ঘাটাইলে সেতুর অভাবে অর্ধ লক্ষ মানুষের দুর্ভোগ
২৮ মার্চ ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:২১ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে সরাসাক ও গাংগাইর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে আছেন কয়েক গ্রামের বাসিন্দারা। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এলাকাবাসীর। গত ১৩ বছরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নির্মাণ করা হয়েছে অনেক রাস্তা ও ব্রিজ। কিন্তু ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীতে ব্রিজ নির্মাণ হচ্ছে না।
বর্তমানে বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এটিরও সংস্কার না করায় ভোগান্তি পোহাচ্ছেন প্রায় ৫০ হাজার মানুষ। নদীর দুই পাড়ে রয়েছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার হতে হয়। এ অঞ্চলের মানুষের টাঙ্গাইল জেলা সদরে যাতায়াত করতে হয় ঘাটাইল হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে। এতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। অথচ এই বংশাই নদীর উপর যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তবে, টাঙ্গাইল জেলা সদরে যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নের গাংগাইর, সরাসাক, আমজানি, বাদেআমজানি, গোলাবাড়ি, ধলাপাড়া, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, বর্গাসহ ১০টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় বংশাই নদী পারাপার হয়ে। এই এলাকার সরাসাক গ্রামে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, গাংগাইর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া ধলাপাড়া এলাকায় রয়েছে একটি বড় বাজার, একটি কলেজ, একটি মাধ্যমিক বালক বিদ্যালয় ও একটি বালিকা বিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বংশাই নদী পার হয়েই লেখাপড়া করতে হয়।
দেশ স্বাধীনের পর হতেই তারা বংশাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে দাবি জানিয়ে আসছেন। অনেকেই প্রতিশ্রুতি দেন ব্রিজ নির্মাণ করে দেয়ার। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
গাংগাইর গ্রামের পল্লী চিকিৎসক সেন্টু তালুকদার বলেন, বর্ষার সময় সঠিক সময় খেয়া পর হতে না পারায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। শুকনো মৌসুমেও ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হয়। বংশাই নদীর ওপর সেতু নির্মাণ জরুরি।
একই গ্রামের নূরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার ৫০ বছরেও বংশাই নদীতে সেতু নির্মিত হয় নাই। অথচ প্রতিদিন ১০ গ্রামের শত শত মানুষকে এই নদী ওপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হয়।
সরাশাক গ্রামের স্কুলশিক্ষক মজিবর রহমান বলেন, বংশাই নদে সেতু না থাকায় গ্রামে পাকা সড়ক হয়নি। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, ফসল পরিবহনসহ উপজেলা সদরে যেতে হয় এ নদ পার হয়ে। ভরা বর্ষায় খেয়া নৌকাডুবি এবং শুকনোয় কাঠের সাঁকো পার হতে দুর্ভোগ পোহাতে হয়। একই গ্রামের আলমগির হোসেন বলেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও বিগত ৫০ বছরে বংশাই নদে কোনো সেতু নির্মিত হয়নি। অথচ প্রতিদিন ১৫টি গ্রামের শত শত মানুষকে এ নদের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। আমি সরকারের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাই। খেয়াঘাটের মাঝি দুলাল চন্দ্র দাস বলেন, আমার পরিবারের বাপ দাদারা ব্রিটিশ আমল থেকে এ ঘাট পরিচালনা করে আসছে। আমি প্রায় ২৬ বছর ধরে এ ঘাটে নৌকা দিয়ে মানুষ পারাপার করছি। এ জন্য বছরে সবার কাছ থেকে নির্দিষ্ট টাকা এবং ধান নিয়ে থাকি। বর্ষা মৌসুমে খেয়া থাকলেও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করি। তবে এখানে একটি সেতু হলে আমাদের কষ্ট অনেক লাঘব হবে। ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও এমপি মহোদয়কে অবগত করেছি অনেক বার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সাঈদ জানান, বংশাই নদে সেতুর অভাবে স্থানীয় জনগণের দুর্ভোগের কথা তিনি অবহিত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সেতু নির্মাণের বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঈদের আনন্দ উপভোগ করতে দেয়নি: এ্যানি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া ঈদগাহ মাঠ বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মদের কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন, আটক ৪

ঈদের পরে কোন পথে রাজনীতি? কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির?

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

ঈদের মাংশ নিয়ে বাড়ী ফেরা হলো না রুহুল আমিনের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সারজিস আলম

কমলনগরে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত ঈদগাহে প্রথম' আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজ আদায়

ঈদের দিনেও তাপপ্রবাহ অব্যাহত

আগামীতে আরও বড় পরিসরে ঈদ উৎসব হবে: আসিফ মাহমুদ

বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

দিনাজপুরে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

শহীদ আবু সাঈদের পরিবারকে বেরোবি উপাচার্যের ঈদ সামগ্রী প্রদান

ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৩৭

মেঘনায় চাঁদাবাজী নিয়ে বিএনপি’র একজনকে পিটিয়ে হত্যা

মাগুরায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদুল ফিতর উৎযাপিত

রাজধানীতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল-ফিতর” পালিত, দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা”