সিলেটে ৩য়-৪র্থ শ্রেণীর বই আসেনি, মাধ্যমিকেও বঞ্চিত বেশিরভাগ স্কুল
০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
নতুন বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের নতুন বইয়ের ঘ্রাণ। ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই পৌঁছে দেয়ার কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। বিশেষ করে সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শতভাগ বই দেয়া হয়েছে বলে জানা গেলে ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোন বই আসেনি।
সিলেট জেলার ১৩টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শতভাগ বই দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোন বই আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই অবস্থা সুনামগঞ্জ জেলারও। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশাদ ও সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান এসব তথ্য জানান। সিলেট জেলার ১৩ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে ৯ম পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বই এসেছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, ‘যেসব শ্রেণীর যেসব বই প্রস্তুত আছে তা বাকি ৭ উপজেলায় আগামীকালের মধ্যে পৌঁছে যাবে। পাঠ্যক্রম পরিবর্তনের জন্য এবছর কিছু বই আসতে একটু বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ১৫ তারিখের মধ্যে সকল বিদ্যালয়ে সকল বই বিতরণ হয়ে যাবে।’ সুনামগঞ্জ জেলায় আজ মাধ্যমিকের কোন বই এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, কিছু বই রাস্তায় আছে, আগামীকালের মধ্যে পৌঁছে যাবে। আর কিছু বই ১৫ তারিখের মধ্যে বিতরণ সম্ভব হবে। এদিকে বছরের প্রথমদিন সকল শিক্ষার্থীদের হাতে বই দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত।’
এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘মাত্র আড়াই মাসে ৪৪১টি বই পরিমার্জন করেছি। ছয় কোটি বই গেছে। চার কোটি ট্রাকে ওঠার অপেক্ষায়। ‘আগামী ৫ জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণির সব বই, ১০ জানুয়ারি মাধ্যমিকের আটটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করব।’ সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) সিলেট অঞ্চল আয়োজিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট এর প্রশিক্ষণ হলে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই খামার বাড়ী ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ। ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে কৃষি শ্রমিকের সংকট বেড়েই চলছে। এর অন্যতম কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যুবকরা কাজের খোঁজে পাড়ি জমাচ্ছেন। যার ফলে কৃষি উৎপাদন খরচ অধিক হারে বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা কৃষি কাজ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিশাল জনগোষ্টির খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাজায় রাখার জন্য কৃষি যান্ত্রিকীকরণ সময়োপযোগী একটি পদ্ধতি। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সময় এবং আর্থিক ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। একটি বড় খুশির খবর হলো সরকার কৃষি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের জন্য বিশেষ ভর্তুকীর ব্যবস্থা রেখেছেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, ডিএই সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি; স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধি ও যন্ত্র ব্যবহারকারী কৃষক। গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আমিনের পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসার তৌফিক হোসেন খান, গীতা পাঠ করেন কনক চন্দ্র রায়। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
আমরা কি সুন্দর তাই না?
ইথিওপিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প ,আতঙ্কে জনজীবন
দেবহাটায় তিনটি বিদেশি পিস্তল -গুলিসহ একজন আটক
হরিরামপুরে নাশকতা মামলার আসামী দিনমজুর কাঠমিস্ত্রির নিত্য সরকারের কারাগারে মৃত্যু
টঙ্গীবাড়ীতে রাস্তার উপরেই বিদ্যুতের খুঁটি!
চীনে চাকরির বাজারের সংকট ,উচ্চশিক্ষিত যুবকরা কম যোগ্যতার চাকরি নিচ্ছে
রাজবাড়ীতে এফিডেভিট এর ফাঁদে বাল্য বিয়ে
বিয়ে এখনও হয়নি,কেবল ছবি তোলা হয়েছে: তাহসান খান
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
ওবায়দুল কাদের ও তার ভাই এ জনপদকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল-ফখরুল ইসলাম
মধ্যরাতে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
হাত পা বেধে একটি কারখানায় ডাকাতি ৪০ লাখ টাকার মালামাল লুট
চলতি মৌসুমে শতকোটি টাকার ফুল বিক্রির আশা গদখালীর চাষিদের
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেড়েছে
মালয়েশিয়ার দুই রাজ্যে বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী আটক
নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে বন্দী অ্যারন ব্রায়ান গাঞ্চেসের আবেদন
বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েন চান ফ্যাসিস্ট হাসিনার হিন্দু নিপীড়নে চুপ থাকা জিবিএইচসি