মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন? ডা: জাহেদ উর রহমান
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন এ নিয়ে প্রশ্ন করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, কলাম লেখক ডাক্তার জাহেদুর রহমান।
ডাক্তার জাহেদুর রহমান ইউটিউবে এক ভিডিতে বলেন বলেন মাজারে হামলা নিয়ে কয়েকদিন আগে কথা বলেছিলাম। সরকার এ ব্যাপারে কঠোর বার্তা দিয়েছিল হামলা হতে দেওয়া যাবে না।
তিনি বলেন আজ যেটা নিয়ে কথা বলব সেটা হামলা না , সেটা একই রকম ব্যাপার এবং যে ঝুঁকি গুলো আছে, যে ঝুকির কারণে হামলা গুলো বন্ধ করতে হবে বলে বলেছিলাম একি ঝুঁকি বহাল আছে।
তিনি প্রথম আলোর এক প্রতিবেদন উদ্ধৃতি করে বলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হজরত শাহ সৈয়দ আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারের ৭৫৫তম বার্ষিক ওরস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যার পর উপজেলা প্রশাসন জরুরি সভা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এমন আশঙ্কায় মাজারের ওরস বন্ধ রাখার জন্য পরিচালনা কমিটিকে নির্দেশ দেয়।
ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের বর্তমান দরগাপাড়া গ্রামটির নামকরণ করা হয়েছে বটগাছে ঘেরা হজরত শাহ সৈয়দ মাওলানা আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারকে ঘিরে। প্রায় ৪০ বছর মাজারের খাদেম হিসেবে আছেন নুরুল ইসলাম ফকির (৯০)। তিনি বলেন, ‘চারটি বটগাছে ঘেরা মাজারে প্রতিদিনই মানুষ আসে। তিন শ শতাংশ জায়গা নিয়ে মাজারটি।’
মাজার পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী কাজী শাহ জাহান বলেন, ‘এ বছর ৭৫৫তম বার্ষিক ওরসের আয়োজন করা হয়। ১৫–১৭ জানুয়ারি তিন দিনব্যাপী এই ওরস হওয়ার কথা ছিল। এবার ইত্তেফাকুল ওলামার দাবির পরিপ্রেক্ষিতে ওরস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন। মাজারে গানবাজনা বন্ধ রাখলেও কোরআন খতম, শিরনি বিতরণসহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে।’
ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি বলেন, ‘আল্লাহর অলির মাজার অপবিত্র করে কার্যক্রম করা অন্যায়। অলির মাজারকে কষ্ট দেওয়ায় আমাদের ইমানি দায়িত্ব থেকে প্রতিবাদ জানিয়েছি।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, ‘আলেম-ওলামারা চাচ্ছেন না মাজারে ওরস হোক। এ ছাড়া ময়মনসিংহ শহরে একটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব বিষয় মাথায় রেখে প্রশাসনের একটি পর্যবেক্ষণ ছিল, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে মোকাবিলা করা কঠিন হবে। ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতি যেহেতু স্থিতিশীল নয়, সে কারণে ওরসের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হলে তারা করতে পারবে।’
ডাক্তার জাহেদ বলেন সাড়ে ৭ শতাব্দি ধরে ওরস হয়েছে, বন্ধ হয়নি বন্ধ হয়নি। এর মধ্যে অনেক শাসক ছিল, ব্রিটিশ ছিল পাকিস্তান ছিল, বাংলাদেশের অনেক শাসক ছিল, স্বৈরশাসক ছিল তা বন্ধ হয়নি । কিন্তু এবার ড. ইউনুসের আমলে বন্ধ হলো।
ডাক্তার জাহেদ বলেন গত গত ভিডিওতে বলেছিলাম যে এই চর্চাগুলো আসলে বাংলাদেশকে জঙ্গিবাদী ট্যাগ দেয়ার জন্য খুব ভালোভাবে কাজে লাগে, কারণ বিভিন্ন দেশে যেখানে ইসলামের নামে এসব টেরোরিস্ট গ্রুপগুলো কাজ করেছে তারা। মূলত এসব কাজই করবে মানে অন্যান্য অনেক কিছু তারা করেছে কিন্তু তাদের সাথে এই
ধরনের তারাও করেছে আমি বলছি না। এখানে যারা বাধা দিচ্ছেন তারাও তাই কিন্তু এই ধরনের একটা চেষ্টা ওই সন্ত্রাসী গোষ্ঠী করেছিল ফলে বাংলাদেশ এই অস্ত্র তুলে দিচ্ছে।
ভারতসহ পশ্চিমা বিশ্বের কাছে যে বাংলাদেশে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গিবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম মাথা চাড়া দিচ্ছে। এক্সাক্টলি ন্যারেটিভ যেটা ভারত চেয়েছিল ফলে এই কাজগুলো যারা করছেন তারা আদতে ভারতের পারপাস সার্ভ করছেন। এটা খুব স্পষ্টভাবেই বলে রাখা দরকার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি