’আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না’

Daily Inqilab নরসিংদী থেকে কাউছার মাহমুদ,

২৭ মার্চ ২০২৫, ০৮:১৭ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৮:১৭ এএম

 

শিরোনামের কথাটি যখন কোনো রাজনীতিক বলেন, বুঝে নিতে হবে; তার নিজের প্রতি কতটা বিশ্বাস। স্ব অবস্থানে বলীয়ান তিনি। নিজের প্রতি শতভাগ বিশ্বাস রাখলেই কেবল কেবল এভাবে বলা সম্ভব।

 

ইনকিলাবকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে কারাগার অভিজ্ঞতা, আন্দোলন, ৫ই আগস্ট, পলাতক আওয়ামীলীগ, নির্বাচন, পারিবারিক রাজনীতি, দলে নির্যাতিতদের মূল্যায়ন, শিবপুর ও সদর নিয়ে ভাবনা, জামায়াতে ইসলামীর চ্যালেঞ্জ, নাগরিক পার্টির ভোটসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।

 

ইনকিলাবঃ ৫ আগস্টের পরবর্তী কেমন কাটছে আপনার ? ৫ই আগস্টের আগে এবং পরের পার্থক্য কিভাবে দেখছেন?

মঞ্জুর এলাহীঃ ধন্যবাদ আপনাকে,৫ই আগস্টের আগে নিজেকে রোহিঙ্গার থেকেও আরও অধম মনে হতো। আমার দেশ,আমার জন্মভূমি, আমার রাষ্ট্র, এই নিজ দেশে পরবাস, শুধু একটা জালিম সরকারের কারণে আমার নাগরিকত্বই নাই। আমি নাগরিক অধিকারটা বলতে পারিনা,নাগরিক অধিকারটা চাইতে পারিনা,সত্য কথাটা বলতে পারিনা। রাজনীতির বাইরে আমি এদেশের একজন নাগরিক, এ অধিকারটুকু আমাদের ছিল না। সরকারি কোনো অফিস আদালতে আমাদের ঢুকাই নিষেধ ছিল। সরকার কোনো কর্মকর্তা-কর্মচারী আমাদের সাথে কথা’ই বলতো না। তখন মাঝেমাঝে মনে হতো এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। ৫ই আগস্টের পর মনে হচ্ছে আমি আমার নাগরিকত্বটা ফিরে পেয়েছি। আমি এখন কাজ করতে পারি,কথা বলতে পারি। সত্যটা বলা সম্ভব, বলতে পারি। এবং সব জায়গায় আমার অধিকারটা চলে। অধিকার আবার দুইটি: একটি আমার নাগরিক অধিকার, অন্যটি অন্যায় দাবি। অন্যায় দাবি জীবনে আমি করিনাই, এ জীবনে করবোও না। আমি বিবেক দিয়ে পরিচালিত।
আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না। ইনশাআল্লাহ!

ইনকিলাবঃ গেলো বছর ২৩ অক্টোবর ঢাকার উত্তরা থেকে আপনি গ্রেপ্তার হোন। জীবনের প্রথম কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে বলবেন?

মঞ্জুর এলাহীঃ আসলে কারাগার আরেকটা জগৎ। আরেকটা রাজ্য,আরেকটা রাষ্ট্র। এটার জীবনটা,আমাদের মনে হয় সবারই দুইদিনের জন্য হলেও কারাগারে যাওয়া দরকার অভিজ্ঞতা অর্জন করার জন্য। সবচেয়ে বড় কষ্ট ছিল যদি আমি একটা অন্যায় করি আর সে অন্যায়ের সাজা যদি আমার হয়, আমি কিন্তু আমার মনটাকে বুঝাইতে পারি। কিন্তু যখন একেবারেই নির্দোষ, সারাজীবন মানুষের জন্য করলাম,করে যাচ্ছি, আর সে-ই আমি কারাগারে, মনটাকে মানাইতে পারতাম না। এর চেয়ে জুলুম,অত্যাচার, নির্যাতন আর কিছু হইতে পারে না,একটা মানুষের জীবনে।

ইনকিলাবঃ রাজনীতিকগণ সমাজকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আপনার ভাবনা কি?

মঞ্জুর এলাহীঃ নরসিংদী জেলাকে আমরা
হ্নদয়ে লালন করি। আমরা গর্ববোধ করি, যে আমার জন্মটা নরসিংদী। এই নরসিংদী জনপদের মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক,সুন্দর থাকুক এটাই আমাদের চাওয়া। রাজনীতির
সংজ্ঞা আমি মনে করি বড় পরিসরে মানুষের সেবা করতে পারা। বড় একটা প্লাটফর্ম হচ্ছে রাজনীতি। আমার বাপ-চাচারা তারা কিন্তু কোনো রাজনৈতিক দল না করে, সমাজ সেবা করতো। মানুষের বিয়ে-শাদি, চিকিৎসা, সামাজিক সেবা প্রভৃতি করতো। তো পৈতিক সূত্রে এটা আমার উপর আসছে,আমিও এই কাজ গুলো করতেছিলাম। কিন্তু ভাবলাম বড় পরিসরে যদি করতে হয় তাহলে রাজনৈতিক একটা প্লাটফর্ম লাগবে। ঐ উপলব্ধি থেকেই আমার রাজনীতিতে আসা। এবং সত্যি এটা বড় প্লাটফর্ম। ডাক্তারের হাতে যদি একটা ছুরি থাকে, তাহলে কিন্তু মানুষ নিরাপদ। এই ছুরি দিয়ে অপারেশন হয়, মানুষের জীবনে বাঁচে। আবার এই ছুরি টা-ই যদি একটা ডাকাতের হাতে হয়, তাহলে কিন্তু মানুষ আতংকিত, যে এই ছুরি দিয়া না জানি আমার প্রাণনাশের হুমকি আসে। রাজনীতিটা এরকম যদি আপনি বড় পরিসরে সমাজের সেবা করতে চান এই সুযোগটা আছে, আপনি এখানে এসে যদি মানুষের মাথার উপর ছুরি ঘুরান সেটাও আছে।

ইনকিলাবঃ ভোটের মাঠে নরসিংদীর ৫ টি আসনে বিএনপির ফলাফল কি হবে বলে মনে করেন? সুষ্ঠু নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী?

মঞ্জুর এলাহীঃ স্বৈরাচারতো আমরা পতন ঘটাইলাম, আমাদের একটাই চাওয়া, সুষ্ঠু নির্বাচন। আজকে পনেরো বছরের মধ্যে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ কিন্তু এরকম মানসিকতা পোষণ করে, মানুষকে যদি বলা হয় তুমি যদি ভোট দিতে চাও ওইদিন রোজা রাখতে হবে, আমার মনে হয় ৯৯% মানুষ রোজা রাখবে শুধু ভোট দেওয়ার আশায়। এতোদিন পরে আমাদের সে-ই ভোটের অধিকার ফিরে আসছে। নিরপেক্ষ হবে এটা নিয়ে আবার আমাদের দুঃশ্চিন্তা করতে হবে, তাহলে এতো সংগ্রামের কারণ ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলের নাম জাতীয়তাবাদী দল বিএনপি। কেবল আজকে না আওয়ামীলীগ রাস্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায়ও যদি নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে বিএনপির ৫টি আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারতাম, এই প্রত্যাশা নিয়েই আমরা ১৮ এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবং এটাই সত্য ৫টি আসন আমাদের ঘরে আসতো। কিন্তু তখন নির্বাচনই করতে দেই নাই। আর এখনতো অন্যরকম পরিবেশ, এখন আর বলার অপেক্ষা রাখে না যে ৫ টি আসন বিএনপির ঘরে আসবে। ইনশাআল্লাহ!

ইনকিলাবঃ আপনি শিবপুর আসন থেকে নির্বাচন করবেন। শিবপুরকে নিয়ে কি স্বপ্ন দেখেন?

মঞ্জুর এলাহীঃ আমি রাজনীতিটা করি মাটি ও মানুষের জন্যে। মানুষকে কিছু দেওয়ার জন্যে, নেয়ার জন্যে না। আমাকে দেবে আল্লাহ। এবং এ সত্যটা বিশ্বাস করেই এইটুকু সময় পাড় করে আসছি। শিবপুর আমার আদি নিবাস, অস্বীকার করা যাবে না। এবং এটা ভেবেই কিন্তু আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে শিবপুরের দায়িত্ব দিয়েছেন,আমাকে ১৮ তে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনেও উনি আমাকে আশ্বস্ত করেছেন। নরসিংদী জেলা ভৌগোলিকভাবে সুন্দর একটি জায়গায় আছে। এখানে সড়কপথ, রেলপথ নৌপথ ভৌগোলিকভাবে রয়েছে। নরসিংদীর মতো সকল সুবিধা রয়েছে অন্য কোনো জেলা আছে আমি মনে করি না,এটা নিয়ে নিজেকে গর্ববোধ করি, নরসিংদীর সন্তান হিসেবে। আমাদের এ নরসিংদী জেলা শিল্পসমৃদ্ধ, কৃষিতে সমৃদ্ধ, শিক্ষায় সমৃদ্ধ, সব দিক থেকে সমৃদ্ধ থাকার পরেও এখানে কিন্তু অনেক শিক্ষিত বেকার আছে। গরীব মানুষের সংখ্যাও অনেক। তবে একটা সময় ছিল জনসমস্যা, এই শব্দটা আমাদের বাংলাদেশে প্রচলিত ছিল, জনসংখ্যা বেশি বলে। হোয়াংহো নদী ছিল চীনের দুঃখ, সেই হোয়াংহো নদী কিন্তু আজকে চীনের আশীর্বাদ। আমাদের এই জনসমস্যাকে যদি আমরা জনশক্তিতে পরিণত করতে পারি তাহলেই কিন্তু দেশের উন্নতি হবে। আমাদের জেলায় যদি ২২ লাখ মানুষ থাকে, ৪৪ লাখ হাত, এই হাত গুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলেই দেশের উন্নয়ন সম্ভব। শিবপুর কৃষিতে সমৃদ্ধ। কিন্তু ওইখানে একটা কোলেস্টেরল নাই, কৃষক তাদের ফসলের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আমি একটা কোলেস্টেরল স্থাপন করতে চাই। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসতেছে দেশের বাইরে থেকে,আমাদের দেশের যুবসমাজ দেশের বাইরে থেকে উপার্জন করে দিচ্ছে। তাদেরকে যদি আমি প্রশিক্ষিত শ্রমিক হিসেবে পাঠাতে পারতাম, যে যেই কাজটাই করছে, এই কাজটাই যদি এখান থেকে শিখে যেত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে, আমাদের রেমিট্যান্স উপার্জন বহুগুণে বেড়ে বেকার সংখ্যাও কমে আসতো। সেকারণে আমি চাচ্ছি শিবপুরে একটি টেকনিক্যাল কলেজ করতে , বড় আকারে। আর নরসিংদী জেলাবাসীর একটা স্বপ্ন এই নরসিংদীতে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ। বেকার সমস্যা দূরীকরণ, এই সব নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ।

ইনকিলাবঃ নরসিংদী সদর উপজেলার ২ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নরসিংদীর মানুষ আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসে। সদরে আপনার প্রভাব রয়েছে, সদরবাসীর প্রত্যাশা রয়েছে আপনার প্রতি, কিভাবে পূরণ করবেন?

মঞ্জুর এলাহীঃ কথা সত্য। আমার বাল্যকাল, শৈশবকাল, যৌবনকাল এবং আজকে অবধি, আমার অবস্থান, আমার সামাজিকতা, আমার রাজনীতি, ৯৯% কিন্তু ছিল এই সদর কেন্দ্রিক এবং এটার সুফল কিন্তু আমি পেয়েছি। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে আমি দুই দুই বার নরসিংদী সদর থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। হেভিওয়েট প্রার্থীদের আমি পরাজিত করেছি। এটা বলার আর অপেক্ষা রাখে না যে সদরবাসী আমাকে পছন্দ করে, আর পছন্দ করে বলেই আমি তাদের কাছে ঋণী। এই ঋণ পরিশোধ করার সুযোগও আমি খুঁজছি। আমার কাছে তাদের প্রত্যাশা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তারা আমাকে যেভাবে দিয়েছে, বিনিময়ে আমি কিন্তু তাদের সেভাবে দিতে পারি নাই। দেওয়ার সুযোগ ছিল না,পরিবেশ ছিল না, রাষ্ট্রীয় কারণে। এখন,এখান থেকে শুধু এমপি হইলেই আমি তাদেরকে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো, এমন না। এখান থেকে এমপি না হয়েও কিন্তু যদি আমার মানসিকতা থাকে, আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে,তাহলে আমি যেখানেই থাকি সদরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবো এবং সে মানসিকতা,চিন্তাভাবনা আমার আছে। আমি সদরবাসীর সেবা করেই যাব।

ইনকিলাবঃ আপনার পরিবারে আপনি একমাত্র রাজনীতিক। এছাড়া আপনার দুই ভাইয়ের সামাজিক সুখ্যাতি রয়েছে। তাদের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসবেন?

মঞ্জুর এলাহীঃ আমার পুরো পরিবারের মধ্যে, আমার পুরো গোষ্টির মধ্যে আমি ছাড়া কেউ আর এই মুহূর্তে রাজনীতিতে নাই। তারা কোনো দলের সদস্য না, কোনো দলের সদস্যপদটাও তাদের নাই। আমার ছোট ভাই ফ্যাসিস্ট সরকারের রোষানলে কেমন ভাবে পড়েছে, শুধু আমার ছোট ভাই হওয়ার অপরাধে সে দুইটি মামলার আসামি। এটা কি সুস্থ মানুষ কল্পনা করতে পারে? তারা ব্যাবসা করে,তারা সমাজ সেবা করে,রাজনীতি করে না, কোনো দল করে না,তারা শুধু আমার ছোট ভাই, এটাই তাদের অপরাধ। ভবিষ্যৎ তো ভবিষ্যৎ। ভবিষ্যৎ কেউ বলতে পারে? এরকম সম্ভাবনা এখন পর্যন্ত দেখছি না,ভবিষ্যৎ বলা কঠিন।

 

ইনকিলাবঃ জেলার নানা অপরাধ,দখলে রাজনৈতিক প্রভাব থাকে। নিজ দলীয় প্রশ্ন এলে আইনশৃঙ্খলাবাহিনী এবং সংবাদকর্মীদের প্রতি জেলা বিএনপির অবস্থান কি থাকবে?

মঞ্জুর এলাহীঃ নরসিংদী জেলার এমন একজন সংবাদকর্মী নাই যে আমাকে পছন্দ করে না। তারা কেন আমাকে পছন্দ করে? তারা কি আমারটা খায় না আমারটা পড়ে? কিছুই না কিন্তু! তাদের কথার সাথে আমার কথা মিলে, আমার কথার সাথে তাদের কথাটা মিলে,আমার চাওয়া তাদের মধ্যে খোঁজে পাই,তাদের চাওয়া আমার মধ্যে তারা খোঁজে পায়,আমার ভাবের সাথে তাদের ভাব মিলে। আমি চাই অপরাধ মুক্ত নরসিংদী জেলা, সাংবাদিকরাও অপরাধ মুক্ত নরসিংদী জেলা’ই চায়। আমি চাই প্রত্যেকটা মানুষ তার নিজের স্বাধীনতা নিয়ে চলবে এখানে। তবে, যেখানে মানুষ আছে,সেখানে কিছু অপরাধ আছে। কম আর বেশি। নরসিংদী জেলা যেহেতু গ্রোথিং জেলা, ডেভেলপিং জেলা, শিল্পসমৃদ্ধ জেলা, এসব কারণে নরসিংদী জেলার মধ্যে বিভিন্ন জেলার প্রচুর মানুষ নরসিংদী জেলায় আসে। বিভিন্ন মিল,ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তারা আসে, কয়েকটি জেলার সাথে সীমান্ত ঘেঁষে থাকার কারণেও এখানে অপরাধের প্রবণতা একটু বেশি। এই অপরাধকে যতটা সম্ভব সহনীয় পর্যায়ে জন্য আমরা কাজ করছি। আর যারা নাকি এ অপরাধের সাথে জড়িত, আবার আমার দলটা করে, আমরা কোনভাবেই তাকে ছাড় দেওয়ার পক্ষপাতি না, ব্যক্তিগতভাবে আমি জিরো টলারেন্স। কারণ মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করছি, কোনো চাওয়া পাওয়ার জন্য না। সেখানে আমার দ্বারা কারো কোনো ক্ষতি নিজের বিবেককে মানাতে পারবো না। তবে, এক মায়ের ১০ সন্তান একরকম হয় না,কারো কারো মধ্যে এরকম প্রবণতা থাকতে পারে, সেটা আমি কখনোই সমর্থন করবো না।

 

ইনকিলাবঃ ৫ই আগস্টের পরে সারাদেশের ন্যায় নরসিংদীর আওয়ামীলীগের নেতাকর্মীরা পলাতক। নরসিংদীর রাজনীতিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি বলে মনে করেন?

মঞ্জুর এলাহীঃ নরসিংদীতে আওয়ামীলীগের লোকজন পলাতক, এটা শুধু নরসিংদীতে না সারা বাংলাদেশের প্রেক্ষাপট এরকম। তার মানে কিন্তু এই না তারা সবাই মারা গেছে, তারা সবাই সকলেই দেশ ছেড়ে গেছে , দেশ ছাড়ছে হইতো ১% আওয়ামীলীগের মানুষ। ৯৯% মানুষ কিন্তু এখনো দেশেই আছে। প্রেক্ষাপটের কারণে হয়তো তারা চুপ করে আছে। তারা ভালো হোক, খারাপ হোক, তারা একটি গোষ্ঠী, তারা একটি সম্প্রদায়। তাদের একটা নিজস্ব আদর্শ আছে। এখন মাথাচাড়া দিচ্ছে না, এটা সময় সুযোগের ব্যাপার। আওয়ামীলীগ ধ্বংস হয়ে যাবে,আওয়ামীলীগ এদেশে থাকবে না এটা মনে করা আর বোকার রাজ্যে বসবাস করা একই কথা। যেমনটা বিএনপিকে ধ্বংস করা যায় নাই , জামাতকেও ধ্বংস করা যায় নাই, একইরকম আওয়ামীলীগকেও ধ্বংস করা যাবে না। হয়তো তাদের সময় লাগবে, তারা রাজনীতিতে ফিরে আসার সময়ের ব্যাপার।

ইনকিলাবঃ ৫ই আগস্টের পর অনেক সুবিধাভোগী, দলছুটেরা বিএনপিতে ঘাপটি মেরেছে। এক্ষেত্রে দল ত্যাগী নির্যাতিতদের কিভাবে মনে রাখবে এবং মূল্যায়ন করবে?

মঞ্জুর এলাহীঃ এটা আমাদের জন্য এই মুহূর্তে রেগুলার বিষয় । প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের দলীয় আলোচনায়, দলীয় ফোরামে এই বিষয়েই আলোচনা হচ্ছে। আমাদের সাথে এই পুরো ১৭ বছর যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, জেল-জুলুম মাথায় নিয়েও তারা আন্দোলন করেছে, তাদেরকেই আমরা মূল্যায়ন করব। তবে কিছু সুবিধাভোগী , অনুপ্রবেশকারী বিএনপিতে ঢুকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের তেলবাজি বেশি থাকে,তাদের এফোর্ট বেশি থাকে,তাদের এ মুহূর্তে তেজ বেশি,তাদের ইনভেস্টও বেশি, তাদের বাঁচার ব্যাপার আছে, তাদের অভ্যাসটা খারাপ ছিল চাঁদাবাজি-মাস্তানি।

এখন যদি কিছু হয়ে থাকে এটা কিন্তু ওই গ্রুপটাই করছে, হয়তো আমাদের কোনো নেতার মাথার মধ্যে কাঠাল ভাঙছে। আমরা তাদের খোঁজে খোঁজে বের করবো। আমাদের দলের সর্বোচ্চ নেতা প্রতি মুহূর্তে আমাদের এ ব্যাপারে সতর্ক করছেন। যদি আমাদের দলের কেউ সতর্ক না হয় একটা প্রবাদ বাক্য আছে ‘ নেশা খাবি খা,মারা যাবি যা’ এই ফর্মুলার বিকল্প আমাদের নাই,আমরা এদিকেই এগুচ্ছি।

ইনকিলাবঃ আওয়ামীলীগ নির্বাচনের সুযোগ না পেলে আপনাদের প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। নরসিংদীতে তাদের কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন?

মঞ্জুর এলাহীঃ আমরা রাজনীতি করি,আওয়ামীলীগ একটা বড় রাজনৈতিক দল। আওয়ামীলীগ ক্ষমতায় ছিল, তখন আওয়ামীলীগের সাথে আমরা পাশ করবো বিপুল ভোটে এটাই আমাদের প্রত্যাশা ছিল। এবং এটাই হতো, এটাই সম্ভব ছিল এই ভয়েই কিন্তু আওয়ামীলীগ সুষ্ঠুভাবে বিএনপির ভয়ে নির্বাচন করতে পারে নাই। আর একটা দেশে এরকম ২০-৫০ টি রাজনৈতিক দল থাকবে, আর বিরোধী মতের মানুষ থাকবে এটাই স্বাভাবিক,ওদেরকে স্বাগত জানাই। আওয়ামীলীগ হইতো এ বছর নির্বাচনে অংশগ্রহণ করবে না,তাই বলে এদেশে আর রাজনৈতিক দল নাই? অবশ্যই আছে, তাদেরকেও আমরা স্বাগত জানাই। বিএনপি এতো বড় রাজনৈতিক দল, তার সাথে নির্বাচন করে তারা জিততে পারবে না এটা ভেবে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে এটা হবে আমাদের ব্যর্থতা। জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, ৫০ বছরের জরিপে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর ৭% ভোট। খেয়াল করে দেখবেন চরমোনাইয়ের কোটি কোটি মুরিদ, নরসিংদী সদর উপজেলায় তাদের মুরিদ আছে ১ লাখ কিন্তু পাখা মার্কায় যখন ইলেকশন করে ভোট কিন্তু চার হাজার। ভোট আর সমর্থক এক কথা না। তাদের স্বপ্ন থাকা ভালো, বেশি থাকা ভালো না।

ইনকিলাবঃ দেশের নতুন দল , অনেকে বলছেন কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে নরসিংদীতে কতটুকু প্রভাব ফেলবে বলে মনে করেন?

মঞ্জুর এলাহীঃ যাহা রটে কিছু না কিছু ঘটে। এটাই কিংস পার্টি,এটাই নতুন পার্টি। জিরো %, জিরো%, আবার বলি জিরো %।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের
কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব
পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান
যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো
শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
আরও
X

আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা