কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

Daily Inqilab মো. জাহাঙ্গীর কিশোরগঞ্জ থেকে

৩১ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম

উপমহাদেশের ২৭৫ বছরের বৃহত্তম, প্রাচীন ও ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) ১৯৮তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ১৯৮তম শোলাকিয়ার ঈদের জামাতের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ (দা:বা:)।


সে এ এক অভূতপূর্ব দৃশ্য! ঈদে বরাবরই লাখো লাখো মুসল্লির পদভারে মুখরিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার সেই শোলাকিয়া ঈদগাহ ময়দান যেন আরো নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। পবিত্র ঈদুল ফিতরের জামাতকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের মহামিলন কেন্দ্র হয়ে উঠলো ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। গত ৩১ মার্চ সোমবার সকাল ১০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হলেও সকাল সাড়ে ৭টার মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। তখনো চলছিল শোলাকিয়া অভিমুখে মুসল্লিদের ঢল। লাখ লাখ মুসল্লির সঙ্গে একত্রিত হওয়ার বিরল অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তির জন্য শোলাকিয়া অভিমুখে ছুটে আল্লাহর সান্নিধ্য পেতে ব্যাকুল হৃদয়।

 

ফলে জামাত শুরুর আগেই শোলাকিয়া ঈদগাহ ময়দান ছাড়িয়ে মাঠের আশপাশের রাস্তা, ঈদগাহ পুকুর, শোলাকিয়া সেতু, সেতু পেরিয়ে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে ছড়িয়ে যায় জনস্রোত। তাতেও জায়গা না পেয়ে বাসাবাড়ির ছাদ, উঠান, অদূরের গাছবাজার এলাকা এবং বিভিন্ন গলিপথে জামাতের জন্য দাঁড়ান বিপুলসংখ্যক মুসল্লি। স্বভাবতই শোলাকিয়ার ঈদ জামাত হয়ে যায় এক মহাসমুদ্র। লাখো কণ্ঠের আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে শোলাকিয়া ঈদগাহ এলাকা। এত বড় ঈদ জামাত এর আগে কখনো দেখেনি শোলাকিয়া। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।


বরাবরের মতোই এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে এই জামাতে শরিক হন। প্রাচীন এই ঈদগাহে নামাজ আদায়ের জন্য দুই-তিন দিন আগে থেকেই মুসল্লিরা কিশোরগঞ্জে আসতে শুরু করেন।এবছরও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্য প্রকাশের দৃষ্টান্ত রাখতে অন্তত ছয় লাখ মুসল্লি অংশ নিলেন শোলাকিয়ার ঈদ জামাতে।


নামাজ আদায় করেন ধনী-গরিব নির্বিশেষে। সবার উদ্দেশ্য একটাই, যেন কোনো অবস্থাতেই হাতছাড়া হয়ে না যায় শোলাকিয়ার ঈদ জামাতে অংশগ্রহণ, হাতছাড়া হয়ে না যায় আল্লাহর সান্নিধ্য লাভের এ সুবর্ণ সুযোগ।ঈদের আগের রাতে আসা মুসল্লিদের জন্য কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ হতে ব্যবস্থা করা হয় ইফতার ও রাতের খাবারের। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. শামছুল আলম শামীম, পরিচালক এহতেশামুল হুদা মুনাব্বির, মো. মকবুল হোসেন বকুল উপস্থিত থেকে আগত মুসল্লিদের ইফতার ও রাতের খাবার বিতরণ করেন। এ আপ্যায়নে আগত মুসল্লিরা অত্যন্ত খুশি।


নামাজ শুরুর পাঁচ মিনিট পূর্বে তিন রাউন্ড, তিন মিনিট পূর্বে দুই রাউন্ড এবং এক মিনিট পূর্বে এক রাউন্ড বন্দুকের ফাঁকা গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজের প্রস্তুতি গ্রহণের জন্য সংকেত দেওয়া হয়।

 

ফ্যাসিবাদী জামানায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুতাওয়াল্লি কর্তৃক নিযুক্ত স্থায়ী ইমামকে বাদ দিয়ে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে। বিতর্কিত এই ইমামকে নিয়ে স্থানীয়দের ছিল প্রচণ্ড ক্ষোভ। পলাতক ফ্যাসিস্ট আমলে এই প্রভাব পড়েছিল।

 

কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামাতে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর ফরীদ উদ্দীন মাসউদকে বাদ দিয়ে মুতাওয়াল্লি নিযুক্ত স্থায়ী ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহকে পুনর্বহাল করেছে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। দীর্ঘ ১৫ বছর পর তার এই পুনর্বহাল স্থানীয় মুসল্লিদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। নানা বিধি-নিষেধের গ্যাঁড়াকল পেরিয়ে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে প্রথম বারের মতো এবারের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। যার কারণে এবার মুসল্লির সংখ্যা অন্য সময়ের চেয়ে বেশি হয়েছে। ফ্যাসিবাদী জামানায় মোবাইল ফোন নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এবার তা ছিল না। তবে মুসল্লিদের নিরাপত্তার দিক বিবেচনায় রেখে এবার ছাতা নিয়ে কেউ ঈদগাহ মাঠে প্রবেশ করতে পারেনি।

 

প্রতি বছরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ভৈরব বাজার-ময়মনসিংহ ও ময়মনসিংহ-ভৈরব বাজার রুটে বিশেষ ট্রেন দু’টি চলাচল করেছে। বিশেষ ট্রেনের একটি ঈদের দিন সকাল ৬টায় ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে এবং সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছেছে। ঈদ জামাত শেষে ট্রেনটি দুপুর ১২টায় পুনরায় ভৈরব বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। অপর ট্রেনটি ঈদের দিন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে এবং সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ এসেছে। এ ট্রেনটিও জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। প্রখর রোদে ঘামে ভেজা লাখো মুসল্লির উচ্চকিত হাত আর আবাল-বৃদ্ধ-বনিতার আমিন, আমিন ধ্বনিতে এ সময় মুখরিত হয়ে উঠে পুরো ঈদগাহ এলাকা। ২০১৬ সালে শোলাকিয়া ঈদগাহর চেকপোস্টে জঙ্গি হামলার ঘটনাকে মাথায় রেখে ঈদ জামাতকে কেন্দ্র করে এবারও নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার বিগত সময়ের তুলনায় আরও সুচারু ও সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দফায় দফায় পুলিশ ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন। পুরো ঈদগাহ মাঠকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নিরবচ্ছিন্ন নজরদারির জন্য ড্রোন উড়েছে শোলাকিয়ার ঈদগাহ মাঠের আকাশে। মাঠ ও মাঠের আশপাশ এলাকায় ড্রোনে পর্যবেক্ষণ ছাড়াও ঈদগাহ ময়দানের বাইরে, ভেতরে ও প্রবেশ পথে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান, আশেপাশের এলাকা এবং অলিগলি সহ মাঠ সংলগ্ন চারপাশের অন্তত দুই কিলোমিটার এলাকা নিয়ে আসা হয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। মাঠে স্থাপন করা হয়েছিল ছয়টি ওয়াচ টাওয়ার।

 

এর চারটিতে পুলিশ বাহিনী ও দুইটিতে র‌্যাব বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে এবারের ঈদ জামাতের সার্বক্ষণিক নিরাপত্তা তদারকি করেছেন। পুরো শোলাকিয়া ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণে ছিল পুলিশ। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শহর এবং আশপাশের এলাকায় বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আরআরএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজারেরও বেশি সদস্য দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল শোলাকিয়া ঈদগাহ ময়দানকে। ঈদগাহ ময়দানের তিনটি প্রবেশপথে স্থাপিত আর্চওয়ে দিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে হয়েছে। এ ছাড়া ব্যবহার করা হয়েছে মেটাল ডিটেক্টর। নিশ্ছিদ্র এই নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির শোলাকিয়ার ঈদগাহ ময়দানে প্রবেশ ছিল একেবারেই অসম্ভব জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা।

 

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা জানান, মাঠের বাইরে, মাঠের ভেতরে ও প্রবেশ পথে সর্বোচ্চ ও সুচারু নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। উড়ন্ত ড্রোন থেকে নজরদারি ছাড়াও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমরা নিশ্চিত করেছি। এ ছাড়া অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য মাঠের ভেতরে-বাহিরে পোশাক ও সাদা পোশাকে অন্যান্য বারের থেকেও বেশিসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও বিভিন্ন পয়েন্টে ছিল চেকপোস্ট। সার্বিক প্রস্তুতির বিবেচনায় নির্বিঘ্নে শোলাকিয়ায় মুসল্লিগণ ঈদুল ফিতরের ১৯৮তম জামাত আদায় করতে পেরেছেন বলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মহান আল্লাহর সন্তোষ প্রকাশ করেন।

 

পুলিশের নিয়মিত সদস্যদের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবির সদস্যও মোতায়েন ছিল। এ ছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। পুরো শোলাকিয়া ঈদগাহ ময়দানকে ঘিরে মোতায়েন করা ছিল বিপুলসংখ্যক র‌্যাব সদস্য। র‌্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেন, মুসল্লিদের নিরাপত্তায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নিরাপত্তা জোরদার করতে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি ও মলমপার্টিসহ অন্য অপরাধীদের বিরুদ্ধে ছিল আইনানুগ জোরদার ব্যবস্থা। কন্ট্রোল রুম স্থাপন করা ছিল। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করেছি।

 

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খানের পক্ষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। তিনি বলেন, এবারের ঈদের জামাতে স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লি অংশ নেন। এবারও দেশ বিদেশের প্রায় ছয় লাখ মুসল্লি এ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন।

 

ঈদ জামাতে অংশ নেওয়া ময়মনসিংহের তারাকান্দা হতে আগত মুসল্লি মো. সুরুজ আলী (৮৫) নুরুল ইসলাম (৭০) ইনকিলাবে জানান, “গত ৫০ বছরে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে তার কোনো জামাত বাদ পড়েনি। ঈদের জামাত শেষে মোনাজাতে ইমাম আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী
ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি
লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার
খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন
আরও
X

আরও পড়ুন

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

এভারটনকে হারিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল

এভারটনকে হারিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল

লেস্টারকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি

লেস্টারকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি

সামরিক অভিযান আরও বাড়ছে গাজার বিশাল অংশ দখলের পরিকল্পনা ইসরাইলের

সামরিক অভিযান আরও বাড়ছে গাজার বিশাল অংশ দখলের পরিকল্পনা ইসরাইলের

ভবিষ্যদ্বাণী বিল গেটসের সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন!

ভবিষ্যদ্বাণী বিল গেটসের সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন!

মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও হার সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও হার সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি

ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি

লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার

লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম বিএনপি অফিস ভাঙচুর

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম বিএনপি অফিস ভাঙচুর

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ