটি মেরামতের চেষ্টা করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম