‘গরীবের খাদ্য’ খ্যাত মিষ্টিআলু পুষ্টিচাহিদার অন্যতম উৎস হলেও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেই
০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৫ এএম

‘গরীবের খাদ্য’ হিসেবে সমাধিক খ্যাতি লাভকারী ‘মিষ্টিআলু’র আবাদে এবারো বরিশালের কৃষিযোদ্ধাগন অতীতধারা অব্যাহত রেখেছেন। সারাদেশে আবাদকৃত প্রায় ৩৪ হাজার হেক্টরের প্রায় ১০ হাজার হেক্টর মিষ্টিআলুর আবাদ হয়েছে বরিশাল কৃষি অঞ্চলে। ইতোমধ্যে নানা বাহারি মিষ্টিআলু বাজার আসতে শুরু করেছে। ফলে দেশে উৎপাদিত প্রায় সোয়া ৭ লাখ টনের মধ্যে বরিশালের মাঠ থেকেই প্রায় পৌনে ৩ লাখ টন মিষ্টিআলু বাজারে আসছে। এবার বরিশালের খুচরা বাজারে প্রতি কেজি মিষ্টিআলু ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও মাঠ পর্যায়ে কৃষকরা তা বিক্রি করছেন ২০-২৫ টাকার মধ্যে। তবে গোলআলুর চেয়ে কিছুটা ভাল দাম পেয়ে আগামীতে কৃষকরা মিষ্টিআলু আবাদে আরো আগ্রহী হবেন বলে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র দায়িত্বশীল মহল।
অনগ্রসর মানুষের স্বল্পব্যয়ে পুষ্টির ভাল যোগানদাতা মিষ্টিআলু সাধারণ মানুষের কাছে অনাদিকাল থেকেই যথেষ্ট গ্রহণযোগ্য একটি কৃষিপণ্য। কৃষি এবং পুষ্টি বিজ্ঞানীদের মতে, হলুদ ও রঙ্গিন শাঁসযুক্ত মাত্র ১৩ গ্রাম মিষ্টিআলু একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রতিদিনের ‘ভিটামিন-এ’র চাহিদা পূরণে সক্ষম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, নিয়মিত মিষ্টিআলু খেলে শিশুদের রাতকানা রোগ সহ যেকোন বয়সী মানুষের দৃষ্টিশক্তি স্বল্পতার আশংকা থেকেও নিরাপদ রাখতে সহায়ক।
তবে গত এক দশকে দেশে মিষ্টিআলুর আবাদী জমির পরিমাণ বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছে। এমনকি কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ সহ মাঠ পর্যায়ে উন্নত আবাদ প্রযুক্তি হস্তান্তর করতে পাড়লে বরিশাল অঞ্চলেও মিষ্টি আলুর উৎপাদন প্রায় দ্বিগুণে উন্নীত করা সম্ভব বলে মনে করছেন সরেজমিনের কৃষিবীদগন।
‘কৃষি গবেষণা ইনসিইটউট-বারি’র বিজ্ঞানীগন ইতোমধ্যে অন্তত ১০টি উচ্চফনশীল ও পুষ্টিসমৃদ্ধ মিষ্টি আলুর উন্নত জাত উদ্ভাবন করেছেন। যার উৎপাদনও আমাদের সনাতন জাতগুলোর প্রায় তিন থেকে ৪ গুন। এমনকি এসব মিষ্টি আলু থেকে জেলী, জ্যাম, মিষ্টি, চিপস, হালুয়া ছাড়াও পুষ্টি সমৃদ্ধ ও উন্নতমানের সস পর্যন্ত তৈরি সম্ভব। যা গ্রামের মেয়েদের ঘরে বসে একটি বিকল্প আয়ের অন্যতম উৎস হতে পারে।
মিষ্টি আলুর দেশী জাতগুলো থেকে হেক্টর প্রতি ১০ টনের মত উৎপাদন সম্ভব হলেও ‘বারি’ উদ্ভাবিত ‘বারি মিষ্টিআলু-১ (তৃপ্তি), বারি মিষ্টিআলু-২ (কমলা), বারি মিষ্টিআলু-৩ (দৌলতপুরী), বারি মিষ্টিআলু-৪, বারি মিষ্টিআলু-৫, বারি মিষ্টিআলু-৬, বারি মিষ্টিআলু-৭, বারি মিষ্টি আলু-৮ ও বারি-মিষ্টি আলু-৯’ জাতগুলোর হেক্টর প্রতি উৎপাদন ২০-৪০ টন পর্যন্ত। বরিশাল কৃষি অঞ্চলে এবার হেক্টর প্রতি ২০.২৩ টন মিষ্টি আলুর উৎপাদন হয়েছে বলে জানিয়েছে ডিএই’র দায়িত্বশীল সূত্র।
বারি উদ্ভাবিত কমলা সুন্দরী, বারি মিষ্টি আলু-৪ ও ৫’এ প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে। যা ভিটামিন-এ’র একটি ভাল উৎস
তবে ‘বারি’ উদ্ভাবিত এসব উন্নতজাতের মিষ্টি আলুর জাতের লতা বা বীজগাছ সহ আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে ডিএই ও তার মাঠ কর্মীদের খুব একটা আগ্রহী ভূমিকা নেই বলেও অভিযোগ রয়েছে। অথচ দক্ষিণাঞ্চলে যে পরিমাণ জমিতে সনাতন জাতের মিষ্টি আলুর আবাদ হচ্ছে, সেখানে উন্নত প্রযুক্তিতে উচ্চ ফলনশীল মিষ্টি আলুর আবাদ নিশ্চিত করতে পারলে, উৎপাদন দ্বিগুণ করা সম্ভব বলে মনে করছেন মাঠ পর্যায়েরে কৃষিবীদগন। এলক্ষ্যে আগামী মৌসুম থেকেই ডিএই’র বরিশাল কৃষি অঞ্চলে ব্যাপকভাবে প্রদর্শনী প্লট করারও তাগিদ দিয়েছেন ওয়াকিবাহাল মহল।
‘বারি’ ১৯৮১ সালে ফিলিপাইন থেকে ‘টিনিরিনিং’ নামের একটি লাইন সংগ্রহ করে অন্যান্য জার্মপ্লাজামের সাথে উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে গবেষণা শেষে ১৯৮৫ সালে ‘বারি মিষ্টি আলু-১ (তৃপ্তি)’র জাত উদ্ভাবন করে। কৃষি গবেষণা কাউন্সিলের অনুমোদনের পরে তা মাঠ পর্যায়ে আবাদের জন্য ছাড় করা হয়। এ জাতে মিষ্টি আলুর কান্ড ২শ’ থেকে আড়াইশ গ্রাম। তবে কোন কোন সময়ে একটি মূল দেড় কেজি পর্যন্ত হতে পারে। এ আলুর ১শ’ গ্রাম শাঁসে প্রায় সাড়ে ৪শ’ আই ইউ ‘ভিটামিন এ’ থাকে। স্বাভাবিক অবস্থায় এর উৎপাদন হেক্টর প্রতি ৪০-৪৫ টন পর্যন্ত।
তাইওয়ানের ‘এশীয় সবজি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ থেকে ১৯৮০ সালে একটি লাইন সংগ্রহ করে জার্ম প্লাজামের সাথে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৯৮৫ সালে ‘কমলা সুন্দরী বা বারি মিষ্টি আলু-২’ নামের জাতটি অনুমোদনের মাধ্যমে আবাদের জন্য উন্মুক্ত করা হয়। এ মিষ্টিআলুর ১শ’ গ্রাম শাঁষে সাড়ে ৭ হাজার আই ইউ ‘ভিটামিন-এ’ রয়েছে। এসব উচ্চ ফলনশীল মিষ্টিআলু আবাদের ১৩৫ থেকে ১৪৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব।
নদী-নালা বেষ্টিত বরিশালের চরাঞ্চলে মিষ্টি আলুর আবাদ হয়ে আসছে সুদূর অতীতকাল থেকে। উৎপাদনের দিক থেকে দেশে খাদ্য ফসলের মধ্যে মিষ্টি আলুর অবস্থান এখন প্রায় চতুর্থ। তবে অতীতকালের জনপ্রিয় এ খাদ্য ফসলের বহুমুখী ব্যবহার এখনো স¤প্রসারণ ঘটেনি। এমনকি উৎপাদন এলাকার বাইরেও এ ফসলের তেমন প্রচলন নেই।
পরিমিত পরিমাণ গোবর, টিএসপি, ইউরিয়া এবং এমওপি সার প্রয়োগের মাধ্যমে মধ্য অক্টোবর থেকে নভেম্বরের প্রায় শেষভাগ পর্যন্ত দক্ষিণাঞ্চলের চরাঞ্চলের বেলে দোআঁশ ও বেলে মাটিতে মিষ্টি আলু আবাদের উপযুক্ত সময়। মার্চের মধ্যভাগ থেকেই বাজারে মিষ্টি আলু উঠতে শুরু করে। গোল আলুর চেয়ে মিষ্টি আলুতে কৃষকরা কিছুটা ভাল দাম পেলেও এখনো লতা-বীজ সংকটই বরিশাল অঞ্চলে অর্থকরী এ ফসল আবাদে প্রধান অন্তরায় হয়ে আছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সান্তাহারে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য