গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন। এই সময়টাকে বলা হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান’। এই জুলাই গণ-অভ্যুত্থানের পুরোটা সময় জুড়ে দেশের সংবাদপত্রগুলোতে কী সংবাদ ছাপা হয়েছিলো, কীরকমই বা ছিলো সেই সংবাদের উপস্থাপন— এসব বিষয় সম্পর্কে জানতে এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে ‘সংবাদ মাধ্যমের পাতায় পাতায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক দুই দিনব্যাপী একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ও সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীটিতে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে পত্রিকাগুলো যে ভূমিকা রেখেছে, মূলত সেটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রদর্শনীতে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিভিন্ন পত্রিকার প্রথম পাতার মূল শিরোনাম, সংবাদ ও ছবি ইত্যাদির পেপারকাটিং প্রদর্শিত হয়েছে। এতে ঢাকাসহ প্রতিটি জেলায় সংগঠিত জুলাই বিপ্লবের স্থিরচিত্রও স্থান পেয়েছে।
প্রদর্শনীতে সমকাল, প্রথম আলো, মানবজমিন, যুগান্তর, ডেইলি স্টার, নয়া দিগন্ত, ইনকিলাব, ইত্তেফাক, নিউ নেশন ও সংগ্রামসহ একাধিক মুলধারার সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের উল্লেখযোগ্য সংবাদগুলো স্থান পেয়েছে।
প্রদর্শনীর আহ্বায়ক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবিদ হাসান রাফি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমগুলোর গুরুত্ব নিয়ে গণআলাপ হচ্ছে না। যখন ইন্টারনেট শাটডাউন ছিলো, তখন পত্রিকা থেকেই আমরা আন্দোলনের সার্বিক বিষয়ে জানতে পেরেছি। পত্রিকাগুলো এ গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দীন বলেন, “৩৬শে জুলাই পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ স্মৃতিগুলো প্রদর্শনের চেষ্টা করেছি। অভ্যুত্থানের দুঃসহ দিনগুলোকে মানুষের মনে জাগিয়ে তোলার মাধ্যমে জুলাইকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই মূলত আমাদের এ আয়োজন।”
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে যখন ইন্টারনেট শাটডাউন ছিলো, তখন জাতীয় পত্রিকাগুলো ছিলো পরিস্থিতি জানার অন্যতম মাধ্যম। সেসময়ের পত্রিকায় জুলাইয়ের অনেক স্মৃতি সংগৃহীত আছে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে কোন সংবাদমাধ্যম কী প্রচার করছে, কীভাবে প্রচার করছে, এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ উঠে আসবে এই প্রদর্শনীর মাধ্যমে। জুলাইয়ের স্মৃতিকে অম্লান রাখতেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এমন আয়োজন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান