আওয়ামী লীগ ছিল ডামি সরকার, সামন্য ফুতেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান
৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগ ২৪ সালের যে নির্বাচন করেছিল তা ডামি নির্বাচন, একদিকে আওয়ামীলীগের ক্যান্ডিডেট আর অন্যদিকে আওয়ামীলীগের ইউজার ক্যান্ডিডেট। কি হাস্যকর ব্যপার। এ সরকার ছিল ডামি সরকার। ডামি সরকার হওয়ার কারনে সামন্য একটু ফু দিতেই উড়ে গেছে।
আজ সোমবার বিকেলে ৫টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ করেছে, তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন। বিগত সাড়ে ১৬ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পরস্পরের পাশাপাশি আছি। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতে চায়। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে এই দেশটাকে দুভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখী করে দেওয়া হয়েছে। আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানিনা। আমরা সবাই এদেশের নাগরিক।
জামায়াত আমির বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। তাই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
কোনো ব্যবসায়ীর কাছ থেকে তার প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে না। কাউকে জুলুমের মাধ্যমে দমিয়ে রাখা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান্তরাল সমৃদ্ধ করে জাতিকে সাজানো বাগানের মতো দেশ উপহার দেব ইনশাআল্লাহ।
এসময় ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে এ সময় এ্যাড.কামরুজ্জামান, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ লয়ার্স,ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ফজলে আলম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিউর রহমান রাজু,জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান,জেলা জামায়াতের প্রেস সেক্রেটারি তালুকদার মোঃ শাহ জালাল জুয়েল প্রমুখ সহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত লাক্ষো কর্মী শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাচোলে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে চোরাই পথে আসা ভারতীয় ছয়টি গরু আটক
কাতার-সৌদি-মরক্কো থেকে ৫৮২ কোটি টাকার সার কিনবে সরকার
পিএসসিতে আরও নতুন ৬ সদস্য নিয়োগ
ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ মাটি খেকোর উৎপাতে ঝুঁকিতে বৈধ ইজারাদার
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থী
টরেন্টো কনসার্ট দিয়ে বছর শুরু করবেন টেইলর সুইফট
সিগারেট খাওয়া ক্ষতিকর, সরকার এগুলো নিষিদ্ধ করুক : শাহরুখ খান
সিরাজ সিকদার থেকে আবু সাইদ হত্যা একই সূত্রে গাথা - রাশেদ প্রধান
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার
খুলনার আতঙ্ক নূর আজিম গোলাবারুদসহ গ্রেফতার
ঘন কুয়াশা ও বাতাসের কারনে শীতের তীব্রতা বেড়েছে
বিশ্বজুড়ে ২০২৫-এর আগমনকে উৎসব-উদযাপনে বরণ
নোবিপ্রবিতে কার্বন রিসাইক্লিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে প্রচন্ড শীত শৈত্য প্রবাহ ও ঝিরিঝিরি বাতাসে ঝড়ছে বৃষ্টি গুড়া
পঞ্চগড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
সুলতানপুর বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল জব্দ