ফরিদপুরের নগরকান্দার ৩৫ যুবকের সলিলসমাধির পর সালথার ৩৫ যুবকও নিখোঁজ
নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সহ আশপাশের এলাকার ৪৭ জন যুবক দালালদের মাধ্যমে অবৈধ ভাবে লিবিয়া হয়ে ইতালি যাবার পথে ৩৫ জন যুবকের সলিলসমাধি হয়েছে প্রায় এক বছর আগে।এদের মধ্যে ১৭ জন যুবক বিদেশি জাহাজের নাবিকদের হাতে উদ্ধার হয় তিনদিন সাগরে ভেসে থাকার পর। দৈনিক ইনকিলাব এর অনুসন্ধানী টিম সেই ১৭ যুবকের কাছ থেকে ভয়াবহ ঘটনার বর্ণনা।পেয়েছে
এদের পরিবার ও...