কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
২৭ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাও এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৩৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাও এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৩৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। নিহত আরব আলী করগাও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। ২৫ ই মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর পর আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক দরবারে বসেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরব আলী এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসক মোবাইল ফোনে কল দিয়ে নিকলী থানার পুলিশকে জানান, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের এক যুবকের মরদেহ জরুরি বিভাগে পড়ে আছে। পরে নিকলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ থানা হেফাজতে নেয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও থেকে চিকিৎসার জন্য অজ্ঞাতনামা কয়েকজন যুবকটিকে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসেন। এ সময় দেখা যায় তাঁর বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। পরে থানা-পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। যেহেতু মরদেহটি নিকলী থানার নয়, পাশের কটিয়াদী থানার করগাঁও ইউনিয়নের। তাই লাশ আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অটো কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ ০৫ জনের নামোল্লেখ ও ০৭ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভাংরি নামে এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং অন্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পাবনায় চররে জমি দখল নিয়ে সংর্ঘষে গুলবিদ্ধি ৫

আইএমএফের ঋণের কিস্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

পরিশুদ্ধ-পরিবর্তিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে-সাহাদাত হোসেন সেলিম

গাজায় ইহুদী হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

রাজনৈতিক দল গঠন এখন ছেলেখেলা!

সাভারে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

কোরআনবিরোধী নারী সংস্কার প্রস্তাবনা দেশের জন্য হুমকি স্বরূপ

পাকিস্তান-ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ দেখাতে বলল জাতিসংঘ

‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

তারেক রহমান ‘নিয়তির সন্তান’

অতিদারিদ্র্য বৃদ্ধির শঙ্কা

২৪ ঘন্টায় গ্রেফতার ১০৭২ আ’লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

পারভেজ হত্যা মামলায় প্রধান আসামি মেহেরাজ রিমান্ডে

আ.লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার রিমান্ডে

চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ মহিলার মৃত্যু

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের দাবি মোটরসাইকেল চালকদের