ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
ফেনীর সোনাগাজী উপজেলায় চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে বদর্ম খালের ওপর নির্মিত ব্রিজটিগত ৪ মাস আগে বন্যার পানির তীব্র ্রাতে ধসে পড়ে। এতে মতিগঞ্জ থেকে-দাসের হাট-চরদরবেশ-কেরামতিয়া-কাজিরহাট সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে গাড়ি চালক,যাত্রী ও জনসাধারণকে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জনদুর্ভোগের বিষয়টি জানার পরও ব্রিজ পুন:নির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,গত বছরের আগস্টে স্বরণকালের ভয়াল বন্যায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার দুদিন পর সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর সাহাভিকারী গ্রামে বদর্ম খালের ওপর নির্মিত এলজিইডি’র অধিনে থাকা ব্রিজটির দুই পাশের মাটি সরে গেলে খালে ধসে পড়ে । এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরদরবেশ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। প্রতিদিন বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যায় এবং যাত্রীদেরকে ডাবল ভাড়া গুণতে হচ্ছে। এছাড়াও চর সাহাভিকারী গ্রামের বাগিসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্টেন ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা ব্রিজ না থাকায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিভাবকদের অভিযোগ তাদের ছেলে মেয়েরা বিকল্প পথে দুর দুরান্তের পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়াটা অনেক কষ্টের। এদিকে ব্রিজ ধসে যাওয়ার পর উপজেলা প্রশাসন ও এলজিইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করে যাওয়ার পর তাদেরকে আর দেখা যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে জনসাধারনের চলাচলের সুবিধার্থে সড়কের ভাঙনস্থানের পাশে খালের ওপর বিকল্প স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয় জনগণ।
স্থানীয় সোলেমান মিয়া বলেন,ব্রিজ ভেঙে যাওয়ায় এ এলাকার মানুষ চলাচলে অনেক কষ্ট করছে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ব্রিজের অভাবে ঠিকমত স্কুলে যেতে পারছেনা। তারা ঝুলন্ত সাঁকো ওপর দিয়ে স্কুলে যেতে ভয় পায়। গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অতি দ্রæত ব্রিজটি পুন:নির্মাণ করার জন্য কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। মাস্টার আমির হোসেন আমু বলেন,মতিগঞ্জ-কেরামতিয়া-কাজিরহাট সড়কের চর সাহাভিকারী এলাকায় ছোট ফেনী নদীর শাখা খাল হিসেবে পরিচিত বদর্ম খালের ওপর নির্মিত ব্রিজটি গেল বন্যায় ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে জনদুর্ভোগ বেড়ে যায়। ব্রিজ ভাঙার ৪ মাস অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজে এগিয়ে না আসা খুবই দুঃখজনক। রবিউল হক নামের এক গাড়ি চালক বলেন, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় নদীতে অতিরিক্ত জোয়ার ভাটার কারণে নদীর পাড় ভেঙে জনপদ বিলীন হচ্ছে। মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে ফসলি জমি,রাস্তাঘাট,পোল কালভার্ট কিছুই রক্ষা করা যাচ্ছে না। সরকারের এ বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।
সোনাগাজী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা বলেন,মতিগঞ্জ ইউপি থেকে দাসের হাট-চরদরবেশ-কেরামতিয়া- কাজিরহাট সড়কের চর সাহাভিকারী এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি এলজিইডি করেনি। এ ব্রিজটি ২৫ বছর আগে নির্মাণ করেছিল বিএডিসি অথবা পানি উন্নয়ন বোর্ড। তখন এ ব্রিজটি পাইল ফাউন্ডেশন দিয়ে করা হয়নি। ব্রিক পিলারের ওপর আরসিসি গার্ডার দিয়ে তৈরি করা হয়েছিল। তাই বন্যার সময় পানির তীব্র ¯্রােতে পিলারের নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি সম্পূর্ণ ধসে পড়ে। বন্যার পরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলসহ আরো অন্যান্য প্রতিনিধি দল ব্রিজের ভাঙনস্থান পরিদর্শন করে গেছেন। এখনো পর্যন্ত ব্রিজ পুনঃনির্মাণের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। তবে জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখার জন্য এলজিইডি কর্তৃক ৩০ মিটারের একটি স্টীল বেইলি ব্রিজ নির্মাণের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কাজেরঅনুমোদন হয়ে গেছে।
এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা। সোনাগাজী (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ বলেন, চর সাহাভিকারী এলাকায় খালের ওপর আপাতত একটি বেইলি ব্রিজ নির্মাণের অনুমতি আমরা পেয়েছি। দ্ত কাজ শুরু হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা