কমলগঞ্জে ঈদের ছুটিতে ভিড় জমেছে পর্যটন কেন্দ্রে
০৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ। উপজেলার টিলাঘেরা সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যেন পা ফেলার ঠাই নেই। পরিবার পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন। সবাই ব্যস্ত নিজের হাতে থাকা মোবাইলে এই ক্ষণের মূহুর্তের ছবি তুলে স্মৃতি হিসেবে জমা রাখতে। দিন বাড়ার সাথে সাথে আগত পর্যটকদের গাড়ির সারি ও লম্বা ছিল এসব পর্যটন কেন্দ্র গুলো। পরিবার নিয়ে ঘোরার জন্য ঈদের এই উপলক্ষ হচ্ছে সব চেয়ে সুন্দর একটি সময় এমনটাই বলেছেন পর্যটন কেন্দ্রে ঘুরতে আশা পর্যটকরা।
অন্যদিকে ঈদে পর্যটকদের নিরাপত্তার জন্য কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার নেতৃত্বে পুলিশের একটি টীম ও টুরিস্ট পুলিশের একটা টিম মিলিয়ে মোট দুইটি টিম মিলিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি জায়গায় টহল দিতে দেখা যায়।
জীব বৈচিত্র্যে ভরপুর বন্যপ্রাণীর অভয়ারণ্য জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, পদ্মকন্যা নয়নাভিরাম মাধবপুর লেক, ঝর্ণাধারা হামহাম জলপ্রপাত, ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, বন্যপ্রাণীর অভয়ারণ্য রাজকান্দি বন, শমসেরনগর বিমানবন্দর, প্রাচীন ঐতিহ্যের বাহক লক্ষ্মীনারায়ণ দিঘী, ২০০ বছরের প্রাচীন ছয়চিরী দিঘী, শমসেরনগর বাঘীছড়া লেক, আলিনগর পদ্মলেক, মাগুরছড়া পরিত্যক্ত গ্যাসফিল্ড, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, অপরূপ শোভামণ্ডিত উঁচু নিচু পাহাড়বেস্টিত সারিবদ্ধ পদ্মছড়া চা বাগান, শিল্পকলা সমৃদ্ধ মনিপুরী, প্রকৃতির পূজারী খাসিয়া, গারো, সাঁওতাল, মুসলিম মনিপুরী, টিপরা ও গারোসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ পর্যটকদের মন ও দৃষ্টি কেড়ে নেয়।
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে এসব আকর্ষণীয় পর্যটন স্পটগুলো পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছিল। মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিলে দূর-দূরান্ত থেকে আগত পর্যটনপ্রেমী ভ্রমণ পিয়াসুদের। এদের মধ্যে সপরিবারে ও কাপলদের ঘুরতে আসা পর্যটকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ঈদের দিন লোকজনের উপস্থিতি ছিল অন্যান্য বছরের তুলনায় বেশি। ঈদের আনন্দ উপভোগ করতে পর্যটকরা ছুটে এসেছেন জীব বৈচিত্র্যের অপরূপ সমাহার ঘুরে দেখতে।
ঈদের ছুটিতে লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে ঘুরতে আসেন ঢাকা থেকে বৃষ্টি ও আকাশ। তারা মূলত কাপল। এখানে এসে তারা জানান, লাউয়াছড়ার বন একটি সমৃদ্ধ বন। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আর জীব বৈচিত্র্যে ভরপুর এই বনটি যে কেউ দেখলে মন জুড়িয়ে যাবে। তারা জানান, আমরা অকে বছর ধরে ট্রাই করছি আশার জন্য কিন্তু সময় হয়ে উঠেনা। শনিবার রাতে ঢাকা থেকে কমলগঞ্জের একটা রিসোর্টে উঠেছি। দুপুরে আমরা বের হয়ে লাউয়াছড়া ও মাধবপুর লেক ঘুরে দেখলাম। খুব ভালো লেগেছে। আরও ৩ দিন এখানে থাকবো।মৌলভীবাজার জেলার সবগুলো পর্যটন স্পর্টগুলো ঘুরে দেখার খেয়াল আছে।’
এদিকে সিলেট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে ঘুরতে আসেন আলম, মনি, পাপড়ি, সাইফুল ও মনি তারা এ প্রতিবেদককে বলেন,‘পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। খুবই ভালো লাগছে। শুধু এই দুই জায়গা না চা বাগানসহ মনিপুরী পাড়া দেখেছি খুব ভালো লেগেছে। মন চাচ্ছে না চল যেতে। তারপরও যেতে হচ্ছে। সিলেট যাব জাফলং ও সাদা পাথর। আবার যেকোনো দিন ছুটি পেলে চলে আসবো।’
লাউয়াছড়া টিকেট কালেক্টর শাহিন আহমদ জানান, এই প্রথম পর্যটকের উপচেপড়া ভিড় ছিল। আমরা পর্যটকদের সামাল দিতে হিমসিম খেতে হয়েছে। এভাবে আগে কখনো হয়নি।’
লাউয়াছড়া ইকো টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে লাউয়াছড়াসহ সব পর্যটনকেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন হয়। পর্যটকের সংখ্যা চোখে পড়ার মতো ছিল। কিন্তু ঈদের পরের ৭ দিন পর্যন্ত পর্যটক বাড়বে বলে তিনি মনে করেন।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ‘এ ঈদের অন্যান্য সময়ের তুলনায় পর্যটকের সমাগম অধিক ঘটেছে। তবে ঈদে পর্যটকদের উপস্থিতি সব সময়েই বেশি হয়ে থাকে।ঈদের দিন থেকে ১০দিন পর্যটকের আগমন বেশি লক্ষ করা যায়।’
শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের দায়িত্বরত ওসি কামরুল ইসলাম জানান, ঈদের দিন সকাল থেকেই কমলগঞ্জের সকল পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশ কাজ করছে। নির্বিঘ্নে পর্যটকরা যেন ঘুরতে পারে সে জন্য আমরা তাদের নিরাপত্তার জন্য পর্যবেক্ষণ করছি।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে শহীদ পরিবারকে শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের হৃদয়ছোঁয়া উদ্যোগ

পুতিন ও জেলেনস্কি চুক্তি করতে প্রস্তুত: ট্রাম্প

আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ হাজার জরিমানা

ফিলিস্তিনপন্থীদের বহিষ্কার করছে জার্মানি

ব্র্যাক ব্যাংক ও পিএইচপি গ্রুপের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ

বিএনপির নেতা-কর্মীদেরকে দেশের স্বার্থে ঐক্যবদ্ব থাকতে হবে - মুশফিকুর রহমান

পাল্টা শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিল চীন

ঈশ্বরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার রবীন্দ্রনাথের ম্যুরালে কালি লাগিয়ে বিকৃতি

অবশেষে রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত কার্টুনে মিললো অজ্ঞাত যুবতীর লাশ

ভোলায় অভিযান চালিয়ে ২১টি হাতবোমা, আগ্নেয়াস্ত্রসহ আটক ৫ সন্ত্রাসী

ভারত-বাংলাদেশ সীমান্তে আবার অশান্তি, বিএসএফের গুলিতে নিহত এক

কোভিড মহামারির পর বিশ্ব বাজারে সর্বনিম্ন হতে যাচ্ছে জ্বালানি তেলের দাম

সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি

মতলবে কৃষি জমিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারলো যুবক

গাজার তিন স্কুলে ইহুদি হামলা, ১৮ শিশুসহ শহীদ ৩৩

আইপিএলে দুই হাতেই বল করে কামিন্দুর ইতিহাস

বাগেরহাটে রবি সিম বিক্রেতাকে সংঘবদ্ধ ধর্ষন ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

অধ্যাপক ইউনূস ও মোদীর বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা