যে হোটেলে খেতে টাকা লাগে না!
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১০ এএম
সমাজে ভালো কাজকে ছড়িয়ে দিতে এবং ভালো কাজের উৎসাহ দেয়ার লক্ষ্যে একদল তরুণ খুলেছে "ভালো কাজের হোটেল"। যে হোটেলে খেতে টাকা লাগে না! লাগে একটি ভালো কাজ। তাইতো এর নাম "ভালো কাজের হোটেল" সমাজের ছিন্নমূল, অসহায় ও গরিবদুঃখী নিম্ন আয়ের মানুষরা যেখানে একটি ভালো কাজের কথা বলে খেতে পারে একবেলার খাবার। রিক্সাচালক, দিনমজুর, ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী কিংবা পথচারী সবার জন্য উন্মুক্ত এই হোটেল।
ইয়ুথ ফর বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলমান এমন হোটেলর দেখা মিলবে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন (আইসিডি কাস্টমস হাউসের পাশে), বাসাবো বাসস্ট্যান্ড, সাতরাস্তা, কারওরানবাজার, মিরপুর শাখা, বনানী কড়াইল বস্তি, কালশী, ওয়ারী, রবীন্দ্র সরোবর, সদরঘাট, মোহাম্মদপুর এলাকায়। এছাড়াও চট্টগ্রামে চলমান রয়েছেন একটি হোটেল। এসব এলাকার ফুটপাতের দেয়ালে লেখনীর মাধ্যমে জানান দেয় হোটেলগুলোর। এরমধ্যে ৫ টি হোটেলে খাবার মিলে দুপুরে। বাকিগুলোতে রাতে। এসব হোটেলে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষরা। নির্ধারিত সময়ে খাবার নিয়ে আসে ভ্যান। সেখানে একটি ভালো কাজের কথা বলে খাবার খান এই মেহমানরা।
জানা যায় সংগঠনটির স্বপ্নদ্রষ্টা আরিফুর শিহাব করোনাকালে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে শুরু করেছিল এই হোটেলের কার্যক্রম। তখন "ভালো কাজের বিনিময়ে আহার" নাম থাকলেও পরবর্তীতে এখানে খেতে আসা ছিন্নমূল মানুষেরাই নাম দিয়েছে ভালো কাজের হোটেল। মূলত হুমায়ূন আহমেদের রচিত "সবুজ ছায়া" নাটক যেখানে প্রতিদিন একটি ভালো কাজ করেন প্রধান চরিত্রের অভিনেতা। সেই ধারনা থেকেই করোনাকালীন ভালো কাজের বিনিময়ে ছিন্নমূল মানুষের কাছে খাবার পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
রিক্সাচালক আব্দুর রহিম মিয়া (৭৩) একজন বয়স্ক লোককে গাড়িতে উঠিয়ে দিয়েছিল। এই ভালো কাজের বিনিময়ে হোটেলটির বাসাবো বাসস্ট্যান্ড শাখায় রাতের খাবার খেতে এসেছিলেন। কথা হলে তিনি জানান, দীর্ঘ একবছর যাবত প্রতিদিন রাতে একটি ভালো কাজের বিনিময়ে এখানে খাবার খান তিনি। এছাড়াও মাঝে মাঝে দুপুরেও অন্য শাখায় খাবার খেতে যান। এমন হোটেল থাকায় খাবার নিয়ে চিন্তা করতে হয় না। একটি ভালো কাজ করলেই এখানে খাবার পাওয়া যায়।
এছাড়াও বনগ্রাম (ওয়ারী) শাখায় গেলে কথা হয় দুই নাতনি নিয়ে খেতে আসা রাহিমা বেগমের সাথে। ছলছল চোখে বলেন, যা আয় হয় তা দিয়ে একবেলা খাওয়াই দায়। এই হোটেলের কারনে দুপুরে দুমুঠো পেট ভরে নাতনিদের নিয়ে খাই। এই হোটেলগুলো বন্ধ হলে অনেককেই না খেয়ে থাকতে হবে। যারা এই উদ্যোগ নিয়েছে আল্লাহ এদের ভালো করুক।
কয়েকটি শাখায় ঘুরে কথা হয় অনেক নিম্ন আয়ের মানুষের সাথে। তারা বলেন, সমাজে অনেক উচ্চবিত্ত মানুষের বসবাস থাকলেও তেমন কেউ তাদের খোঁজ না নিলেও খোজ রাখছেন স্বেচ্ছাসেবী এই তরুণরা। এমন হোটেল না থাকলে না খেয়ে থাকতে হবে অসংখ্য মানুষকে। তাই এমন হোটেলগুলো চালু রাখার আশা করেন তারা।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা হয় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার সঙ্গে। তিনি দৈনিক ইনকিলাব'কে জানান, এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আল্লাহ তাদেরকে আরো বেশি গরিব মানুষকে খাওয়ানোর তৌফিক দিন। এসময় বিত্তবানদের এমন কাজে সহযোগিতার ও আহ্বান জানান তিনি।
শুধু ভালো কাজ করলেই নয়, একটি ভালো কাজের প্রতিজ্ঞা করে গেলেও খাবার মিলবে এই ভালো কাজের হোটেলে।
জানা যায়, সংগঠনটির ডেইলি টেন মেম্বার রয়েছে ৩২০০। যাদের প্রত্যেকের দৈনিক ১০ হারে মাসিক ৩০০ টাকা এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় চলছে "ভালো কাজের হোটেল"সহ নানাবিধ সেবামূলক কাজ।
চলমান হোটেল ছাড়াও তিনটি "ডেইলি টেন স্কুল ", চিকিৎসা সেবা, গৃহহীনদের পুনর্বাসন, সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন উৎসবে ছিন্নমূল মানুষের কাছে ঈদ উপহার পৌঁছে দেয়া ও নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম ও রয়েছে সংগঠনটির।
ইয়ুথ ফর বাংলাদেশ'র সিনিয়র ভলান্টিয়ার রুবেল আহম্মেদ হিমেল বলেন, সমাজে ভালো কাজকে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন আমাদের সংগঠনের প্রধান আরিফুর রহমান শিহাব ভাইয়া। আমরা চাই সমাজে ভালো কাজের চর্চা থাকুক। যাতে কোনদিন এই হোটেল বন্ধ হলেও, ভালো কাজ বন্ধ না হয়।
আরেকজন সিনিয়র ভলান্টিয়ার মনিরুজ্জামান মনির বলেন, আমরা যতটুকু সম্ভব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই কার্যক্রম হয়তো আরো বাড়ানো যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান