রাজবাড়ীতে এফিডেভিট এর ফাঁদে বাল্য বিয়ে
০৪ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
খালেক-মাজেদা দম্পতির একমাত্র কন্যা তানিয়া আক্তারী। জন্ম নিবন্ধন তারিখ ১জানুয়ারি-২০১৩ইং। সেই সূত্রে বয়স ১২বছর পূরণ হয়নি। তবে বিয়ের পিরিতে বসেছে বাবা-মায়ের ইচ্ছায়। কাজী অফিসে উপস্থিত না হয়ে অসাদু আইনজীবী’র মাধ্যমে এফিডেভিট করে বিয়ের পিরিতে।
মাসুদা আক্তার মায়া। পরিবারের সবাই এবং পাড়া-প্রতিবেশী ও স্কুলের বান্ধবীরা মায়া নামে ডাকতো। মায়া গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্ত না, বাল্য বিয়ের কারণে সবগুলো পরীক্ষা শেষ করতে পারলো না। পালিয়ে গিয়ে এফিডেভিট করে বিয়ের পিরিতে।
রাজবাড়ী জেলার দৌলতদিয়া চর এলাকার বাসিন্দা মোস্তাক-রেহেনা দম্পতি। এই দম্পতির তিন মেয়ে সালমা আক্তার, সোনিয়া আক্তার, পলি আক্তার। কিন্ত কোন মেয়ে হাই স্কুলের গন্ডি পেরুতে পারেনি। এর পূর্বে বিয়ের পিড়িতে। মেয়ে গুলোর ১৫/১৬ বছর বয়স পূরণ হওয়ার পূর্বে ২/৩ জন সন্তানের মা হয়েছে সবাই। এখন স্বামী সংসারে কেউ ভাল নেই। অভাব-অনাটনে দিন কাঁটাতে হচ্ছে। বাবা মোস্তাক শিকদার মারা গেছে। নদী ভাঙনের কারণে মৃত্যুর পূর্বে শ্বশুর বাড়ির একটু জায়গা নিয়ে বাড়ী করেছে। স্ত্রী রেহেনা ৫বছরে ছেলে নিয়ে সেই বাড়ীতে বসবাস করেন। আয়ের কোন উৎস নেই। বাবা এবং ভাইদের সহযোগিতায় চলতে হয়। এই অভাব-অনাটন সংসারে মেয়েরা এসে হাজির হয়। মেয়েদের দেখলে মনে হবে ৫০ বছর বয়সী, বয়স্ক নারী। এ যেন কাঁটা ঘাতে লবণের ছিঁটা।
আজহার মন্ডলের তিন মেয়ে ছাবিনা, চায়না, বিলকিস। কোন মেয়ে স্কুলে পা রাখেনি। তবে ১৫ বছর পূরণ হওয়ার আগেই সবাই বিয়ের পিড়িতে। সকলেই একাধিক সন্তানের মা হয়েছে। বাবা একাধিকবার নদী ভাঙনের কারণে সব কিছু হারিয়েছে। প্রায় এক বছর হলো বাবা আজাহারের মৃত্যু হয়েছে। এদিকে মেয়েরা স্বামী সংসারে সুখে থাকতে না পেরে স্বামী হারা অভাবী মায়ের সংসারে সন্তানদের নিয়ে হাজির হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়নের সালাম-হাফেজা দম্পতি’র একমাত্র মেয়ে সাদিয়া। সাদিয়া জন্ম নেওয়ার পর সালাম-হাফেজার সংসার টেকেনি। একমাত্র মেয়ে নিয়ে কর্ম করে সংসার চালাতে থাকেন হাফিজা। মেয়েকে ভাল স্কুলে ভর্তি করেন। কিন্ত এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার পূর্বে প্রেমিকের হাত ধরে বিয়ের পিরিতে। এসএসসি পাস করলেও স্বামী বাড়ী থাকার কারণে আর লেখাপড়া করার জন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়নি।
দৌলতদিয়া ইউনিয়নে নজরুল-রিক্তা দম্পতি’র ঘরে রাসেল শেখ ও নাহিদা আক্তার নামে দুই সন্তান। মা রিক্তা অকালে মারা যায়। মারা যাওয়ার কিছু দিন পর স্কুল পড়ুয়া নাহিদা প্রেমে হাবু-ডুবু খায়। বাধ্য হয়ে বাবা নজরুল অকম্য নেশাগ্রস্ত ছেলের সাথে স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দেয়। কিছু দিনের মধ্যে অপ্রাপ্ত ছেলে রাসেলকে অন্য একটি অপ্রাপ্ত মেয়ের সাথে বিয়ে দেয়। রাসেলের স্ত্রী অকালে সন্তান জন্ম দিতে গিয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে। স্ত্রী বেঁচে থাকলেও নবজাতক সন্তান মারা যায়।শুধু তানিয়া-মাসুদা-নাহিদা নয়। রাজবাড়ী জেলায় প্রতিনিয়ত এফিডেভিট করে বাল্য বিয়ের পিরিতে বসে অকালে হারিয়ে যাচ্ছে অপ্রাপ্ত শতশত শিশু। বাল্য বিয়ের কারণ খুঁজতে দেখা মেলে দারিদ্রতা। দারিদ্রতার পুঁজি করে বাবা-মা নিজের অপ্রাপ্ত মেয়েকে অকম্য ছেলের হাতে তুলে দিয়ে দেয়।
আসমা নামের এক নারীনেত্রী বলেন, বাল্য বিয়ের কালোথাবায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে জেলার অনেক অপ্রাপ্ত শিশু। গ্রামের অধিকাংশ শিশু বাল্য বিয়ের কবলে হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাল্য বিয়ে থেকে রক্ষা পাইতে প্রতিটি ঘর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আয়শা আক্তার নামের এক কর্মজীবী নারী বলেন, সন্তান সুপ্রতিষ্ঠিত করতে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি থাকা প্রয়োজন। মায়ের অবহেলায় সন্তানের ভবিষ্যৎ হারিয়ে যায়। মায়ের ইচ্ছা না থাকলে কোন মেয়েকে বাল্য বিয়ে দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের সমাজের সকল মায়ের সচেতন হওয়া জরুরী। মায়েরা যতদিন সচেতন না হবে ততদিন বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব নয়।
মহিলা অধিদপ্তরে কর্মরত খোরশেদ আলম টুটুল বলেন, জন্ম নিবন্ধন সূত্রে তানিয়ার বয়স ১২ বছর পূরণ হয়নি। এর মধ্যে বাবা-মায়ে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। শুধু প্রস্তুতি নয় অসাদু আইনজীবী দিয়ে এফিডেভিট করে বিয়ে দিয়েছে। যে বিয়ের কোন আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, প্রতিনিয়ত আমাদের চোখের সামনে বা চোখের আড়ালে বাল্য বিয়ে হচ্ছে এফিডেভিট করে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
গোয়ালন্দে পার্পল স্টার ও পার্পল বল বেগুনের এর বাম্পার ফলন
যুক্তরাজ্যে পণ্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা ব্যবসায়ীদের, কর-বেতন বৃদ্ধির চাপ
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
রশিদের রেকর্ড বোলিংয়ে সিরিজ আফগানদের
আশুলিয়ায় তিতাস গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী
স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকা যাবে না: ড. তোফায়েল আহমেদ
বিডিআর হত্যাকাণ্ডে হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশন প্রধান
নকলায় নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
দুই বাহু বাড়িয়ে আছে সুন্দরবন পর্যটকদের আনাগনা কম
নানান সুযোগ-সুবিধাসহ বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে পাকিস্তান
রায়পুরে ব্যাটারী চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
রাঙামাটিতে রাবিপ্রিবি'তে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত
মালয়েশিয়ার আদালতে গৃহবন্দির আদেশে জয় পেলেন নাজিব রাজাক
চকরিয়ায় মহেশখালীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঠোঁট মোটা করতে লাগালেন মরিচ, ভাইরাল ইনফ্লুয়েন্সার
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সীমান্তাঞ্চলে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে ‘আনারস চাষ’