সিলেটে এক ঠিকাদারকে অপহরণসহ হত্যার হুমকি : আ‘লীগের এক নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
২১ মার্চ ২০২৫, ০৮:০৬ এএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:০৬ এএম

স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখন বিষদাঁত ভাংগেনি তার অনুসারীদের। এখন সুযোগ পেলেই ছোবল মারছে।
সিলেটে এক ঠিকাদারকে জিম্মি করে ৮৭ কোটি টাকার কাজে অংশীদার হতে অপহরণ সহ হত্যার হুমকি দিয়েছে এক ঠিকাদারকে তারা। এই ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ঠিকাদার মো:শফিকুল ইসলাম। নগরীর সুবিদবাজারের বাসিন্দা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রথম শ্রেণির একজন ঠিকাদার তিনি।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন তিনি।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনকে। এছাড়াও আসামীর তালিকায় রয়েছেন তাহিরপুরের আনোয়ারপুর গ্রামের জেনসন দাস (২৬), সিলেট নগরের আম্বরখানা এলাকার ক্রিসটাল রোজ হোটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশু দাস (৫০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পারভেজ (৫৫) ও সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার জয়দেব পার্থকে (৫৫)। অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, শফিকুল বিভিন্ন সময় সিলেট ও সুনামগঞ্জে সড়কে কার্যাদেশ পেয়ে ঠিকাদারের কাজ করে আসছেন। গত বছরের ৩০ এপ্রিল সিলেট সড়ক জোনের প্রকাশ্যে দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে একটি কাজ পান তিনি। এ সময় আজাদ হোসেন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই কাজের অংশীদার হিসেবে রাখতে তাঁকে চাপ দেন। অন্যথায় বড় ধরনের ক্ষতি করবেন বলেও হুমকি দেন। পরে আজাদসহ বিবাদীরা শফিকুলকে সিলেট সদর আদালতে আসার জন্য বলেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, শফিকুল সরল বিশ্বাসে আদালতপাড়ায় এলে জোরপূর্বক তাঁর কাছ থেকে বিবাদীরা ভয়ভীতি দেখিয়ে পাঁচটি নন–জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবসায়িক অংশীদার চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে নেন। এরপর গত বছরের ২৪ ডিসেম্বর শফিকুল চূড়ান্ত কার্যাদেশ পেয়ে ঠিকাদারির কাজ শুরু করেন। খবর পেয়ে শফিকুলের কাজের অংশের টাকা তাঁদের দিতে চাপ দেন বিবাদীরা।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে শফিকুলকে কল করে সিলেট নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল রোজ হোটেলে আসতে বলেন প্রধান আসামী আজাদ।শফিকুল দুপুর ১২টার দিকে সেই হোটেলে গেলে বিবাদীরা তিনটি নন–জুডিশিয়াল চুক্তিনামায় তাঁকে স্বাক্ষর করার জন্য বলেন। তিনি অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধরের পাশাপাশি অপহরণের চেষ্টা চালায়। এ সময় শফিকুলের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে উদ্ধার করেন বলে এজাহারে দাবি করা হয়। ওই সময় বিবাদীরা শফিকুলকে প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায় বলে উল্লেখ করা হয় এজাহারে।
এ বিষয়ে জানতে প্রধান আসামী আজাদ হোসেনকে কল করলে বন্ধ পাওয়া যায় মুঠোফোনটি।
বাদী শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভরপুর সড়কের রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে প্রায় ৮৭ কোটি টাকার একটি কাজ পেয়েছেন তিনি। ওই কাজের অংশীদার হওয়ার জন্যই আজাদ গং এমনটি করেছেন।
এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। পুলিশ তদন্ত করছে, অভিযোগের আলোকে নেয়া হবে যথাযথ পদক্ষেপ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দেশের সব সমস্যা সংসদেই সমাধান হতে হবে : আমীর খসরু

পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে

দেশ ও দশের মঙ্গলে আল্লাহর একত্ববাদ ও আমলের ওপর ধর্মপ্রাণ মুসলমানদের দৃঢ় থাকতে হবে

মোরেলগঞ্জের সেই ২৮ ইঞ্চির মিলির বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির উপজেলা প্রশাসন

শহীদ জিয়া শিক্ষাবৃত্তি পেলেন মেধাবীরা

কর্ণফুলীতে হাতির উৎপাত বন্ধে ফের সড়ক অবরোধ

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মিথ্যাচার গুজব আর ষড়যন্ত্র আওয়ামী লীগের মূলমন্ত্র : হাসান সরকার

আ.লীগের নেতাকর্মীরা শরণার্থী মুক্তিযোদ্ধা আর বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা : খায়রুল কবির খোকন

সুইসাইড ড্রোন পরীক্ষায় তদারকি করলেন কিম

হামাসবিরোধী বড় বিক্ষোভ গাজায়

তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ

পাকিস্তানে নিহত ১৩

সৈন্য নিখোঁজ

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প

বিশিষ্টজনদের সম্মানে 'কমলনগর প্রেসক্লাবের' ইফতার

নাঙ্গলকোটে পুকুরে ডুবে খালাতো ২ ভাই-বোনের মৃত্যু

শিক্ষক নিবন্ধনে নারী কোটা