কিশোরগঞ্জে ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলে দিতেন মহসিন
০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন আইএমইআই নম্বর দিয়ে উদ্ধার করা যায়। অথচ এসব মোবাইল ফোন মহসিনের হাতে পড়লেই মাত্র ২০ থেকে ৩০ সেকেন্ডে নম্বর পরিবর্তন করে ফেলতেন তিনি! এই কাজে চোরদের কাছ থেকে তিনি ফোনপ্রতি সর্বনিম্ন পারিশ্রমিক নিতেন এক হাজার টাকা করে। আর দামি ব্র্যান্ডের ফোন হলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নিতেন।
আইএমইআই নম্বর পরিবর্তন হলে অনেক সময় চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সেট সহজে উদ্ধার করতে পারে না পুলিশ। নম্বর পরিবর্তনে দক্ষ অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. মহসিন ভূঁইয়া (৩৬)। কিশোরগঞ্জে তিনি ‘মোবাইল বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত। বুধবার (৮ জানুয়ারি) রাতে এই ‘বিশেষজ্ঞ’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার অ্যান্ড মোবাইল টেকনোলজি নামের একটি দোকানে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ডেস্কটপ মনিটর ও চারটি ডিভাইস জব্দ করা হয়।
এ ঘটনায় সাইবার আইনে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির ইনকিলাবকে জানান, শহরের পুরানথানার ইসলামিয়া সুপার মার্কেটে দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছিলেন।
এর আগে গত ৪ মে একই অভিযোগে তাকে গ্রেফতার করেছিল র্যাব। কিছুদিন জেল খেটে বেরিয়ে ফের একই বাণিজ্যে নামে মো. মহসিন ভূঁইয়া। বুধবার আশরাফুল কবিরের নেতৃত্বেই তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র আরো জানায়, গ্রেফতার মহসিন জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে। যে দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই দোকানেরই মালিক তিনি।
র্যাব জানায়, আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর সাধারণত একটি ১৫ ডিজিটের নম্বর। তৈরির সময়ই প্রতিটি মোবাইল ফোনে স্বতন্ত্র এ নম্বর দিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিটি মোবাইল ফোনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। মোবাইল সেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে সাধারণত সেটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়।
র্যাব ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির ইনকিলাবকে বলেন, “মহসিন ভূঁইয়া একজন দুর্ধর্ষ সাইবার অপরাধী। সে চোখের নিমিষেই যেকোনো মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারে। বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা চোরাই মোবাইল নিয়ে তার কাছে আসতো। মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন হওয়ায় চোরাই মোবাইল উদ্ধার করা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিপাকে পড়তে হয়। মাত্র আট মাস আগে সে র্যাবের হাতে আটক হওয়ার পর কিছুদিন জেল খাটে। এ অপকর্মের মাধ্যমে ভালো ইনকাম হওয়ায় জেল থেকে বেরিয়ে আবারও একই অপরাধের সঙ্গে যুক্ত হয়। আগে আইএমইআই নম্বর পরিবর্তন করতে পিসি ব্যবহার করলেও এখন সে অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপ ব্যবহার করে।”
আটকের পর তার বিরুদ্ধে পেনাল কোড আইনের ৪১৩ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অপরাধী কিশোরগঞ্জে আরও আছে, তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস