কুমিল্লা নগরীতে বাজার ছাপিয়ে সড়কে ওঠেছে বৈশাখি মাছের মেলা
বাজার ছাপিয়ে সড়কের দুই পাশে বৈশাখি মাছের মেলা ঘিরে হাজারো মানুষের কলরবে মুখরিত হয়ে ওঠে কুমিল্লার ঐতিহ্যবাহী রাজগঞ্জ, মোগলটুলি ও সংলগ্ন এলাকা। রাজগঞ্জ বাজারের মাছের মেলায় এ অঞ্চলের লোকজন খুঁজে পায় বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।
পহেলা বৈশাখের সকালে বাতাসে ছড়িয়ে পড়া হাজারো মাছের আঁশটে ঘ্রাণ জানান দেয় এটি রাজগঞ্জ বাজারের মাছের মেলা। যার পরিধি ঠেকেছে বাজার সংলগ্ন এলাকার দুইদিকের সড়কে। মৎস্যখাতে বিপ্লব...