গাজীপুরে ঘরমুখো মানুষের ভিড়, ফ্লাইওয়েতে গাড়ির চাপ, নিচে ফাঁকা
৩০ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম

শেষ মুহূর্তের ঈদ যাত্রায় রোববার ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। যাত্রীদের পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় যান চলাচল করছে ধীরগতিতে।
বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন গুলো গাজীপুরের চান্দনা- চৌরাস্তা এলাকায় ফ্লাইওয়েতে ময়মনসিংহগামী লেনে উঠে শেষ প্রান্ত দিয়ে নামতে গিয়ে কিছু বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানোর কারণে ফ্লাইওয়েতে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। যার প্রভাব দক্ষিনে বোর্ড বাজার, উত্তরে তেলিপাড়া এবং পশ্চিমে নাওজোর পর্যন্ত দীর্ঘ সারির সৃষ্টি হয়।
গাজীপুরের নাওজোর মহাসড়ক থানার ওসি মোঃ রইচ উদ্দিন জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা- ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে রোববার ভোর থেকেই মানুষের ও গাড়ির চাপ বেড়ে যায় তবে কোন যানজট নেই। অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ।
পুলিশ বলছে , ঈদকে সামনে নেয়া হয়েছে বাড়তি উদ্যোগ। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।
গাজীপুরের কলকারখানা ছুটি হওয়ার পর বিকেল হতে মহাসড়কে যাত্রীদের ও গাড়ির ব্যাপক ভিড় দেখা দেয়। ফলে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানবাহন চলছে। এ অবস্থা চলে শনিবার মধ্য রাত পর্যন্ত।
ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার দিনভর স্বস্তি নিয়ে ঘরমুখী মানুষ যাতায়াত করলেও বিকেল ৫টার দিকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি দেখা দেয়।
এ অবস্থা চলে শনিবার মধ্য রাত পর্যন্ত। রাত ১২টার পর থেকে শনিবার ফজরের নামাজের আগ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু রোববার ভোর থেকেই গাড়ির চাপ আবার বাড়তে থাকে।
রোববার সকাল সাতটায় মানুষ এবং যানবাহনের চাপ আরো বেড়ে গিয়ে গাড়ির টেইল সৃষ্টি হলেও যানজট সৃষ্টি হয়নি।
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এবং গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঘরমুখো মানুষের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। গাড়ির চাপ বৃদ্ধিতে দুর্ভোগে পড়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের শত শত যাত্রীরা।
রোববার ভোর থেকেই ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার থেকে চান্দনা চৌরাস্তা হয়ে তেলিপাড়া পর্যন্ত যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এর কারণ হিসেবে ওর মহানগর পুলিশের ট্রাফিক কনস্টেবল মোঃ মামুন জানান, চন্দনা চৌরাস্তা ফ্লাইওয়ের উত্তরের (শেষ) প্রান্তে যেখানে মূল সড়কে গিয়ে নেমেছে সেখানে কিছু গাড়ি থেমে যাত্রী উঠানোর কারণে এবং চৌরাস্তা মোড়ের পশ্চিম দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অপেক্ষমান গাড়িগুলো যাত্রী তুলে ফ্লাইওভারের নিচ দিয়ে ময়মনসিংহের দিকে রওনার হয়।
পরে এ গাড়িগুলোও চান্দনা-চৌরাস্তা ফ্লাইওয়ের শেষ প্রান্ত অতিক্রম কালে জটলা তৈরি হয়। এর প্রভাব পড়ছে উত্তরে তেলিপাড়া, দক্ষিণে বোর্ডবাজার এবং পশ্চিমে নাওজোর পর্যন্ত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার আশোক কুমার পাল বলেন, শনিবার “ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে সারাদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাড়ির চাপ থাকলেও কোথাও কোনো যানজট ছিল না। শনিবার দুপুরে গাজীপুরের কারখানা ছুটি হওয়ার পর বিকেল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। মানুষ বিভিন্ন পয়েন্টে উঠানাম করায় কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। চাপ থাকলেও গাড়ি থেমে নেই। এ অবস্থা চলে শনিবার মধ্য রাত পর্যন্ত।
পরে শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত গাড়ি ও মানুষের চাপ কমে যায়। কিন্তু রোববার ভোর থেকেই ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এদিন সকাল সাতটার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বড়বাড়ি, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড় ও এর আশপাশের অংশ, তেলিপাড়া এলাকায় ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওইসব পয়েন্টে গাড়ি থামিয়ে লোকজন উঠানোর কারণে মাঝেমধ্যেই জটলা তৈরি হচ্ছে, যানবাহন ধীরে গতিতে চলছে।
চন্দনা চৌরাস্তা ফ্লাইওয়ের ওপরের গাড়ির চাপ কমাতে ঢাকা-মুখী লেন বন্ধ করে মাঝে মাঝেই ময়মনসিংহের দিকে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। ওই পথে গাড়িগুলো বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনের কাটা অংশ দিয়ে ময়মনসিংহগামী লেনে উঠে উত্তরের পথে চলে যাচ্ছে। ফলে যানজট লাঘব পাচ্ছে। সকাল ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ রোডের গাড়ির চাপ অনেকাংশেই কমে যায়।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, “মহাসড়কের নিরাপত্তা রক্ষায় জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য কাজ করছেন। চন্দ্রা এলাকায় সারাদিন যানবাহনের চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। তবে সন্ধ্যার পর মানুষ আর অতিরিক্ত যানবাহনের চাপের কারণে তিনদিকেই কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের সারি হয়েছে।”
তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিরসনের দায়িত্ব পালন করছে।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

এভারটনকে হারিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল

লেস্টারকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি

সামরিক অভিযান আরও বাড়ছে গাজার বিশাল অংশ দখলের পরিকল্পনা ইসরাইলের

ভবিষ্যদ্বাণী বিল গেটসের সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন!

মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও হার সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি

লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম বিএনপি অফিস ভাঙচুর

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ