সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি
২৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে এখন ব্যস্ত সময় পার করছেন দর্জির দোকানের কারিগররা। দোকানে দোকানে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কাপড় তৈরির কাজ। ঘুরেই চলেছে কারিগরদের সেলাই মেশিনের চাকা। অবসর নেই যেন। গত সপ্তাহের দৃশ্যপট বদলে গেছে। দোকানে দোকানে চলছে পোশাকের মাপ নেয়া, কাপড় কাটা আর সেলাই। এ অবস্থা চলবে চানরাত পর্যন্ত।
ঈদ সামনে রেখে দর্জিপাড়ায় এখন মহাব্যস্ততা। নতুন ফ্যাশনের পোশাক তৈরিতে অনেকেই ছুটছেন দর্জি দোকানে। দোকানগুলোতে মেয়েদের পোশাক বেশি তৈরি হচ্ছে। ছেলেদের শার্ট-প্যান্ট তৈরির চাপও কম নয়।
নিজেদের পছন্দমতো পোশাক তৈরি করে নিতে অনেকেই ছুটছেন দর্জিবাড়ি। দর্জিরা বলছেন, শবেবরাতের পর থেকেই শুরু হয়েছে ঈদ উপলক্ষে ক্রেতাদের আনোগোনা। দিন গড়াতেই তাদের চাপ আরো বাড়বে। ডিজাইনের ওপর নির্ভর করে পোশাকের মজুরি রাখা হচ্ছে। তবে কেউ কেউ অভিযোগ করে বলছেন, সুযোগ পেয়ে টেইলারের দোকানগুলো মজুরি অনেক বাড়িয়ে দিয়েছে।
গ্রাহক ও দর্জিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিল্ক, জর্জেট, কাতান ও বেনারসি কাপড়ের মজুরি এ বছর অনেক বেশি। এসব কাপড়ের এক সেট থ্রিপিস বানাতে মজুরি লাগছে (দর্জি দোকানের প্রকারভেদে) ৩৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। শিশুদের জামা সেলাই ৩০০ থেকে হাজার টাকা।
দর্জির দোকানের মলিকরা বলেন, রোজার শুরু থেকেই কারিগররা রাত জেগে কাপড় সেলাই করছে। এই ব্যস্ততা তাদের চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত। দর্জি মাস্টার আলি হোসেন বলেন, সব কিছুর যেমন দাম বেড়েছে; তেমনি কারিগরদের মজুরি বেড়েছে। আগে এক সেট সালোয়ার কামিজ সেলাই করতে হয়তো ২শ’ টাকা থেকে ৩শ’ টাকা লাগতো। এখন লাগছে সর্বনিম্ন ৪৫০ টাকা থেকে ৬৫০ টাকা পর্যন্ত মজুরি।
টেইলারের দোকানীরা এ অভিযোগ মানতে নারাজ। তারা জানান, ক্রেতারা আগের মত এখন আর ক্যাটালগ দেখে জামা বানায়না। বরং তারা নিজেরাই ইন্টারনেট থেকে পছন্দের ডিজাইন অনুসারে অর্ডার দেয়। ওই হিসেবে তারা জামা তৈরি করে দেন। স্বাভাবিকভাবেই কাজ বেশি থাকে। তাই মজুরিও বেশি নিতে হয়।
আমজাদ টেইলার্স এখন অর্ডার নিতে ব্যস্ত। মাস্টার আমজাদ হোসেন জানান, সাত রমজান থেকে তাদের প্রতিষ্ঠানে ভিড় বাড়তে শুরু করেছে। এ পর্যায়ে তারা আগের অর্ডার ডিলেভারী দিয়ে নতুন অর্ডার নিতে শুরু করেছেন। তিনি আরো জানান তারা অর্ডার নেন প্রায় ১৮ থেকে ২০ রমজান পর্যন্ত। আর কাজের চাপ খুব বেশি হলে ১৫ রমজানেই সমাপ্তি করেন। এখন তাদের কাজের চাপ বেশি। তবুও অনেকের অনুরোধে নতুন অর্ডারগুলো নিচ্ছেন বলে জানান তিনি।
ঝর্ণা লেডিস টেইলার্স এ্যন্ড এমব্রয়টারীর মালিক অনন্যা রহমান ঝর্ণা জানান, তারা প্রায় ২০ রমজান পর্যন্ত অর্ডার নিয়ে থাকেন। এখনও তাদের কাছে অর্ডার আসছে।
সৈয়দপুর নিউ মার্কেটের আফছার টেইলার্সের মালিক আইজুল বলেন, পাঁচ রমজানের পর থেকে অর্ডার আসতে শুরু করেছে। আমরা মূলত ২০ রমজান পর্যন্ত অর্ডার নিয়ে থাকি। তারপরেও কাজের ধরণ অনুযায়ী সময় নির্ধারণ করি। তিনি জানান, এ মার্কেটের টেইলারের দোকানগুলোতে শুধুমাত্র পাঞ্জাবি-পাজামা সেলাই করা হয়। প্রকার ভেদে শুধু পাঞ্জাবির মজুরি ৩৫০ থেকে ৫০০ টাকা। এছাড়া পাঞ্জাবি-পাজামার মজুরি ৬০০ থেকে ৮০০ টাকা।
রোজার মাঝামাঝি এ সময়টাতে কেউ পোশাক বানাতে দিচ্ছেন, আবার কেউবা তৈরি পোশাক ডেলিভিারি নিচ্ছেনে। মার্কেটে দর্জির দোকানো মুন্সিপাড়া থেকে আসা জুসিয়া আক্তার লুলু বলেন, অর্ডার আগেই দিয়েছি। আজকে জামা নিতে এসেছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা