কুমিল্লার সর্ববৃহৎ ঈদগাঁ ঐতিহাসিক দড়িয়ারপাড়ে প্রতিবছরে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
২৭ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সেতুবন্ধন স্থানে কুমিল্লার সর্ববৃহৎ ঈদগাঁটি অবস্থিত।এটি ঐতিহাসিক দড়িয়ারপাড় ঈদগাঁ নামে পরিচিত। প্রায় ৪ শত বছরের প্রাচীন এই ঈদগাঁটিকে বৃহত্তর কুমিল্লা জেলার মধ্যে সর্ববৃহৎ ঈদগাঁ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রায় ২৫ বিঘা জমির উপর উক্ত ঈদগাঁ টি স্থাপন করা হয়েছে। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমতি, বারেশ্বর, সাহেবাবাদ, রহমতপুর টাকই, বড়ভাঙ্গাইন্না, জিরুইন, জগতপুর, বুড়িচং সদর,লড়িবাগ, নাইঘর, পীরযাত্রপুর, সাধকপুর, রাজাপুর, পাঁচোড়া, চড়ানল, ধারেশ্বর গ্রামের মুসুল্লিদের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত থেকেও এখানে মুসল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করতে আসে। তাই উক্ত ঈদগাঁটিকে দুই উপজেলার একটি মিলন মহা মিলন কেন্দ্র ও সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করা হয়। এতে লক্ষাধিক মুসুল্লির সমাগমে ঈদগাঁ ও তার আশেপাশের এলাকায় ঈদের আনন্দের পাশাপাশি ঈদের দিন আরো ভিন্ন মাত্রা যোগ হয়। আগত মুসুল্লি আবাল বৃদ্ধ বনিতারা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাদের নামাজ আদায় শেষে দেশ ও মুসলিম উম্মাহ এর বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া শরিক হয়। পরে বিশিষ্ট জন থেকে সাধারণ মুসুল্লিদের মধ্যে একে অন্যের সাথে কোলাকুলি সম্পন্ন হয়।
সে-ই ব্রিটিশ আমল থেকে শুরু করে উক্ত ঈদগাঁয়ে বিভিন্ন সময়ে অনেক জাতীয় ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত ঈদগাঁটিতে গণসংযোগ করেন। যতই দিন যাচ্ছে ততই ঈদগাঁটিতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঈদগাহঁটির সভাপতি হাজী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন বলেন - প্রায় ৪ শত বছরের পুরনো এ ঈদগাঁটির সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যাতে মুসল্লিরা সহজে তাদের ঈদের জামাত আদায় করতে পারে। ঈদগাঁ সাধারণ সম্পাদক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান বলেন- উক্ত কুমিল্লা সর্ববৃহৎ ঈদগাঁটি এতদ অঞ্চলের আমাদের জন্য একটি ঐতিহ্য। আগত মুসল্লিরা পয়: নিস্কাশনসহ আধুনিক সুযোগ সুবিধা যাতে পেতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মুসুল্লিদের পক্ষে তিনি আরো বলেন - স্থাপত্য শিল্পের দিক বিবেচনা করে আমরা আধুনিক দৃষ্টি নন্দন একটি ঈদগা্ তৈরীতে সকলের সহযোগিতা চাই।
ঈদগাঁটির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। এর পশ্চিম উত্তরে দিগন্ত জোড়া ফসলের মাঠ। ঈদগাঁটির পূর্ব দিকে বুড়িচং ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক। উক্ত সড়কের পূর্ব পাশেও শষ্য শ্যামলা দিগন্ত জোড়া নয়নাভিরাম ফসলের মাঠ যা আমাদের সকলের নজর কেড়ে নেয়। আর এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মণ্ডিত এ ঈদগাঁটির দক্ষিণ পাশে রয়েছে বিশাল এক দিঘী। যে দীঘির জলে পানকৌরী ও মাছরাঙ্গারা মিতালী করে খেলার ছলে দিবানিশি মাছ শিকার করে। উক্ত দীঘির ৩ পাড়েই রয়েছে কবরস্থান। যেখানে এলাকার হাজার হাজার মুরুব্বিগণ শায়িত অবস্থায় রয়েছেন।
বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন জনগোষ্ঠীর পাশাপাশি বর্তমান প্রজন্মের প্রকৃতির প্রেমী উঠতি বয়সের যুবকেরা প্রতিদিন বিকেলে ঈদগাঁয়ের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায় সেই ঈদগাঁ মাঠে। বর্তমানে ঈদগায়ের গেইট ও বাউন্ডারি নির্মাণের কাজ চলমান রয়েছে। অদূর ভবিষ্যতে এর মুসুল্লি সংখ্যা আরো বাড়বে এ কথা মাথায় রেখে এর উত্তর পাশ দিয়ে আরো জমি কিনে এটির আয়তন বৃদ্ধির পরিকল্পনা করছে ঈদগাঁ কর্তৃপক্ষ। তবে সাধারণ মুসল্লী এলাকাবাসীর একান্ত চাওয়া বর্তমান সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকগণ ঈদগাঁটির উন্নয়নকল্প এগিয়ে আসবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা