দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম
অবসরে যাচ্ছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব।অবসরে যাওয়ার সুবিধার্থে গতকাল মঙ্গলবার দুইজনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বঞ্চিত এ দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আনোয়ার উল্ল্যাহ এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমানকে ওএসডি করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আনোয়ার উল্ল্যাহ এবং মাহবুবুর রহমান যথাক্রমে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব। প্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পুলে পদোন্নতির ক্ষেত্রে কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে অবস্থান কর্মসূচি এবং ২৫ ডিসেম্বর বিয়াম মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রতিবাদ সমাবেশ এবং বঞ্চিতদের পদোন্নতির দাবি জানান। এটাকা পুজি করে ২৫ ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি আচরণ বিধিমালা লঙ্ঘন করলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।
গত ১৭ সেপ্টম্বর জাতীয় সংসদ সচিবালয়ের নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ হিসেবে যোগদান করেন। যোগদানকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যোগদানের পর সচিব সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কারকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন।
এদিকে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন তাদের মধ্য থেকে প্রথমবারের মতো একজন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। তিনি গত আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। বিসিএস ১৩ ব্যাচের এই কর্মকর্তা গত ৫ আগস্টের পর উপসচিব হিসেবে পদোন্নতি পান। পরে তিনি যথাক্রমে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদোন্নতি পান। অবশেষে গতকাল তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। ##
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন