ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
সত্তরোর্ধ্ব স্বামীকে নিয়ে নিজের বাসায় বসবাস করছিলেন ক্যান্সারে আক্রান্ত আম্বিয়া খাতুন (৫৮)। ওই অবস্থায় ঘর থেকে তাঁকে টেনেহিঁচড়ে তাড়িয়ে তালা লাগিয়ে দেন তারই দুই সহোদর ভাই। এসময় ঘরে থাকা তাঁর ওষুধ ও চিকিৎসার কাগজগুলোর জন্য ভাইদের হাতে-পায়ে ধরলেও তা নিতে দেননি।
এদিকে তালাবদ্ধ ঘরে চিকিৎসার সমস্ত কাগজপাতি থাকায় গত ৪ মাস ধরে চিকিৎসা বন্ধ রয়েছে তাঁর। এতেকরে দিনদিনই মৃত্যুর কোলে পড়ছেন ওই নারী। এদিকে স্ত্রীর জমি জোরপূর্বক দখল করায় থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর স্বামী সত্তরোর্ধ্ব শেখ আবুল হাসেম।
অভিযোগ সুত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গলকুন্ডা এলাকায় পৈত্রিক সূত্রে সাড়ে ৫ শতক জমি পান আম্বিয়া খাতুন। এরপর ইউনিয়ন ভূমি অফিসে নিজের নামে সেটা নামজারি খারিজ করান তিনি। খারিজের পর নিজের মেয়েকে সেখান থেকে ৩ শতক জমি হস্তান্তর করে দেন। বাকি আড়াই শতকের সামনের অংশে দোকানঘর এবং পেছনের অংশে থাকার ঘর নির্মাণ করেন। দোকান ঘরটি ভাড়া দিয়ে ওই বাসাতেই ৬ বছর ধরে স্বামী-স্ত্রী মিলে বসবাস করেছিলেন। ওই অবস্থায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আম্বিয়া খাতুনের দুই ভাই নুরুল আলম দুলাল (৬০) ও সাইফুল আলম জোসনা মিয়াসহ তাদের লোকজন নিয়ে আম্বিয়া খাতুনকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়।
এমন অভিযোগের ভিত্তিতে গতকাল (২২ জানুয়ারি ২০২৪) বুধবার বিকেলে ভুক্তভোগী আম্বিয়া খাতুনের স্বামীর বাড়ি একই ইউনিয়নের ইটাউলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, শয্যাশায়ী হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আম্বিয়া খাতুন। এ প্রসঙ্গ তুলতেই হাওমাও করে কান্না শুরু করেন তিনি। কান্না করতে করতে আম্বিয়া খাতুন বলেন- আমি আমার ভাইডিরে আতো-পায়ো (হাত-পা) ধইরা কইছি ভাইরে তোরা আমারে মরণের লাইগ্যা দিস না। ঘরের ভিত্তে (ভিতরে) আমার ওষুধপাতি, চিকিস্যার (চিকিৎসা) কাগজপাতি এইডি আমারে লওনের দে। এই সময় আমার ছুডু ভাইডা (দুলাল) কয়তাছে "এনতে যাগা, কোনো কাগজপাতি নাই। আর তুই মইরা যা। তুই মরলে আমরার কী!। এসময় গণমাধ্যম কর্মীদের দিকে তাকিয়ে আম্বিয়া খাতুন বলেন, আমি মরি-বাঁচি, আমার জমিডা আমারে ফিরত লইয়া দেওহাইন (দেন)।
কথা হয় আম্বিয়া খাতুনের মেয়ে হাছিনা ওরফে হ্যাপির সঙ্গে। হ্যাপি বলেন-২০২৩ সালে আম্মার ক্যান্সার ধরা পড়ে। এরপরে আমরা চিকিৎসা করাতে থাকলে আম্মা হাঁটা-চলাসহ ঠুকঠাক কাজকামও করতে পারতো। কিন্তু যখন থেকে আম্মার ওষুধ খাওয়া বন্ধ হলো তখন থেকেই আম্মা বিছানায় পড়ে গেছে। ওঠে দাঁড়াতেও পারেনা। আম্মার এই অবস্থার জন্য আমার মামারা দায়ী। আমি এদের বিচার চাই।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে নুরুল আলম দুলাল বলেন-ওই জমিটা আমার ছোট ভাই সাইফুল আলম ওরফে জোসনা মিয়ার। সে ওই জমিতে ঘর এবং দোকানঘর নির্মাণ করেন। এরপর আওয়ামী লীগের আমলে প্রভাব কাটিয়ে আম্বিয়া খাতুনের ছেলে সেটা দখল করে তার মায়ের নামে খারিজ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাইফুল ফের সেটা দখলে নেয়। আর ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুলিশের উপস্থিতিতে আমার ভগ্নিপতি এবং ভাগনি বউকে বুঝিয়ে দেওয়া হয়। আর ওষুধ এবং চিকিৎসার কাগজপাতি ওই ঘরে ছিলো কিনা তাও আমার জানা নাই। পরেও পাওয়া যায়নি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দিলে সেটা তদন্তের দায়িত্ব দেওয়া হয় আঠারোবাড়ি (রায়ের বাজার) পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শককে। এ প্রসঙ্গে তদন্ত কেন্দ্রের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে জানা যায় ওই জমিটা নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান। যেকারণে পুলিশের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। তবে এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে আমরা তৎপর আছি। তাছাড়া ওই ঘরে যদি ক্যান্সারে আক্রান্ত নারীর চিকিৎসার কাগজপাতি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে।##
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বোলারদের দক্ষতা বাড়াচ্ছে বিপিএলের ব্যাটিং সহায়ক উইকেট: আকিফ
কোরআন তিলাওয়াতের সিজদা আদায় করা প্রসঙ্গে।
বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ: ক্ষতিগ্রস্ত হবেন যারা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ
পশ্চিম তীরে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত, নিহত ২
দৌলতদিয়া রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
মানিকগঞ্জে যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাককে কারাগারে প্রেরণ, প্রিজন ভ্যান ডিম-জুতা নিক্ষেপ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত নতুন প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার 'বন্ধন' উদ্ধোধন
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বিআইডিআই এ্যাপারেলস পরিদর্শন
২০২৫ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তানের ৪৭ বিশ্ববিদ্যালয়
মতলবে নিখোঁজের চারদিন পর স্কুল শিক্ষার্থী আদিবার লাশ উদ্ধার, আটক দুই
গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিএনপির কম্বল বিতরণ
হাসিনা এই দেশ থেকে টাকা পয়সা ব্যাংক লুট করে নিয়ে গেছে-পঞ্চগড়ে শামসুজ্জামান দুদু
ঝিকরগাছায় মোটরসাইকেল-কার্ভাডভ্যান মুখোমুখি সংর্ঘষ, নিহত ১
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
সিংগাইরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: কাজী মনির