ভারত-বাংলাদেশ সীমান্তে আবার অশান্তি, বিএসএফের গুলিতে নিহত ১
০৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম

কোচবিহার সীমান্তে এক ২২ বছরের যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ-এর বিরুদ্ধে। বিএসএফ-এর দাবি, ওই ব্যক্তি চোরাচালানে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গের কোচবিহারে বিএসএফ এর বিরুদ্ধে এক যুবককে গুলি করে মারার অভিযোগ উঠেছে। মৃত য়ুবকের নাম জাহানুর হক।
বিএসএফ-এর দাবি, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বিএসএফ-এর জওয়ান দেখেন, একটি দল ভারতের দিক থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করছে। জওয়ান বাধা দিলে তাকে ধারালো অস্ত্র নিয়ে ঘিরে ধরে ওই দলটি। তখন বাধ্য হয়ে গুলি চালান ওই জওয়ান। তাতে এক ব্যক্তির মৃত্যু হয়, বাকিরা পালিয়ে যায়। বিএসএফ বলছে, ওই যুবক চোরাচালানকারী ছিল। বিএসএফ-এর ওই জওয়ানও আহত হয়েছেন বলে বিএসএফ দাবি করেছে।
এদিকে মৃত জাহানুরের পরিবার বিএসএফ-এর দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকে জাহানুরের বাড়ি। ডয়চে ভেলেকে তার মা রিনা বিবি জানিয়েছেন, ''জাহানুর পরিযায়ী শ্রমিক। ১০-১২ দিন আগে তিনি বেঙ্গালুরু থেকে দেশের বাড়ি ফিরেছিলেন। কয়েকদিন থাকার কথা ছিল। তার মধ্যেই এই ঘটনা ঘটলো।''
বিএসএফ দাবি করছে, একটি আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিলেন জাহানুর। সীমান্তের দুই পারেই তার দল ছিল। কিন্তু জাহানুরের মায়ের দাবি, এমন কোনো দলের সঙ্গে তার ছেলের যোগাযোগ ছিল না। কারণ, তিনি সেখানে থাকতেনই না। মায়ের বক্তব্য, কাঁটাতারের অন্যপারে তাদের তিন বিঘা জমি আছে। তার স্বামী এবং জাহানুর দু'জনের নামেই বিএসএফ কার্ড বানিয়ে দিয়েছিল, সেই কার্ড নিয়ে তারা অন্যপারে গিয়ে চাষ করতেন। এদিনও তিনি ভেবেছিলেন, ছেলে ক্ষেতে গেছেন। পরে তার মৃতদেহ বাড়িতে পৌঁছায়। মায়ের অভিযোগ, তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে বিএসএফ।
কোচবিহারে তৃণমূল নেতা উদয়ন গুহও বিএসএফ-এর বিরুদ্ধে সরব হয়েছেন। ডিডাব্লিউকে তিনি বলেছেন, 'ঈদ পালন করতে ওই যুবক দেশে ফিরেছিলেন। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর অত্যাচার মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছেছে।' সীমান্ত হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে মাসুম সংগঠন। তার কর্ণধার বিশিষ্ট সমাজকর্মী কিরীটি রায় ডয়চে ভেলেকে বলেছেন, ‘আরো একটা সীমান্ত হত্যার ঘটনা ঘটলো। বিএসএফ আবার সেই একই ন্যারেটিভ তৈরি করলো। রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে এর ব্যবস্থা না নিলে এই সমস্যার সমাধান হবে না। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।'
দক্ষিণবঙ্গেও অশান্তি
দক্ষিণবঙ্গেও এদিন অশান্তির ঘটনা ঘটেছে। নদিয়ায় ১৯৪ ব্যাটেলিয়নের ফাঁড়ির কাছে রীতিমতো লড়াই হয় বলে বিএসএফ জানিয়েছে। বিএসএফ-এর দাবি রাত ২টো ১৫ নাগাদ প্রহরারত জওয়ানরা দেখেন সীমান্ত পার করার চেষ্টা করছে একটি দল। বাংলাদেশের দিক থেকে তারা ভারতে ঢুকছিলেন বলে অভিযোগ। সে সময় বিএসএফ-এর জওয়ান পিএজি গুলি চালায় বলে জানিয়েছে বিএসএফ। তাতে ওই দল ছত্রভঙ্গ হয়ে যায়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই দলটি বিএসএফ-এর জওয়ানকে ঘিরে ফেলে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই জওয়ান হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে বিএসএফ। তবে ওই জওয়ানকে উদ্ধার করতে ঘটনাস্থলে অন্য জওয়ানরা চলে এলে দলটি পালিয়ে যায় বলে বিএসএফ জানিয়েছে। ওই পোস্টের কাছেই আরেক জায়গাতেও এদিন বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

উপ-ইজারা নিয়ে অন্যত্র ঘর নির্মাণ, গুড়িয়ে দিলো প্রশাসন

নববর্ষে দিনভর সিলেট বিএনপির বর্ণাঢ্য আয়োজন!

সালথায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ২০, বাড়িঘরে হামলা-ভাংচুর

বাজারে আসছে আইপি৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু সকাল ৯টায়

সুস্থ হয়ে ওঠাই এখন গুরুত্বপূর্ণ: লিটন

করাচিতে লিটনের জায়গায় ম্যাকডারমট

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ

ওয়াসির ঘূর্ণিতে ব্রাদার্সের অবনমন

বাড়ল সয়াবিন তেলের দাম

রূপগঞ্জকে হারিয়ে পঞ্চম অগ্রণী ব্যাংক

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, আটক ৬

আহরারের অলরাউন্ড নৈপুণ্যে পারটেক্সের জয়

নালিতাবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভা প্রধান অতিথি ছিলেন ইলিয়াস খান

সময়মতো চিকিৎসা গ্রহণ করলে মা হওয়ার স্বপ্ন বাস্তবে সম্ভব - আন্তর্জাতিক চিকিৎসক শাবানা খাতুন

ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে দুই ভাইয়ের মৃত্যু, আহত ১

২৪ ঘণ্টার মধ্যে ফের স্বর্ণের দাম নির্ধারণ

মহিলাদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি করা প্রসঙ্গে?

ঝিনাইগাতীতে কুয়া খননকালে অক্সিজেনের অভাবে দুই ভাইয়ের মৃত্যু, আহ ১ জন