শেরপুরে নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ২০ টন নকল সার জব্দ
শেরপুর জেলা সদরের সাপমারীতে সেভেন. কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানীর ৪০০ বস্তায় ২০ টন নকল জিপসাম সার জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর পিছনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়...