কৃষকের প্রয়োজন পানি: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পেয়ে বিপর্যয়ের আশঙ্কা
১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে চলতি মৌসুমের বোরো আবাদের উপযোগী সময়(সঠিক সময়ে) সেচ সুবিধা পাচ্ছে না চাষীরা।বিগত বছর গুলোতে ১ জানুয়ারি পানি সেচের উদে¦াধন করা হলেও এবার এখন পর্যন্ত সেচ সুবিধা পায়নি বোরো চাষীরা। সেচের পানি না পাওয়ায় কৃষকরা বোরো ধানের চারা রোপন করতে পাচ্ছে না। ধানের চারার বয়স হওয়ার কারনে উৎপাদনে বিপর্যের আশঙ্কা রয়েছে। এ নিয়ে হতাশায় ভুগছেন কৃষকরা।
অধিক কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্য ১৯৭৯-৮০ অর্থ বছরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ শুরু হয় এবং ১৯৮৭-৮৮ অর্থ বছরে এর কাজ শেষ হয়। সেচ ও নিষ্কাশন সুবিধার মাধ্যমে ধান উৎপাদনের লক্ষ্য নিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পটি নিমার্ণ করা হয়েছে। সেচ সুবিধার মাধ্যমে বোরো ধান উৎপাদনই ছিল মূল লক্ষ্য। কিন্তু পানি সেচ ও পানি নিস্কাশন সঠিক ভাবে না হওয়ায় এখনও প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি।
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানা যায়, এ উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ৯হাজার ৯শত ৮৪ হেক্টর ও উৎপাদন ৪৩ হাজার ১শত ৪৬ মে.টন। বীজতলা করার উপযুক্ত সময় ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। ধানের চারার বয়স ২১ দিন থেকে ৪০ দিনের মধ্যে জমিতে রোপন করতে হবে। ৪০ দিনের চেয়ে চারার বয়স বাড়তে থাকলে ক্রমেই উৎপাদন কমতে থাকবে। কৃষকরা এখন পর্যন্ত সেচ সুবিধা না পাওয়া বোরো ধানের চারা রোপন করতে পারছে না। তাই উৎপাদনে বিপর্যের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ক্যানেলের বিভিন্ন যায়গায় এখনো ব্লক নির্মাণের কাজ শেষ হয়নি। বিভিন্ন যায়গায় কাজ চলছে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ।কয়েকটি জায়গায় সেচ ক্যানেলে বাঁধ দিয়ে চলছে কালভার্ট নির্মাণের কাজ।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে চালুর শুরু থেকেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড(পাউবো) মধ্যে সেচ সুবিধা নিয়ে চলে টানাপোড়ন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো মৌসুমের নির্ধারিত সময়ে পানি সেচ সুবিধা চায়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড(পাউবো) বোরো চাষের নির্ধারিত সময়ে পানি সেচ দিতে বিভিন্ন অজুহাত হাজির করে।এখন কৃষকের প্রয়োজন পানি আর পাউবো‘র কর্তৃপক্ষ বলছেন তাদেও উন্নয়ন কাজের সংস্কার চলছে। নির্ধারিত সময়ে পানি সেচ না দেওয়া বীজতলার বাড়তে থাকে এবং ক্রমে কমতে থাকে ধানের উৎপাদন।
এদিকে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের চলতি উন্নয়ন মূলক কাজে অনিয়মে অভিযোগ উঠেছে সচেতন মহলে। একনেকে পাস হওয়া টাকায় কি কাজ হচ্ছে।
হানির পাড়ের কৃষক লাল মিয়া জানান, এখনও পানি না পাওয়ায় আমরা চারা লাগাতে পারি নাই।কবে যে পানি পামু জানি না । চারার বয়স বেশি হইয়া লাল হইয়া যায়গা। দেরিতে লাগাইলে পরে তারাতারি ধানের ছড়া আউয়া পড়বে। আমরা বেশি ধান পামু না। আমাগো খরচ আইবো না। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জানান, সেচ প্রকল্পের ক্যানেলের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় অনেক জায়গায় সরিষার আবাদ হয়েছে এ কারনে পানি দিতে একটু দেরি হচ্ছে। পাউবো কতৃপক্ষের সাথে কথা বলে ক্যানেলে পানি ছাড়ার ব্যবস্থা করব।
বেলতলি এলাকার ব্যবসায়ী ও কৃষক মনসুর আহমেদ জানান, পাউবো‘র কর্তৃপক্ষ ও ঠিকাদারদের গাফিলতির কারনে আজকে কৃষকরা সঠিক সময়ে ধানের চারা রোপন করতে পারছে না। পানি দেওয়ার সময় হলেই তারা সংস্কার কাজ শুরু করে অনিয়ম করার স্বার্থে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান,বোরো মৌসুমে সঠিক সময়ে সেচ ক্যানালে পানি পাওয়া যাচ্ছে না। কৃষকরা বোরো ধানের চারা রোপন করতে পারছে না। এদিকে ধানে চারার তলার বয়স বেশি হয়ে যাচ্ছে। সঠিক সময়ে চারা রোপন করতে না পারলে বোরো মৌসুমের লক্ষ্য মাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। আমার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত প্রকল্পের পানি সেচের উদ্বোধন করবে। উদ্বোধনের পর যাতে পানি কৃষক পায় সেদিকে লক্ষ্য রাখা হবে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম সাহেদ জানান, ২০ জানুয়ারি পানি সেচের উদ্বোধন করা হবে। কৃষকের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা হবে। নতুন এসেছি। কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত