ঈদ আনন্দে পর্যটক বরণে প্রস্তুত সিলেট : নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতে পাশে থাকবে প্রশাসন
৩১ মার্চ ২০২৫, ০৬:১১ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৬:১১ পিএম

ঈদের রেকর্ড ছুটিতে সারাদেশ। টানা ৯ দিনের সরকারি ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে সিলেটে অন্তত ১৫ থেকে ২০ লাখ পর্যটক আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে ৮০ শতাংশ হোটেল-মোটেল। সেই সাথে পর্যটন স্পর্টগুলোকে ঢেলে সাজিয়েছন সংশ্লিষ্টরা। বহুদলীয় মানুষের উপস্থিতি ঈদ বাজার যেমন আশাতীতভাবে চাঙ্গা হয়ে উঠেছিল, তেমনি পর্যটন ক্ষেত্রে বিশাল কিছু ঘটবে, এমন আশা এখন বাস্তবতার অপেক্ষায়। তাই সাজোগোজো হয়ে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেট। এরমধ্যে পর্যটন স্পটগুলোর সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
প্রকৃতিকন্যা সিলেট সারাদেশের পর্যটকদের কাছে অনন্য। উঁচু-নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা-বাগান নিমিষে পর্যটকের মন কেড়ে নেয়। মন মাতানো এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছর ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় করেন পর্যটকরা।
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম- জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতি ঝরনা, জৈন্তিয়া রাজবাড়ী, ডিবির হাওর, বিছানাকান্দি, লোভাছড়া, মাধবকুণ্ড, চেরাপুঞ্জি, জকিগঞ্জে তিন নদী সুরমা-কুশিয়ারা-বরাক মোহনাসহ অসংখ্য চা বাগান।
এছাড়াও নগরীর বুকজুড়ে ছুটে চলা সুরমা নদী, আলী আমজদের ঘড়ি, চাঁদনীঘাটের সিঁড়ি, রাজা গৌর গোবিন্দের টিলা, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার অন্যতম।
এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের এসব পর্যটন স্পটগুলোতে এখন সাজসাজ রব। পর্যটকদের আকৃষ্ট করতে এরমধ্যে শেষ হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবার জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুলে বেশি পর্যটক ভিড় করবে। এছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগান দেখতে ভিড় জমাবেন পর্যটকেরা। ঈদে অন্তত ১৫ থেকে ২০ লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা।
সিলেট চেম্বার অব কর্মাসের পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন বলেন, ১৫ থেকে ২০ লাখ পর্যটক ও দর্শনার্থীদের সমাগম ঘটবে সিলেটে, পরিবেশ, সেই বার্তা দিচ্ছে, রাজনীতিক স্থিতিশীলতা, একদলীয় শাসনের জুলুম মুক্ত বাংলাদেশে এখন বহুদলীয় সমর্থকরা মুক্ত মাঠে চলাফেলা করছে, যা অর্তীতে ছিল অকল্পনীয়। আইনশৃংখলার উপর মানুষের আস্থা, সব মিলিয়ে ইতিবাচক পরিস্থিতি। তাই পর্যটনখাতে অর্থনীতির অবিশ্বাস্য এক ভিত্তি রচিত হতে যাচ্ছে ঈদ ছুটিতে পর্যটকদের আগমনে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এবার জাফলং পর্যটকদের আকর্ষণ হতে পারে। আগের তুলনায় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেখানে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছি। এ ছাড়া পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা একযোগে তৎপরতা চালাবেন। পর্যটকেরা যাতে হয়রানি শিকার না হন সেজন্য উপজেলায় পরিবহন, ঘাট ইজারাদার ও পর্যটনকেন্দ্রের ফটোগ্রাফারদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। সে ব্যাপারে তাদের সচেতন করা হয়েছে।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদাউস জানান, এবারের ঈদে লম্বা ছুটি হওয়াতে অন্য বছরের তুলনায় বেশি সংখ্যক পর্যটক সমাগম হবে। তাছাড়া ভারতের ভিসা বন্ধ থাকা ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় অন্যান্য বছরের তুলনায় পর্যটকদের সমাগম বেশি হবে। এরমধ্যে হোটেল-মোটেলগুলো প্রায় ৮০ শতাংশ বুক হয়ে গেছে। আশা করছি এবার ভালো ব্যবসা হবে। তিনি বলেন, এবারের ঈদ বাজারে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে আশা করা যাচ্ছে ঈদ বাজার ও পর্যটন খাতে শত কোটি টাকার ব্যবসা হবে। আবহাওয়া অনুকূলে থাকলেও সবকিছু স্বাভাবিক থাকলে ব্যবসা আরও বেশি হতে পারে।
পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বাস্তবিক সমস্যা মাথায় রেখে কার্যত পর্যটক বান্ধব প্রস্তুতি নিয়েছে সিলেট ট্যুরিস্ট পুলিশ। জোন ভিত্তিক পরিকল্পনায় পর্যটক বরণ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সিলেটে জাফলং, সাদাপাথর, মাধবকুন্ড ও শ্রীমঙ্গলে ঈদে আশাতীত পর্যটকের পদচারনা ঘটবে বলে আমরা মনে করছি। তাই এ পর্যটকদের নিরাপত্তা সহ নি:সংকোচ চলাফেরা নিশ্চিতে বদ্ধ পরিকর ট্যুরিস্ট পুলিশ। আমরা সেভাবে ভেবে প্রস্তুতি রেখেছি।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, ইতোমধ্যে পর্যটন এলাকাগুলোয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্যুরিস্ট পুলিশ একযোগে কাজ করবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

এভারটনকে হারিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে লিভারপুল

লেস্টারকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি

সামরিক অভিযান আরও বাড়ছে গাজার বিশাল অংশ দখলের পরিকল্পনা ইসরাইলের

ভবিষ্যদ্বাণী বিল গেটসের সপ্তাহে কর্মদিবস হবে ২ দিন!

মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও হার সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প

ঈদের এক সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে : রিজভী

ফতুল্লায় ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি

লিবিয়ায় মানবপাচারকারীদের দৌরাত্ম্য কমেনি ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে : এজেডএম জাহিদ হোসেন

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম বিএনপি অফিস ভাঙচুর

নাদেলের ছবি-নামে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

নাদেল ও আনোয়ারুজ্জামানের বাসায় হামলা ভাংচুর

আ‘লীগের এক উপদেষ্টাকে গ্রেফতার করলো সুনামগঞ্জ পুলিশ

২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য

আড়াইহাজারে দুটি অস্ত্র উদ্ধার

অস্তিত্ব থেকে মুছে ফেলতে হবে আ‘লীগ ফ্যাসিস্টদের- বিএনপি নেতা মাহবুব চৌধুরী

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি

একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়- ড. শেখ ফরিদ