বর্ষায় বৃষ্টির আকালের পরে শরৎ পেরিয়ে হেমন্তের ‘অকাল অতি বর্ষণ’এ বরিশালের জনস্বাস্থ্য ও কৃষি সহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত
আবহাওয়ার স্বাভাবিক আচরনে বিচ্যুতির ফলে ঝুকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি ও জনস্বাস্থ্য সহ স্বাভাবিক পরিবেশ। ভরা বর্ষায় বৃষ্টির আকালের পরে শরৎ পেরিয়ে হেমন্ত’র ‘অকাল-অতিবর্ষণ’এ ডুবছে বরিশাল মহানগরী সহ সন্নিহিত এলাকা। গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে দেশের সর্বাধিক, ৫৩ মিলিমিটার বৃষ্টিপাতে পুরো বরিশাল মহানগরী সহ এ অঞ্চল আরেকবার পানির তলায় চলে যায়। সপ্তাহের শেষ কর্ম দিবসে...